New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/06/Nupur.jpg)
নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যে অবশেষে মুখ খুললেন ইরফান পাঠান। পয়গম্বর মুহাম্মদের নামে মারাত্মক মন্তব্যের পর দেশ তো বটেই বিদেশেও বিতর্কের ঢেউ আছড়ে পড়ছে।
ভারতে সেই মন্তব্যের প্রতিবাদে নূপুর শর্মার কুশপুতুল দাহ করা হচ্ছে। কোথাও আবার বিক্ষোভে পথ-অবরোধ, বোমাবাজি, দোকান-পাট জ্বালিয়ে দেওয়া নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বিজেপির বহিষ্কৃত মুখপাত্র মৃত্যুর হুমকিও পাচ্ছেন প্রতিদিন।
এমন আবহে এবার মুখ খুললেন ক্রিকেটার ইরফান পাঠান। তাঁর ইঙ্গিতপূর্ণ টুইট, "প্ররোচনা যতই থাকুক না কেন, হিংসা কোনওকিছুরই জবাব নয়।"
Violence is not the answer no matter what the provocation is!
— Irfan Pathan (@IrfanPathan) June 12, 2022
এর আগে রবিবার এই বিতর্কে নিজের অবস্থান জানিয়েছিলেন ভেঙ্কটেশ প্রসাদ। নূপুর শর্মার বিরুদ্ধে যেভাবে তান্ডবলীলা চালানো হচ্ছে, তার তীব্র নিন্দা করেন জাতীয় দলের প্রাক্তন পেসার। এক গুচ্ছ ট্যুইটে ক্ষোভ উগরে দিলেন তিনি। সরাসরি প্রসাদ বলে দেন, "দুটো ভুল কখনও সঠিক হতে পারে না। এমন কোনও দেশ নেই যেখানে সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যার লোকেরা নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। সবকিছুরই রক্ষা করতে হবে। তবে এই ব্রেনওয়াশড করা এই প্রোপাগান্ডা বন্ধ করা জরুরি। সহিষ্ণুতা দু-মুখী বিষয়।"
This is an effigy of Nupur Sharma hanging in Karnataka.
Simply cannot believe that this is 21st century, India.
I would urge everyone to leave politics aside and let sanity prevail. This is just too much. pic.twitter.com/Bl1K7Ke9qf— Venkatesh Prasad (@venkateshprasad) June 10, 2022
সেই সময় ইরফান পাঠানও একটি টুইট করেন ক্ষমা চাওয়ার ইঙ্গিত দিয়ে। ধর্মীয় স্থান থেকে নিজের এক ছবি শেয়ার করে পাঠান লেখেন, "প্রতিকূল পরিস্থিতিতে যাঁরা ধৈর্য্য ধরে রয়েছেন, এবং ভুল ভ্রান্তি ক্ষমা কর দিচ্ছেন, তাঁরাই উৎকর্ষতার পরিচয় দিচ্ছেন। প্রফেট মুহাম্মদ।"
আরও পড়ুন: IPL-এর আলোতেও বড্ড অন্ধকার! দৈনিক ১০০ টাকায় রঞ্জি খেলছেন পন্থের রাজ্যের ক্রিকেটাররা
Those who are patient in unfavorable circumstances and forgive mistakes are the doers of excellence. PROPHET MOHAMMED SAW. PBUH #friday pic.twitter.com/Ul0mxcEsy8
— Irfan Pathan (@IrfanPathan) June 10, 2022
ঘটনাচক্রে নূপুর শর্মা ইস্যুতে দিল্লি পুলিশের তরফে দুটো পৃথক এফআইআর দায়ের করা হয়েছে। একটি নূপুর শর্মার বিরুদ্ধে। অন্যদিকে ধর্মীয় আবেগে আঘাত করার উদ্দেশ্যে এফআইআরে এআইএমএম প্রধান আসাদুদ্দিন ওয়েইশি সহ ৩১ জনের উল্লেখ রয়েছে।
Silence of so called ‘secular liberals’ on the sickening display of hatred & death threats throughout the country against a woman who has apologised is surely DEAFENING! #LetsTolerateIntolerance
— Gautam Gambhir (@GautamGambhir) June 12, 2022
এই দুই ক্রিকেটার ছাড়াও বিজেপির টিকিটে লোকসভায় নির্বাচিত হওয়া সাংসদ গৌতম গম্ভীর মুখ খুলেছেন। নূপুর শর্মা ক্ষমা চাওয়ার পরেও যেভাবে তাঁকে মৃত্যুর হুমকি দেওয়া হচ্ছে তার চরম নিন্দায় সরব হয়েছেন গম্ভীর। টুইটারে তারকা ক্রিকেটার লিখেছেন, "ঘৃণা এবং বিদ্বেষের চরম বহিঃপ্রকাশে তথাকথিত সেক্যুলাররা এখন চুপ। ক্ষমা চাওয়া সত্ত্বেও যেভাবে একজন মহিলার নামে যা চলছে তা সত্যি শোনা যাচ্ছে না।"