আইপিএলে জাঁকজমকের উদ্বোধনী অনুষ্ঠান দেখা যায়। বলিউডের তাবড় তাবড় নক্ষত্রদের নিয়ে চলে উদ্বোধনী অনুষ্ঠান। গোটা বিশ্বে সম্ভ্রম আদায় করে নিয়েছে আইপিএলের জ্বলজ্বলে উদ্বোধনী অনুষ্ঠান। তবে ওয়ার্ল্ড কাপ আয়োজন করতে গিয়েই কোনওরকম উদ্বোধনী অনুষ্ঠানের বন্দোবস্ত করছে না জয় শাহের বিসিসিআই।
আগে একাধিক প্রচারমাধ্যমে বলা হয়েছিল আশা ভোঁসলে, রণবীর সিং, তামান্না ভাটিয়া, শ্রেয়া ঘোষাল, শঙ্কর মহাদেবন, অরিজিৎ দের নিয়ে ধুমধড়ক্কা উদ্বোধন হবে। তবে বোর্ডের সূত্র সরাসরি জানিয়ে দিয়েছেন, কোনও উদ্বোধনী অনুষ্ঠানই হবে না। ২০১১-য় শেষবার বিশ্বকাপে ভারতের সঙ্গে যুগ্মভাবে আয়োজনের দায়িত্ব পেয়েছিল বাংলাদেশ। সেবার গ্র্যান্ড ওপেনিং সেরেমনি হয়েছিল ঢাকায়। তবে এবার বোর্ডের এক কর্তা টাইমস অফ ইন্ডিয়ায় জানিয়েছেন, "নিশ্চিত করে বলতে পারি, এবার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে কোনও প্ল্যানিংই ছিল না।"
এমনিতেই এবারের বিশ্বকাপে আয়োজনে জয় শাহের বোর্ড একাধিক ক্ষেত্রে সমালোচনার মুখোমুখি হয়েছে। সূচি বদলাতে হয়েছে একাধিকবার। এছাড়াও মোহালির মত আইকনিক ভেন্যুতে বিশ্বকাপের কোনও ম্যাচ ফেলা হয়নি। টিকিট নিয়ে ক্রমবর্ধমান অসন্তোষ এখনও গনগনে। উৎসবের মরশুমে হায়দরাবাদে পাকিস্তান খেলেছে দর্শকশূন্য স্টেডিয়ামে। আহমেদাবাদে একের পর এক মার্কি ম্যাচ আয়োজনের দায়িত্ব প্রাপ্তি নিয়েও প্রশ্ন উঠেছে। এর মধ্যে সমর্থকদের কাছে নতুন করে ক্রুদ্ধ হওয়ার কারণও জুড়ে গেল। উদ্বোধন ছাড়াই এত বড় ইভেন্ট অনেকটাই জৌলুস হারাবে, বলে আশঙ্কা ক্রিকেট মহলের।
কিন্তু কেন আয়োজন করা গেল না উদ্বোধন অনুষ্ঠানের? জানা যাচ্ছে, ৫ অক্টোবর খেলা শুরু দুপুর ২ টোয়। তার আগে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা সম্ভব নয়, বলে দেওয়া হচ্ছে বোর্ডের তরফে। যুক্তি দুপুরে লেজার শো লাইটের কারিকুরি প্রদর্শন সম্ভব নয়। এছাড়াও সময়ের স্বল্পতার জন্য পুরো উদ্বোধনী অনুষ্ঠানকেই বাতিলের খাতায় ফেলে দেওয়া হয়েছে।
ঘটনা হল, ক্রিকেট মহলের ব্যাখ্যা প্ৰথম ম্যাচের একদিন রাতেই আগে মহা সমারোহে ওপেনিং সেরেমনি করা যেত প্রত্যেক দলের ক্যাপ্টেনদের নিয়ে। তবে বোর্ডের তরফে এদিন, বুধবার কেবলমাত্র নমো নমো করে ক্যাপ্টেনস ডে আয়োজন করেই দায় সারা হচ্ছে। যেখানে প্রত্যেক দলের ক্যাপ্টেন ফটো সেশন এবং সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হবেন।
বারো বছর পর ভারত বিশ্বকাপ আয়োজন করছে। তাও আবার এককভাবে। এমন অবস্থায় এত ম্যাড়ম্যাড়ে অনুষ্ঠান কি প্রাপ্য ক্রিকেট সমর্থকদের? জয় শাহের বিসিসিআই বিশ্বকাপের বল গড়ানোর আগেই আপাতত ভিলেন!