অস্ট্রেলিয়া সফর এখন অতীত। ভারতের সামনে মিশন নিউজিল্যান্ড। কিউয়িদের বিরুদ্ধে বিরাট কোহলিরা পাঁচটি ওয়ান-ডে ও তিনটি টি-২০ খেলবে। আগামী ২৩ জানুয়ারি নেপিয়ারের ম্যাকলিন পার্কে ভারত-নিউজিল্যান্ড সিরিজের প্রথম পঞ্চাশ ওভারের ম্যাচে মুখোমুখি হচ্ছে। প্রতীক্ষিত এই সিরিজে নিউজিল্যান্ডের কাঁটা বিরাট নন, তাঁর দলেরই দুই ওপেনার-রোহিত শর্মা ও শিখর ধাওয়ানকে নিয়েই নিউজিল্যান্ডকে সতর্ক করেছেন রস টেলর। এমনটাই মত কিউয়ি দলের অভিজ্ঞ মারকুটে এই ব্যাটসম্যানের।
কোহলির ভূয়সী প্রশংসাই করেছেন টেলর। কিন্তু রোহিত-ধাওয়ানকে নিয়েই ভাবছেন তিনি। স্টাফ-এ দেওয়া এক সাক্ষাৎকারে টেলর বলেছেন, “কোহলি অসাধারণ ক্রিকেটার। সম্ভবত এই মুহূর্তে ও সেরা ওয়ান-ডে প্লেয়ার। ওর নাগাল পাওয়া সহজ। ভারতের দু’জন ওপেনার রোহিত আর শিখর কিন্তু দুর্দান্ত। কোহলি নামার আগেই ওরা ব্যাট করতে আসে। ধাওয়ানের রেকর্ডও বেশ ভাল। আমি নিশ্চিত আমাদের ফাস্ট বোলারদের ওদেরকে নিয়ে ভাবতে হবে।”
আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে দল ঘোষণা নিউজিল্যান্ডের
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টের পর ওয়ান-ডে সিরিজেও ভাল ফর্মে ছিলেন বিরাট। অন্যদিকে রোহিতও সিডনিতে সেঞ্চুরি পেয়েছেন। যদিও ধাওয়ান সেভাবে ছাপ ফেলতে পারেননি। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে হিটম্যান আর গব্বরের ওপর আলাদা চোখ থাকবেই।ভারতের বিরুদ্ধে প্রথম তিন ওয়ান-ডে ম্য়াচের সম্ভাব্য় ১৫ সদস্যের দল ঘোষণা করল নিউজিল্যান্ড। ২০১৯ বিশ্বকাপের কথা মাথায় রেখেই নিউজিল্যান্ড ঝালিয়ে নিতে চায় নিজেদের। দলে মিচেল স্যান্টনার, টম ল্যাথাম ও কলিন ডে গ্রান্ডহোম প্রত্যাবর্তন করেছেন। নিউজিল্যান্ডেও দুরন্ত লড়াই হবে বলেই আশাবাদী ফ্যানেরা।