বুধবার ভারতীয় ক্রিকেটে নতুন যুগের সূচনা হয়েছে। তিন ম্যাচের টি২০ সিরিজে প্ৰথম ম্যাচে জয় দিয়ে আবাহন ঘটেছে রোহিত-দ্রাবিড় জমানার। টি২০ অধিনায়ক হিসেবে টিম ইন্ডিয়ার জার্সিতে আত্মপ্রকাশ ঘটেছে রোহিত শর্মার।
২০১৭-২০২১ পর্যন্ত জাতীয় দলের হেড কোচ ছিলেন রবি শাস্ত্রী। শাস্ত্রী সরে যাওয়ার পরে কোচের ব্যাটন গিয়েছে রাহুল দ্রাবিড়ের হাতে। দ্রাবিড় বরাবরই টিম ইন্ডিয়ার কোচ হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন। তবে বোর্ড দ্রাবিড়ের সঙ্গেই কোচ হওয়ার প্রস্তাব দেয় রিকি পন্টিংকে।
দ্য গ্রেড ক্রিকেটার পডকাস্টে রিকি পন্টিং জানিয়েছেন, বিসিসিআইয়ের কাছ থেকে টিম ইন্ডিয়ার কোচ হওয়ার প্রস্তাব পেয়েছিলেন তিনি। বোর্ডের কর্তারা নাকি রিকি পন্টিংকে কোচ করতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। তবে পন্টিং সেই দায়িত্ব নিতে রাজি হননি একাধিক কারণে। দিল্লি ক্যাপিটালসের হেড কোচ হওয়ার সঙ্গেই অস্ট্রেলিয়ায় পার্ট টাইম ধারাভাষ্যকারের কাজ করেন অজি তারকা।
আরও পড়ুন: আঙুলে চোট লাগার পরেই সিরাজকে সপাটে থাপ্পড় রোহিতের! তুলকালাম ড্রেসিংরুম, রইল ভিডিও
"ভারতে এখন বছরে ৩০০ দিন থাকতে হয়। আইপিএলের সময় বেশ কয়েকজনের সঙ্গে টিম ইন্ডিয়ার কোচিংয়ের বিষয়ে কথাবার্তা হয়েছিল। ওঁরা আমাকে কোচ করতে বদ্ধপরিকর ছিল। তবে শর্ত ছিল আমি আইপিএলে কোচিং করাতে পারব না। চ্যানেল-৭ এ কমেন্ট্রির কাজটাও ছাড়তে হবে। এটা সম্ভব হয়নি। তবে এত বড় পোস্টের জন্য ওঁরা যে আমার নাম ভেবেছে এটা ভাল লাগছে।" বিশ্বকাপ জয়ী অস্ট্রেলীয় ক্যাপ্টেন জানিয়েছেন।
পন্টিংয়ের কথাতেই স্পষ্ট দ্রাবিড় নয়, ভারতীয় বোর্ডের পছন্দের তালিকায় শীর্ষেই ছিলেন পন্টিং। ভারতের হয়ে এর আগে জুনিয়র পর্যায়ে কোচিংয়ের অভিজ্ঞতা থাকা দ্রাবিড়কে দু বছরের মেয়াদে টিম ইন্ডিয়ার কোচ করা হয়েছে। সাফল্য এলে কোচিংয়ের মেয়াদ আরও বাড়ানো হবে বলে জানানো হয়েছে।
পন্টিংয়ের কোচিংয়ে দিল্লি ক্যাপিটালস আবার আইপিএলে দারুণ পারফর্ম করে চলেছে। গত চার মরশুমে তিনবারই প্লে অফের জন্য কোয়ালিফাই করেছে ক্যাপিটালস। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের কোচিংয়েও এর আগে যুক্ত ছিলেন পন্টিং।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন