Advertisment

Rohit Sharma: ধোনির বিশ্বকাপ জয় নয়, ২০২৪-এর বিশ্বকাপ জয়ই স্পেশ্যাল! আচমকাই বিরাট দাবি রোহিতের

T20 World Cup 2024: হাজার হাজার ক্রিকেট সমর্থক ভারতীয় দলকে বরণ করে নেওয়ার জন্য মেরিন ড্রাইভে হাজির হয়েছিলেন। বৃহস্পতিবার দেশে ফেরার পর রোহিতরা জনজোয়ারে ভেসে গিয়েছেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
The T20 World Cup-winning Indian cricket team captain Rohit Sharma with players Sanju Samson, Axar Patel, Shivam Dube and others during their open bus victory parade, in Mumbai

T20 বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা মুম্বাইতে তাদের উন্মুক্ত বাস বিজয় প্যারেড চলাকালীন খেলোয়াড় সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল, শিবম দুবে এবং অন্যান্যদের সাথে। (পিটিআই)

T20 World Cup victory parade Wankhede Stadium, Marine Drive: ২০০৭-এ ধোনির নেতৃত্বে বিশ্বকাপ জয় নয়। বরং ২০২৪-এ বিশ্বকাপ জয়-ই তাঁর কাছে স্পেশ্যাল। এমনটাই জানিয়ে দিলেন টিম ইন্ডিয়া ক্যাপ্টেন রোহিত শর্মা।

Advertisment

বিসিসিআইয়ের পোস্ট করা ভিডিওয় রোহিত বলে দিয়েছেন, "২০০৭-এর বিশ্বকাপ জয় অন্য অনুভূতি। আমরা বিকালের দিকে উদযাপন শুরু করেছিলাম। ওই বিশ্বকাপ জয় কখনও ভোলা সম্ভব নয়। কারণ ওটাই ছিল আমার প্ৰথম বিশ্বকাপ ট্রফি।"

"এটা আরও একটু বেশি স্পেশ্যাল। কারণ আমি জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছি। এটা ভীষণ গর্বের অনুভূতি।"

হাজার হাজার ক্রিকেট সমর্থক ভারতীয় দলকে বরণ করে নেওয়ার জন্য মেরিন ড্রাইভে হাজির হয়েছিলেন। বৃহস্পতিবার দেশে ফেরার পর রোহিতরা জনজোয়ারে ভেসে গিয়েছেন।

কোহলি-রোহিতদের একঝলক দেখার জন্য উত্তাল হয়ে উঠেছিলেন ক্রিকেট সমর্থকরা। মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে ভারতের পতাকা সঙ্গে নিয়ে ভারতের বিশ্বকাপ জয়কে স্বাগত জানিয়েছেন সমর্থকরা।

বাসের রুফটপ থেকে রোহিত বলে দিয়েছেন, "এই উত্তেজনা আমরা অনুভব করতে পারছি। বোঝা যাচ্ছে, স্রেফ দল নয়, গোটা দেশের কাছেই এই জয় কতটা অপরিসীম। সমর্থকদের জন্য এই কৃতিত্ব অর্জন করতে পেরে অসম্ভব ভালো লাগছে।"

বৃহস্পতিবার সাত সকালে চার্টার্ড ফ্লাইটে ভারত ক্যারিবীয় মুলুক থেকে দেশে পা রাখে। তারপর প্রধানমন্ত্রীর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ হয় গোটা দলের। নয়াদিল্লি থেকে এরপর রোহিতরা মুম্বইয়ে আসেন।

বিমানবন্দরেই হাজার হাজার সমর্থক ভারতীয় দলের জন্য অপেক্ষায় ছিলেন। বিমানবন্দর থেকে বেরিয়ে বাসে ওঠার পর সমর্থকরা 'ইন্ডিয়া' 'ইন্ডিয়া' স্লোগানে ভরিয়ে তুলেছিলেন গোটা চত্ত্বর।

এরপরে হোটেলের বাইরেও প্রতীক্ষায় ছিলেন আরও কয়েক হাজার সমর্থক। শনিবার ফাইনাল জয়ের পরেই যে উদযাপন শুরু হয়েছিল। তা চালু থাকে বৃহস্পতিবারও। হোটেলে পৌঁছে ড্রামের তালেতালে ক্রিকেটারদেরও কোমড় দোলাতে দেখা যায়।

ক্যারিবীয় দ্বীপপুঞ্জে হ্যারিকেন বেরিলের কারণে টিম ইন্ডিয়ার দেশে ফিরতে বিলম্ব হয়েছে। রুদ্ধশ্বাস লড়াইয়ে বিশ্বকাপ ফাইনালে ভারত হারিয়ে দেয় দক্ষিণ আফ্রিকাকে। ১৩ বছর পর যে কোনও ধরণের ফরম্যাটে প্ৰথমবার বিশ্বকাপ জিতল ভারত। আইসিসি ট্রফি খরা কাটাতে ভারতের লেগে গিয়েছে দীর্ঘ ১১ বছর।

Indian Cricket Team T20 World Cup Indian Team Rohit Sharma
Advertisment