বিরাট কোহলি নন, গোলাপি বলে প্রথম ভারতীয় হিসাবে সেঞ্চুরি করেন রাহুল দ্রাবিড়

গোলাপি বলের টেস্টে ম্য়াচে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে বিরাট কোহলি সেঞ্চুরি করেছেন ঠিকই। কিন্তু গোলাপি বলে প্রথম সেঞ্চুরিকারী ভারতীয় ব্য়াটসম্য়ান নন তিনি।

গোলাপি বলের টেস্টে ম্য়াচে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে বিরাট কোহলি সেঞ্চুরি করেছেন ঠিকই। কিন্তু গোলাপি বলে প্রথম সেঞ্চুরিকারী ভারতীয় ব্য়াটসম্য়ান নন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
not virat kohli, Rahul Dravid was the first Indian to score a century in pink ball cricket

বিরাট কোহলি নন, গোলাপি বলে প্রথম ভারতীয় হিসাবে সেঞ্চুরি করেন রাহুল দ্রাবিড়

গোলাপি বলের টেস্টে ম্য়াচে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে বিরাট কোহলি সেঞ্চুরি করেছেন ঠিকই। কিন্তু গোলাপি বলে প্রথম সেঞ্চুরিকারী ভারতীয় ব্য়াটসম্য়ান নন তিনি। প্রতিযোগিতামূলক ক্রিকেটে গোলাপি বলে দেশের হয়ে সর্বপ্রথম শতরান করেন রাহুল দ্রাবিড়।

Advertisment

আজ থেকে আট বছর আগে এমসিসি-র হয়ে গোলাপি বলে দেশের প্রথম ক্রিকেটার হিসাবেই সেঞ্চুরি করেছিলেন 'দ্য় ওয়াল'। আবু ধাবির জায়েদ স্টেডিয়ামে নটিংহ্য়ামশায়ারের বিরুদ্ধে এই কৃতিত্বের অধিকারী হন। ইংলিশ কাউন্টি চ্য়াম্পিয়নশিপের উদ্বোধনী ম্য়াচে পরীক্ষামূলক ভাবে খেলা হয়েছিল এই গোলাপি বলে। প্রথম ইনিংসে দ্রাবিড় মাত্র ২ বল খেলে কোনও রান না করেই ফিরে গিয়েছিলেন। কিন্তু নটিংহ্য়ামশায়ারের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার ১০৬ রান করেছিলেন। ম্য়াচের সর্বোচ্চ স্কোরার হন তিনি। ১৭৪ রানে সেই ম্য়াচে জেতে এমসিসি।

আরও পড়ুন-IND vs BAN: কোহলির কামাল, ইডেনে শচীনের রেকর্ড স্পর্শ করলেন, ভাঙলেনও

Advertisment

এমসিসি-র হয়ে সেই ম্য়াচ খেলেছিলেন আফগানিস্তানের মহম্মদ নবি, হামিদ হাসান, অস্ট্রেলিয়ার ক্রিস রজার্স ও ইংল্য়ান্ডের ডেভিড মালান। ঘটনাচক্রে জ্য়াক বলের এটিই ছিল প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ম্য়াচ। পরে তিনি ইংল্য়ান্ডের হয়ে খেলেন।

আরও পড়ুন-ইতিহাসে বিরাট, গোলাপি বলে প্রথম টেস্টেই শতরান

শনিবার ইডেন গার্ডেন্সে চলতি ভারত-বাংলাদেশ টেস্টের দ্বিতীয় দিনেই দুরন্ত সেঞ্চুরি করেছেন ভারত অধিনায়ক। প্রথম দিন তিনি ৫৯ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছিলেন। সেখান থেকে আরও ৪১ রান যোগ করেন কোহলি। ১৮টি চারের সৌজন্য়ে ১৯৪ বলের ইনিংসে বিরাটের ব্য়াট থেকে এসেছে ১৩৬ রান।

not virat kohli, Rahul Dravid was the first Indian to score a century in pink ball cricket

Virat Kohli Rahul Dravid Eden Gardens