Jacques Kallis KKR mentor: গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচ হওয়ায় আসন্ন আইপিএলে কেকেআরকে কে কোচিং করাবেন, তা নিয়ে জল্পনা অব্যাহত। আগে শোনা যাচ্ছিল যে ভারতের সদ্যপ্রাক্তন জাতীয় কোচ রাহুল দ্রাবিড়কে কেকেআরের কোচিং করানোর অনুরোধ করেছেন কলকাতা নাইট রাইডার্সের অন্যতম মালিক শাহরুখ খান। এই শাহরুখ খানই এবছরের আইপিএলে গৌতম গম্ভীরকে মেন্টর করে এনেছিলেন। আর, তারপর আইপিএলের ফলাফলেই প্রমাণ হয়ে গিয়েছে যে বলিউড বাদশার সিদ্ধান্ত ঠিক কতটা সঠিক ছিল। গম্ভীরের মেন্টরশিপে এবারের আইপিএল জিতেছে কেকেআর। এর আগে দু'বার অধিনায়ক হিসেবেও কেকেআরকে আইপিএল দিয়েছেন গম্ভীর।
এবার শোনা যাচ্ছে যে দ্রাবিড় নন। আসন্ন আইপিএলে কেকেআরের মেন্টর হতে পারেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডার জ্যাক কালিস। তবে, এখনও পর্যন্ত এনিয়ে কেকেআরের তরফে বিস্তারিত কিছু জানানো হয়নি। রাহুল দ্রাবিড় ভারতীয় দলের কোচ থাকাকালীন গত বছরের শেষদিকে একদিনের ক্রিকেট বিশ্বকাপে ভারতকে অপরাজিত দল হিসেবে ফাইনালে তুলেছিলেন। এবারের টি২০ বিশ্বকাপে দ্রাবিড়ের কোচিংয়ে থাকা অপরাজিত অবস্থায় ভারত বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। যা রীতিমতো বড় কৃতিত্ব।
এই বিরাট সাফল্যের পর দ্রাবিড়ের কুর্সিতে বসেছেন গম্ভীর। আগামী তিন বছর তিনি ভারতীয় দলের কোচ থাকবেন। তাঁর নেতৃত্বাধীন ভারতীয় দলের পরীক্ষা শুরু হবে শ্রীলঙ্কায়। সেই পরীক্ষা দিতে ২২ জুলাই শ্রীলঙ্কা পৌঁছবে ভারতীয় দল। ২৬ ও ২৭ জুলাই পাল্লেকেলে স্টেডিয়ামে টি-২০ ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। তিন ম্যাচের টি-২০ সিরিজের শেষ ম্যাচ হবে ২৯ জুলাই। সেটাও হবে পাল্লেকেলে স্টেডিয়ামেই। এরপর শ্রীলঙ্কার সঙ্গেই ভারত ওয়ানডে সিরিজ খেলবে। তিনটে ওয়ানডে ম্যাচ হবে ১, ৪ ও ৭ অগাস্ট। তিনটি ম্যাচই হবে কলম্বোয় প্রেমদাসা আন্তর্জাতিক স্টেডিয়ামে।
এভাবে দ্বিপাক্ষিক সিরিজ এবং ট্রফিতে গম্ভীরের কোচিংয়ে থাকা ভারতীয় দল অংশ নিলেও টিম ইন্ডিয়ার নতুন কোচের কাছে সবচেয়ে বড় পরীক্ষা হতে চলেছে আগামী বছরের (২০২৫ সাল) আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি এবং আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ। পাশাপাশি, অস্ট্রেলিয়া বর্ডার-গাভাসকার ট্রফিও আছে। এই ট্রফিতে গম্ভীরের নেতৃত্বাধীন দল জিততে পারলে টিম ইন্ডিয়া হ্যাটট্রিক করবে। আর, সেটা গম্ভীরের কোচিংয়ে থাকা টিম ইন্ডিয়া করে দেখাতে পারলে, জয় শাহরা বুক ফুলিয়ে বলতে পারবেন যে তাঁরা দ্রাবিড়ের উত্তরসূরি হিসেবে গম্ভীরকে বেছে নিয়ে সঠিক সিদ্ধান্তই নিয়েছেন।