বিশ্বকাপে এসে হায়দরাবাদেই ঘাঁটি গেড়েছে পাকিস্তান। জোড়া ওয়ার্ম আপ ম্যাচ হায়দরাবাদেই খেলেছে পাকিস্তান। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচেও পাক দল খেলবে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে। তেলেঙ্গানার রাজধানী শহরে হৃদয় ভরিয়ে দেওয়া অভ্যর্থনা পেয়েছে পড়শি দেশ। হাজার হাজার ক্রিকেটপ্রেমী বিমনাবন্দর তো বটেই হোটেলেও অভ্যর্থনা জানিয়েছে বাবর আজম বাহিনীকে।
হায়দরাবাদের অভ্যর্থনায় আপ্লুত পাক ক্রিকেটাররা নিজেদের অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করেছিলেন। গোমাংসে বিধি নিষেধ থাকলেও পাক দলের জন্য এলাহি ভুরিভোজেরও আয়োজন করা হয়েছে। সুস্বাদু সমস্ত ডিশের সঙ্গে হায়দরাবাদের স্পেশ্যাল বিরিয়ানিরও স্বাদ নিয়েছেন হ্যারিস রউফ, শাদাব খানরা।
ঘটনা হল, হায়দরাবাদের বিরিয়ানির স্বাদ পাওয়ার পর পাক তারকারা করাচির বিরিয়ানির স্বাদ ভুলেই গিয়েছেন। আইসিসির তরফে এক ভিডিও শেয়ার করা হয়েছিল। যেখানে পাক তারকাদের বলতে শোনা যাচ্ছে করাচি নাকি হায়দরাবাদ- কোন শহরের বিরিয়ানি সেরা! বাবর আজম জানিয়ে দিলেন, দুই শহরের বিরিয়ানি প্রায় একই। তবে এখানকার বিরিয়ানি একটু মশলাদার। হায়দরাবাদের অথেন্টিক বিরিয়ানিকে ১০-এ ৮ দেন বাবর। তবে হাসান আলি খুল্লামখুল্লা জানিয়ে দিচ্ছেন, হায়দরাবাদ-ই সেরা। ১০-এ ১০ দেন তিনি।
সেই ভিডিওয় ইমাম-উল হককে বলতে শোনা যাচ্ছে দুই শহরের বিরিয়ানিই সেরা। "কোনটা সেরা? এটা নির্ধারণ করা একটু বেশি কঠিন। দুটোই ভালো লেগেছে।" বলেছেন পাক ওপেনার। হ্যারিস রউফ অবশ্য কোনও বাছবিচার না করেই হায়দরাবাদের ডিশকে ১০-এ ২০ দিয়ে দিয়েছেন। বলে দিয়েছেন, "গোটা বিশ্বেই হায়দরাবাদ বিরিয়ানির নাম শুনে এসেছেন এতদিন। এবার এখানে এসেই এই বিরিয়ানি স্বাদ নিতে দেরি করিনি।"
হায়দরাবাদে জোড়া ওয়ার্ম আপ ম্যাচেই হার হজম করতে হয়েছে পাক দলকে। প্ৰথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাড়ে তিনশো তুলেও হারতে হয়েছিল। তারপর অস্ট্রেলিয়ার বিপক্ষে মঙ্গলবার হারতে হয়েছিল। দুই ম্যাচেই পাকিস্তানের দুর্বল ফিল্ডিং সমালোচিত হয়েছে। কেন এত দুর্বল ফিল্ডিং?
হর্ষ ভোগলের এমন প্রশ্নে বেশ কৌতুকের জবাব-ও দেন শাদাব খান। বলে দেন, "আমরা প্রত্যেক দিনই হায়দরাবাদি বিরিয়ানি খাচ্ছি। এই কারণেই মাঠে হয়ত একটু স্লো হয়ে পড়ছি।"
শাদাব মজা করে জবাব দিলেও পাক ক্রিকেট সমর্থকরা অবশ্য দেশের ক্রিকেটারদের এই বিরিয়ানি প্রেমকে মোটেই ভালভাবে নিচ্ছেন না।
২০১৬-র পর এই প্ৰথম পাক দল ভারতে এল। তবে শেষবার ভারতে আসা দলের মাত্র ১-২ জন এই স্কোয়াডে রয়েছেন। বাবর আজম, শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ, শাদাব খানরা প্ৰথমবারের মত ভারতের মাটিতে খেলবেন। সেই অভিজ্ঞতাকে স্মরণীয় করে রাখল হায়দরাবাদের বিরিয়ানি। নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে হায়দরাবাদে খেলার পর পাক দল রওনা দেবে আহমেদাবাদে। যেখানে ১৪ অক্টোবর তাঁরা মহারণে মুখোমুখি হবে ভারতের।