ODI WC 2011: ৯০-এর গড়ে করেছিলেন ৩৬২ রান, এই ব্যাটারই ভারতে জিতিয়েছিলেন বিশ্বকাপ

ODI WC 2011: ভারতীয় ক্রিকেট দলের কাছে বেশ কয়েকটি কারণে ২০১১ ওয়ানডে বিশ্বকাপ খুব স্পেশাল ছিল। ধোনির অধিনায়কত্ব, বেশ কয়েকজন ক্রিকেটারের শেষ আইসিসি টুর্নামেন্ট এবং ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকরের আইসিসি খেতাবের ইচ্ছে।

ODI WC 2011: ভারতীয় ক্রিকেট দলের কাছে বেশ কয়েকটি কারণে ২০১১ ওয়ানডে বিশ্বকাপ খুব স্পেশাল ছিল। ধোনির অধিনায়কত্ব, বেশ কয়েকজন ক্রিকেটারের শেষ আইসিসি টুর্নামেন্ট এবং ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকরের আইসিসি খেতাবের ইচ্ছে।

author-image
Koushik Biswas
New Update
Indian Cricket Team (21)

২০১১ বিশ্বকাপ জয়ের পর ভারতীয় ক্রিকেট দলের উল্লাস Photograph: (টুইটার - বিসিসিআই)

ঠিক ১৪ বছর আগের কথা। বিশ্ব ক্রিকেট ইতিহাসে এক নয়া অধ্যায় শুরু করেছিল টিম ইন্ডিয়া। ভারতের ঝুলিতে এসেছিল দ্বিতীয় ওয়ানডে বিশ্বকাপের (ICC Cricket World Cup) খেতাব। ভারতীয় ক্রিকেট দলের কাছে বেশ কয়েকটি কারণে এই টুর্নামেন্ট খুব স্পেশাল ছিল। ধোনির অধিনায়কত্ব, বেশ কয়েকজন ক্রিকেটারের শেষ আইসিসি টুর্নামেন্ট এবং ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকরের আইসিসি খেতাবের ইচ্ছে। এই প্রত্যেকটা বিষয় আজও ভারতীয় ক্রিকেট সমর্থকরা অক্ষরে অক্ষরে মনে রেখেছে। কিন্তু আপনাদের কি মনে আছে, বিশ্বকাপে টিম ইন্ডিয়ার ভিতটা আসলে শক্ত কে করেছিলেন? অলরাউন্ড পারফরম্য়ান্সের দৌলতে শুধুমাত্র ১৫ উইকেটই শিকার করেননি, ৯০-এর ব্য়াটিং গড়ে করেছিলেন ৩৬২ রানও।

২০১১ বিশ্বকাপের অবিসংবাদিত নায়ক

Advertisment

২০১১ ওয়ানডে বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট সমর্থকদের কাছে যুবরাজ সিং (Yuvraj Singh) কোনও হিরোর থেকে কম ছিলেন না। একেবারে প্রথম ম্য়াচ থেকে ট্রফি জেতানো পর্যন্ত টিম ইন্ডিয়ার হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছেন। এই টুর্নামেন্টের ৪ ম্য়াচে তিনি সেরার পুরস্কারও জিতেছেন। শেষপর্যন্ত তাঁর হাতেই তুলে দেওয়া হয়েছিল ম্য়ান অফ দ্য সিরিজের খেতাব। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনালের মতো ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে তিনি উইকেট শিকার করেন।

বড় টুর্নামেন্টের খেলোয়াড় যুবরাজ সিং

যুবরাজ সিং যে বড় ম্য়াচের খেলোয়াড়, সেকথা আমরা সকলেই জানি। অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে তিনি দুর্দান্ত পারফরম্য়ান্স করেছিলেন। ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ জেতানোর পাশাপাশি ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপও জিতিয়েছিলেন যুবরাজ। একাধিকবার সমালোচনার মুখে পড়লেও, তাঁর চওড়া ব্যাট যোগ্য জবাব দিয়ে দিত। ২০১১ ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। এই ম্য়াচে তিনি হাফসেঞ্চুরি করার পাশাপাশি ২ উইকেটও শিকার করেছিলেন।

Indian Cricket Team Yuvraj Singh ICC Cricket World Cup