Advertisment

Shubman Gill vice captain: হার্দিককে দেওয়া হল না ভাইস ক্যাপ্টেনশিপও! টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক এখন এই তরুণ তারকা

Team India ODI T20I squad for Sri Lanka tour: ভাবাই হল না হার্দিকের নাম, জয় শাহরা সহ-অধিনায়ক করলেন দলের তরুণ এই তুর্কিকে

author-image
IE Bangla Sports Desk
New Update
Rohit, Hardik, Jay Shah, রোহিত, হার্দিক, জয় শাহ

Rohit-Hardik-Jay Shah: জয় শাহ হার্দিককে অধিনায়ক পদে চেয়েছিলেন বলে জল্পনা ছিল। (ছবি- টুইটার)

Rohit Sharma, Suryakumar Yadav, BCCI, Hardik Pandya: আসন্ন শ্রীলঙ্কা সফর থেকে ভারতীয় ক্রিকেটে গম্ভীর যুগের সূচনার সঙ্গেই বদলাচ্ছে অনেক কিছু। বৃহস্পতিবার তা অনেকটাই স্পষ্ট হল। রোহিত-কোহলি আগেই টি২০ ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। তাঁদের জায়গায় কারা ভারতীয় দল সামলান সেই দিকে লক্ষ্য ছিল আপামর ক্রিকেটপ্রেমীদের। শেষ পর্যন্ত বেশ কিছুদিন ধরে চালু থাকা জল্পনার ইতি টেনে দল ঘোষণা করা হল সিরিজের। যেখানে সূর্যকুমার যাদবকে অধিনায়ক করা হয়েছে। আর, সহ-অধিনায়ক করা হয়েছে শুভমান গিলকে। আগে, ধরা হচ্ছিল যে হার্দিক পান্ডিয়াই ভারতীয় দলের অধিনায়ক হতে চলেছেন। কিন্তু, কার্যত কোচ গম্ভীরের আপত্তিতেই নাকি যাবতীয় হিসেব বা জল্পনা বদলে গেল।

Advertisment

সিরিজে দলে রাখা হয়েছে রোহিত শর্মা ও বিরাট কোহলিকেই। কিন্তু, দুই মেগাস্টার যেহেতু টি২০ থেকে অবসর নিয়েছেন, তাই তাঁরা একদিনের ম্যাচগুলো খেলবেন। সেখানে রোহিত শর্মাই ভারতীয় দলের অধিনায়কত্ব করবেন। আর, তাঁর সহ-অধিনায়ক করা হয়েছে শুভমান গিলকে। সেই হিসেবে একদিনের ক্রিকেট এবং টি২০ দল, উভয়েরই সহ-অধিনায়কের দায়িত্বে থাকছেন শুভমান। তাঁর নেতৃত্বে সম্প্রতি জিম্বাবুয়ে থেকে ৪-১ ব্যবধানে সিরিজ জিতে ফিরেছে ভারতীয় দল। দুই ফরম্যাটের সহ-অধিনায়কত্ব পেয়ে, তারই পুরস্কার পেলেন তরুণ ভারতীয় ক্রিকেটার।

ভারতের টি২০ স্কোয়াড: সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রিংকু সিং, রিয়ান পরাগ, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আরশদীপ সিং, খলিল আহমেদ, মহম্মদ সিরাজ।

ভারতের একদিনের সিরিজের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, কেএল রাহুল (উইকেটরক্ষক), ঋষভ পান্ত (উইকেটরক্ষক), শ্রেয়াস আইয়ার, শিবম দুবে, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, আরশদীপ সিং, রিয়ান পরাগ, অক্ষর প্যাটেল, খলিল আহমেদ, হর্ষিত রানা।

আরও পড়ুন- হার্দিককে কি পিছন থেকে ছুরি মারলেন রোহিত-ই! সূর্যকুমার ক্যাপ্টেন হতেই বড় রিপোর্ট ফাঁস

টি২০ বিশ্বকাপ হওয়ার পর রাহুল দ্রাবিড় ভারতীয় দলের প্রধান কোচের দায়িত্ব ছেড়েছেন। তাঁর জায়গায় গৌতম গম্ভীরকে ভারতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন। শ্রীলঙ্কা সিরিজ থেকেই গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচ হিসেবে তাঁর পরীক্ষায় অবতীর্ণ হবেন। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর থাকা গম্ভীরকে ভারতীয় দলের কোচ হিসেবে বেছে নেওয়া হয়েছিল বিশেষজ্ঞ কমিটির ইন্টারভিউয়ের পর। পাশাপাশি, বিসিসিআই সচিব জয় শাহও চেয়েছিলেন গম্ভীরই ভারতীয় দলের কোচ হোক। আর, কোচ হওয়ার পরই গম্ভীর মঙ্গলবার থেকে বুঝিয়ে দেন যে চোট-আঘাত পাওয়া হার্দিককে তিনি ভারতীয় দলের অধিনায়ক পদে চান না। গম্ভীরের ভাবনাকে সমর্থন করেছেন ভারতীয় নির্বাচনমণ্ডলীর চেয়ারম্যান অজিত আগরকারও। তারপরই টি২০ এবং একদিনের সিরিজ, কোনওটাতেই হার্দিককে অধিনায়ক বা সহ-অধিনায়ক পদে রাখা হল না।

ODI Team India Shubman Gill T20 Indian Cricket Team Suryakumar Yadav
Advertisment