বিশ্বকাপ আয়োজন নিয়ে জটিলতা অব্যাহত। আবারও ক্রিকেট ম্যাচ রিসিডিউল করার আর্জি এল খোদ বিসিসিআইয়ের দফতরে। সেপ্টেম্বরের ২৯ তারিখে হায়দরাবাদে পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের ওয়ার্ম আপ ম্যাচ রয়েছে। সেই ম্যাচের সূচিই এবার বদলে ফেলতে চায় হায়দরাবাদ ক্রিকেট সংস্থা। সেই সময়েই গণেশ বিসর্জন এবং মিলাদ উন নবির মত ধর্মীয় অনুষ্ঠান রয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা পাওয়া যাবে না, এমন আর্জি নিয়েই এবার সূচি বদলানোর জন্য হায়দরাবাদ ক্রিকেট সংস্থার তরফে চিঠি লেখা হল বিসিসিআইকে।
এছাড়াও অক্টোবর ৯ এবং ১০ তারিখে হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে পরপর লিগ ম্যাচ রয়েছে। সেই জোড়া ম্যাচেও পর্যাপ্ত নিরাপত্তার ঘাটতি হতে পারে। সিকিউরিটি এজেন্সির তরফে এমনই জানানো হয়েছে। বোর্ড এবং আইসিসির তরফে সবেমাত্র টিকিট বিক্রি প্রক্রিয়া চালু হয়েছে। ঠিক তখনই হায়দরাবাদ ক্রিকেট সংস্থার এমন আর্জি ফের অস্বস্তিতে ফেলেছে বোর্ডকে।
হায়দরাবাদ ক্রিকেট সংস্থার তরফে বলা হয়েছে, সূচি নির্ধারণ করার আগে তাঁদের সঙ্গে বোর্ডের কোনও প্রতিনিধি যোগাযোগই করেননি। এমনকি নতুন করে পরিমার্জিত সূচিও তাঁরা বোর্ডের তরফে পাননি।
আর আইসিসি অথবা বোর্ডের তরফে সরকারিভাবে পরিমার্জিত সূচি না পাওয়ায় স্থানীয় নিরাপত্তা এজেন্সির সঙ্গেও যোগাযোগে ঘাটতি থেকে যাচ্ছে। বলা হচ্ছে, ভারতীয় বোর্ডের তরফে গত জুনে যে পুরোনো সূচি ঘোষণা করা হয়েছিল, তখনই শেষবার যোগাযোগ করা হয়। তারপর কোনওরকম যোগাযোগ করা হয়নি।
জানা যাচ্ছে স্থানীয় নিরাপত্তা সংস্থাগুলির তরফে হায়দরাবাদ ক্রিকেট সংস্থাকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, অক্টোবর ৯ এবং অক্টোবরের ১০-এর দুই ম্যাচের জন্য কোনওভাবেই নিরাপত্তা আয়োজন করতে পারবে না। অক্টোবর ৯-এ নিউজিল্যান্ড এবং নেদারল্যান্ডস এবং অক্টোবর ১০-এ মুখোমুখি হবে পাকিস্তান-শ্রীলঙ্কা। নরাপত্তা এজেন্সির তরফে সাফ যুক্তি পাকিস্তানের মত হেভিওয়েট ম্যাচে তাঁদের কাছে পর্যাপ্ত সিকিউরিটি থাকবে না ওই নির্দিষ্ট দিনে।
পাকিস্তান দলকে এমনিতেই নিরাপত্তায় মুড়ে ফেলার বন্দোবস্ত করা হয়েছে। স্রেফ একটা ম্যাচেই স্টেডিয়ামে হাজির থাকবেন ৩০০০ পুলিশকর্মী। এছাড়াও পাক দল যে হোটেলে থাকবে, সেই হোটেলেও পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা কর্মী প্রয়োজন।
নিরাপত্তাকর্মীদের তরফে বলা হচ্ছে, নিউজিল্যান্ড-নেদারল্যান্ডস ম্যাচ কোনওভাবে উতরে দিলেও পাক ম্যাচ আয়োজনের জন্য কোনওভাবেই পর্যাপ্ত নিরাপত্তা পাওয়া সম্ভব নয়। ই বিষয়ে ভারতীয় বোর্ডকে আগাম জানানো হলেও তাতে কর্ণপাত করেনি বিসিসিআই। বলে অভিযোগ।
বোর্ডের তরফে প্রাথমিকভাবে যে সূচি ঘোষণা করা হয়েছিল, তাতে বড়সড় বদল এসেছে। কমপক্ষে নয় ম্যাচের সূচি বদলাতে হয়েছে। গুজরাটে নবরাত্রির জন্য ভারত পাক ম্যাচ, কলকাতায় কালীপুজোয় পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচও রয়েছে এর মধ্যে। এর মধ্যেই পাকিস্তানের ওয়ার্ম আপ ম্যাচ সহ হায়দরাবাদে গ্রুপ ম্যাচের আয়োজন ঘিরে নতুন জটিলতা। কবে সামলাবে জয় শাহের ক্রিকেট বোর্ড?