Advertisment

ভারতের অনুরোধে কেন বদলানো হল পিচ! বিশ্বকাপের মধ্যেই BCCI বনাম ICC সংঘাত তুঙ্গে

ভারতের চাপ বাড়িয়ে মুখ খুলল আইসিসি

author-image
IE Bangla Sports Desk
New Update
jay-shah

ফের বিতর্কিত সিদ্ধান্ত নিল জয় শাহের বোর্ড (টুইটার)

সেমিফাইনালে নামার আগেই তোলপাড় ফেলা খবর ভেসে এসেছিল। ইন্ডিয়ান এক্সপ্রেস-এর রিপোর্টে বলা হয়েছিল ভারতীয় দলের পক্ষ থেকে ওয়াংখেড়েতে নিউজিল্যান্ডের বিপক্ষে স্লো টার্নার বানানোর নির্দেশ দেওয়া হয়েছিল। তারপরেই ভারতের এমন দাবি যুক্তিযুক্ত কিনা, তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। বিশ্বকাপ আইসিসি ইভেন্ট। মোটেই দ্বিপাক্ষিক সিরিজ নয়। সেখানে একটি দলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য কীভাবে পিচের চরিত্র বদল করা হতে পারে, প্রশ্ন উঠে গিয়েছে তারপরেই।

Advertisment

এবার ভারতের ওপর চাপ বাড়ালেন স্বয়ং আইসিসির প্রধান পিচ কিউরেটর আন্ডি এটকিনসন। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে পক্ষপাতিত্ব ছাড়াই পিচ প্রস্তুত করা হবে কিনা, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন তিনি।

ব্রিটিশ প্রচারমাধ্যম দ্য ডেইলি মেইল-এ বলা হয়েছে, গত শুক্রবার-ই আহমেদাবাদে পিচের প্রস্তুতির কাজ তদারকির জন্য উড়ে গিয়েছেন আটকিনসন। সেমিফাইনালে ভারতের পিচ বদলের নির্দেশ নিয়ে তিনি একদমই সন্তুষ্ট নন।

আরও পড়ুন: বিশ্বকাপে ব্যাপক নিয়মভঙ্গ! টিম ইন্ডিয়ার অনুরোধে রাতারাতি বদলে ফেলা হল পিচ

মুম্বই ক্রিকেট সংস্থার তরফে ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানানো হয়েছে, টিম ইন্ডিয়ার সেমিফাইনাল ম্যাচের জন্য স্লো পিচ বানানোর নির্দেশ এসেছে। সেই সূত্র জানিয়েছেন, “এটা পুরোপুরি টার্নিং ট্র্যাক হবে না। তবে টিম ইন্ডিয়ার তরফে স্লো পিচ চাওয়া হয়েছে। এই কারণেই আমরা পিচের ঘাস উড়িয়ে দিয়েছি।” গত কয়েক বছর ধরেই ভারত স্লো পিচে অপ্রতিরোধ্য। এমনকি জানা গিয়েছে, ওয়ার্ল্ড কাপে টিম ইন্ডিয়ার তরফে অনুরোধ করা হয়েছিল তাঁদের সমস্ত ম্যাচ যেন স্লো পিচে ফেলা হয়।

আইসিসি ইভেন্টে পিচ তৈরি করা হয় আটকিনসনের তত্ত্বাবধানে। আয়োজক দেশের বোর্ডের তরফে যিনি আলোচনার মাধ্যমে ঠিক করেন কোন ম্যাচের জন্য কোন কোন স্ট্রিপ ব্যবহার করা হবে।

ডেইলি মেইল-এর প্রতিবেদনে আরও বলা হয়েছে, চারটে গ্রুপ ম্যাচের মধ্যে আহমেদাবাদে তিনটে পৃথক পৃথক পিচ ব্যবহার করা হয়েছিল। আটকিনসনের এখন আশঙ্কা ভারত ফাইনালে পৌঁছলে পিচ নিয়ে পক্ষপাতিত্ব করা হতে পারে মোদি স্টেডিয়ামের পিচে।

আটকিনসন চেয়েছেন মোদি স্টেডিয়ামের পাঁচ নম্বর স্ট্রিপে যেন ফাইনাল খেলা হয়। যে পিচে মাত্র একটি ম্যাচ খেলা হয়েছে গ্রুপ পর্বে। তবে তিনি নাকি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছেন ছয় নম্বর স্ট্রিপ যেখানে ইতিমধ্যেই জোড়া ম্যাচ খেলা হয়ে গিয়েছে, সেই পিচেই ফাইনাল খেলানো হতে পারে।

নিজের বিস্ফোরক ইমেল-এ আটকিনসন বলে দিয়েছেন, "এমন কাণ্ড ঘটানো হলে, সেটাই বিশ্বকাপের ইতিহাসে প্ৰথমবারের মত দৃষ্টান্ত হয়ে থাকবে যেখানে হোম বোর্ডের নির্দেশ মেনে অর্ডারি পিচ বানানো হবে।" তিনি আরও সংযোজন করেছেন, "এমন কি পিচ বাছাই করা হবে কোনও পক্ষপাতিত্ব ছাড়াই?"

সবমিলিয়ে ভারত যে নিরঙ্কুশ আধিপত্য নিয়ে ম্যাচের পর ম্যাচ জিতে চলেছে, সেই পারফরম্যান্স নিয়েই এবার সন্দেহের চোনা ফেলে দিল আইসিসি।

ICC BCCI Cricket World Cup ICC Cricket World Cup Indian Cricket Team Indian Team
Advertisment