Advertisment

VVS Laxman-Gautam Gambhir: গম্ভীর নয়, বিশ্বকাপের পরেই টিম ইন্ডিয়া কোচ ৪৯ বছরের কিংবদন্তি! ভারতের কোচ বাছাইয়ে বিরাট চমক

ind vs zim: জিম্বাবোয়েতে ভারত দ্বিতীয় সারির দল নিয়ে যাবে। বিশ্বকাপের পর পুরো স্কোয়াডকেই বিশ্রাম দেওয়া হবে। আইপিএলে নজর কাড়া অভিষেক শর্মা, মায়াঙ্ক যাদব, রিয়ান পরাগদের সঙ্গে টিম ইন্ডিয়া সেট আপে আগে থেকেই থাকা শুভমান গিল, রিঙ্কু সিংদের নিয়ে যাওয়া হবে জিম্বাবোয়েতে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Gautam Gambhir to replace Rahul Dravid: গৌতম গম্ভীর ও রাহুল দ্রাবিড়

Gautam Gambhir to replace Rahul Dravid: দ্রাবিড়ের জায়গায় টিম ইন্ডিয়ার হেড কোচ হচ্ছেন গম্ভীর (টুইটার)

india coach for Zimbabwe t20i series: গৌতম গম্ভীরের কোচ হওয়া প্রায় পাকা। ডব্লিউ ভি রামন নয়, গম্ভীরকেই পরবর্তী কোচ হিসেবে বেছে নিতে চলেছে বোর্ড। তবে টুইস্ট অন্যত্র। বিশ্বকাপের পরেই জিম্বাবোয়ে সফরে যাবে ভারত। সেখানে অবশ্য কোচ হয়ে যাচ্ছেন না গম্ভীর।

Advertisment

সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, জিম্বাবোয়ে সফরে হেড কোচ হয়ে যাবেন ভিভিএস লক্ষ্মণ। তাঁকে সাহায্য করবেন এনসিএ-র সাপোর্ট স্টাফরা।

এমনিতে জিম্বাবোয়েতে ভারত দ্বিতীয় সারির দল নিয়ে যাবে। বিশ্বকাপের পর পুরো স্কোয়াডকেই বিশ্রাম দেওয়া হবে। আইপিএলে নজর কাড়া অভিষেক শর্মা, মায়াঙ্ক যাদব, রিয়ান পরাগদের সঙ্গে টিম ইন্ডিয়া সেট আপে আগে থেকেই থাকা শুভমান গিল, রিঙ্কু সিংদের নিয়ে যাওয়া হবে জিম্বাবোয়েতে। অধিনায়ক হিসেবে যেতে পারেন হার্দিক পান্ডিয়া অথবা সূর্যকুমার যাদবের মধ্যে একজনকে।

এই সফরে গম্ভীরের কোচ হিসাবে অভিষেক ঘটছে না। এখনও সরকারিভাবে ঘোষণা না করা হলেও গম্ভীরের কোচ হওয়া পাকা। স্রেফ নিয়মরক্ষার পদ্ধতি টুকুই যা বাকি রয়েছে। গম্ভীরকে হেড কোচ হিসেবে দেখা যাবে শ্রীলঙ্কা সফরে।

আরও পড়ুন: বৃষ্টি হলেই পোয়াবারো বাংলাদেশের, সেমির দৌড়ে হোঁচট খাবে ভারত! বড় আপডেট ম্যাচের আগেই

বোর্ডের এক সূত্রকে উদ্ধৃত করে পিটিআইয়ের প্রতিবেদনে লেখা রয়েছে, "নতুন সারির ভারতীয় দলকে নিয়ে ভিভিএস লক্ষ্মণ এনসিএ সাপোর্ট স্টাফদের সঙ্গে জিম্বাবোয়েতে যেতে পারেন। রাহুল দ্রাবিড় জমানায় যখনই উনি ছুটি নিয়েছেন তখনই দায়িত্ব পালন করেছেন লক্ষ্মণরা। এবারই সেরকম হবে।"

এর আগেও এনসিএ-র প্রধান হিসেবে দায়িত্বপ্রাপ্ত ভিভিএস লক্ষ্মণ অন্তর্বর্তীকালীন কোচের ভূমিকা পালন করেছেন রাহুল দ্রাবিড় জমানায়। টানা খেলার মধ্যে দ্রাবিড় বিশ্রামে গেলেই ডাক পড়েছে লক্ষ্মণ-এর। ফের একবার ৪৯ বছরের লেজেন্ডকে হেড কোচ হিসেবে দেখা যাবে জিম্বাবোয়ে সফরে।

Indian Team Rahul Dravid BCCI VVS Laxman Indian Cricket Team
Advertisment