Champions trophy 2025 hybrid model: ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো দুবাইতে হতে পারে। এই ব্যাপারে আইসিসি হাইব্রিড মডেল বিবেচনা করছে। এমনটা জানা গিয়েছে এক প্রতিবেদন থেকে। আগামী বছরই (২০২৫ সাল) চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারতীয় দল রাজনৈতিক নিষেধাজ্ঞার জন্যই পাকিস্তানে খেলতে যাবে না। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের কারণে ২০০৮ এশিয়া কাপের পর থেকে ভারত আর পাকিস্তানে সফর করেনি। আর, সেই কারণেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য একটি হাইব্রিড মডেলের কথা ভাবছে।
এই প্রসঙ্গে একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, বিসিসিআই যদি এবারও সীমান্তের ওপারে দল পাঠাতে অস্বীকার করে, তবে আইসিসি বিকল্প পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু করবে। সংবাদ সংস্থা আগেই জানিয়েছে যে বিসিসিআই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে ভারত-পাকিস্তানের ম্যাচগুলো শ্রীলঙ্কা বা দুবাইতে স্থানান্তর করার অনুরোধ করেছে। ১৯ থেকে ২২ জুলাই, কলম্বোতে হতে চলেছে আসন্ন আইসিসি বার্ষিক সম্মেলন। সেখানে পাকিস্তান সফরে ভারতের না যাওয়া নিয়ে আলোচনা হতে পারে।
প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে আগামী বছর পাকিস্তানের বাইরে অনুষ্ঠিত হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি ম্যাচের জন্য একটি 'কন্টিনজেন্সি বাজেট'-এর ব্যাপারে বিবেচনা করা হচ্ছে। এক্ষেত্রে দুবাই সম্ভাব্য অন্যতম ভেন্যু হিসেবে ইতিমধ্যেই আলোচনায় উঠে এসেছে। আরও একটি প্রস্তাব দেওয়া হয়েছে যে, যাতায়াত ঝামেলামুক্ত করতে ম্যাচগুলো করাচি এবং দুবাইয়ের মধ্যে ভাগ করে আয়োজন করা যেতে পারে। পাশাপাশি, লাহোর এবং রাওয়ালপিন্ডিতেও ম্যাচ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে।
আরও পড়ুন- সেরা একাদশে রাখলেন না ধোনিকে! WCL চ্যাম্পিয়ন হয়েই ক্যাপ্টেন মাহিকে অবজ্ঞা যুবরাজের
গতবার, বিসিসিআই এশিয়া কাপের জন্য পাকিস্তানে ভ্রমণ না করার সিদ্ধান্ত নিয়েছিল। তার কারণ, ভারত সরকার অনুমতি দেয়নি। অনেক আলোচনার পর, মহাদেশীয় এই টুর্নামেন্ট শেষ পর্যন্ত পাকিস্তান এবং শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করেছিল। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য হাইব্রিড মডেল গৃহীত হলে, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের একটি ম্যাচ এবং ফাইনাল ম্যাচও পাকিস্তান পাবে না।
একটি সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে টুর্নামেন্টের খসড়া সময়সূচি অনুসারে, ভারত সহ পাকিস্তান, নিউজিল্যান্ড এবং বাংলাদেশকে গ্রুপ এ-তে রাখা হয়েছে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তানকে গ্রুপ বি-তে রাখা হয়েছে। যেমনটা ২০১৭ সালে হয়েছিল। চ্যাম্পিয়ন্স ট্রফি হল সেই আইসিসি টুর্নামেন্ট, যা ১৯৯৬ সালের একদিনের বিশ্বকাপের পর থেকে পাকিস্তান কখনও ভারত, কখনও বা শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে আয়োজন করে চলেছে।