ধোনিই ক্যাপ্টেন, জানিয়ে দিল বিসিসিআই

বিরাট কোহলি, নন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনিই। এমনটাই বলছে বিসিসিআই। বলা ভাল এমনটাই লেখা ছিল বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। যা দেখে রীতিমতো ঝড় উঠে গেল টুইটারে।

বিরাট কোহলি, নন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনিই। এমনটাই বলছে বিসিসিআই। বলা ভাল এমনটাই লেখা ছিল বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। যা দেখে রীতিমতো ঝড় উঠে গেল টুইটারে।

author-image
IE Bangla Web Desk
New Update
Dhoni and Kohli

ধোনিই ক্যাপ্টেন, জানিয়ে দিল বিসিসিআই

বিরাট কোহলি, নন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনিই। এমনটাই বলছে বিসিসিআই। বলা ভাল এমনটাই লেখা ছিল বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। যা দেখে রীতিমতো ঝড় উঠে গেল টুইটারে।ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত ওয়ান ডে সিরিজে মন্থর ব্যাটিংয়ের জন্য রীতিমতো সমালোচিত হন ধোনি। এমনকি দেশের বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ক এবার অবসর নিতে পারেন বলেও খবর চাউর হয়েছিল। এসবের মাঝে বিসিসিআই-এর ওয়েবসাইটের এই ‘মারাত্মক’ ভুলের জন্য ফের খবরের শিরোনামে ধোনি।

Advertisment

আরও পড়ুন: ধোনির অবসর নিয়ে মুখ খুললেন শাস্ত্রী

২০১৪-তে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান ধোনি। আর গত বছর ওয়ান ডে ও টি-২০ ক্যাপ্টেনসির ব্যাটনও তিনি তুলে দেন কোহলির হাতে। কিন্তু এরপর থেকে বোর্ডের সাইটটি আর আপডেট করা হয়নি। ফলে ধোনির নামের নিচেই জ্বলজ্বল করছিল ‘ক্যাপ্টেন, ইন্ডিয়া’। টুইটারাত্তিরা বোর্ডের এই  ভুল চোখে আঙুল দিয়ে দেখাতে বিন্দুমাত্র সময় অপচয় করলেন না। তাঁরা প্রিন্ট স্ক্রিন নিয়েই টুইট করতে শুরু করে দেন। টুইটের এই ঝড় দেখেই বিসিসিআই নিজেদের ভুল শুধরে নিয়েছে। এখন বোর্ডের ওয়েবসাইটের প্লেয়ার প্রোফাইলে বিরাট কোহলির ভূমকি ‘ব্যাটসম্যান (ক্যাপ্টেন)’ হিসেবেই দেখানো হচ্ছে। অন্যদিকে ধোনির ভূমিকা ‘উইকেটকিপার-ব্যাটসম্যান’ হিসেবেই বলা হয়েছে।

Advertisment

দেশের জার্সিতে ৩২১টি ওয়ান ডে খেলেছেন ধোনি। ৫১.২৫-এর গড়ে করেছেন ১০০৪৬ রান। ১০টি সেঞ্চুরি ও ৬৭টি হাফ সেঞ্চুরি রয়েছে ধোনির ঝুলিতে।গত শনিবার লর্ডসে একটা মাইলস্টোন ছুঁয়েছেন ধোনি। শচিন তেন্ডুলকর (১৮,৪২৬), রাহুল দ্রাবিড় (১০,৮৮৯), সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের (১১,৩৬৩) পর চতুর্থ ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ান-ডে ক্রিকেটে ১০ হাজার রান করলেন তিনি। বিশ্বের দ্বাদশ ব্যাটসম্যান ও কুমার সঙ্গকারার পর দ্বিতীয় উইকেটকিপার হিসেবে হিসেবে এই নজির গড়লেন মাহি। ধোনির সৌজন্যে ২০০৭-এ টি-২০ বিশ্বকাপ ও ২০১১ তে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ জেতে ভারত। ২০১৩-তে চ্যাম্পিয়ন্স ট্রফিও দেশকে দেন ধোনি। ধোনির সৌজন্যেই ভারত প্রথমবার টেস্টে এক নম্বর দল হওয়ার স্বাদ পায়।