সিংহাসনচ্যূত হলেন স্টিফেন ফ্লেমিং। প্রাক্তন কিউয়ি অধিনায়ককে মসনদ থেকে সরিয়ে দিলেন রস টেলর। এখন নিউজিল্যান্ডের সবচেয়ে বেশি ওয়ান-ডে রানের মালিক হয়ে গেলেন টেলর।
বুধবার দুনেদিনে বাংলাদেশকে ৮৮ রানে হারিয়ে হোয়াইটওয়াশ করেছে নিউজিল্যান্ড। তিন ম্যাচের ওয়ান-ডে সিরিজের একটিতেও জিততে পারেনি পদ্মাপারের দেশ। এই ম্যাচে টেলর ৮২ বলে ৬৯ রানের ইনিংস খেলার পথেই ফ্লেমিংকে টপকে যান।
আরও পড়ুন: বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ নিয়ে কী বলছে আইসিসি?
ফ্লেমিংয়ের ঝুলিতে ছিল ৮,০০৭ রান। টেলর দাঁড়িয়ে ৮,০২৬ রানে। ২০৩টি ইনিংস খেলে ওয়ান-ডে ফর্ম্যাটে আট হাজার রানের গণ্ডী টপকান টেলর। চতুর্থ দ্রুততম ব্যাটসম্যান হিসেবে এই নজির গড়লেন। তাঁর আগে রয়েছেন বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স ও সৌরভ গঙ্গোপাধ্যায়। এদিন ইনিংসের বিরতিতে টেলর বললেন, "এই মাইলস্টোন স্পর্শের মুহূর্তে দর্শকরা যেভাবে অভিবাদন জানালেন তা সত্যিই অতুলনীয়।"
নিউজিল্যান্ডের প্রথম পাঁচ ওয়ান-ডে রান সংগ্রাহকদের তালিকায় তিনে রয়েছেন ন্যাথান অ্যাস্টলে (৭,০৯০ রান), চারে মার্টিন গাপটিল (৬,৪৪০ রান) ও পাঁচে ব্র্যান্ডন ম্যাকালাম (৬,০৮৩ রান)। টেলরের ২০টি শতরান ও ৪৭টি অর্ধ-শতরান রয়েছে পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে। সেদেশের আর কোনও ক্রিকেটারই তাঁর থেকে বেশি সেঞ্চুরি বা হাফ-সেঞ্চুরি করতে পারেনি।
নিউজিল্যান্ডে তিন ম্যাচের ওয়ান-ডে ও তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এসেছে বাংলাদেশ। প্রথম দু'টি ওয়ান-ডে ম্যাচে আট উইকেটে জয় ছিনিয়ে নেয় কিউয়িরা। আগামী ২৮ ফেব্রুয়ারি হ্যামিলটনের সেডান পার্কে প্রথম টেস্টে মুখোমুখি হবে দুই দল।