Advertisment

'নোংরা খেলায়' মত্ত সাকিব! তামিমের পর ফের তারকা ক্রিকেটারকে ছুরি মারলেন পিছন থেকে

বাংলাদেশে গৃহযুদ্ধ অব্যাহত

author-image
IE Bangla Sports Desk
New Update
bangladesh

গৃহযুদ্ধে ছারখার বাংলাদেশ ক্রিকেট

বিশ্বকাপের আগে বাংলাদেশ জাতীয় দলে ডামাডোল অব্যাহত। তামিম ইকবালকে বাদ দেওয়া নিয়ে উত্তাল বাংলাদেশ ক্রিকেট। পদ্মাপাড়ের ক্রিকেট মহল আপাতত দুই ভাগে আড়াআড়িভাবে ভাগ হয়ে গিয়েছে। একদল তামিমের বাদ পড়া নিয়ে সোচ্চার। অন্য এক শিবির আবার সাকিবের পক্ষে দাঁড়িয়ে পড়ছেন। সাকিব প্রথমে বোমা ফাটিয়েছিলেন। পাল্টা নিজের ফেসবুকে পোস্ট করে জবাব দেন তামিম ইকবালও।

Advertisment

এর মধ্যেই জাতীয় দলের ম্যানেজারের পদ থেকে বাদ পড়লেন নাফিস ইকবাল। তাঁকে বাদ দেওয়া হল নাকি তিনি নিজেই সরে দাঁড়ালেন, তা নিয়ে আবার ধন্দ জারি। ঘটনাচক্রে, নাফিস আবার তামিমের দাদা। গত বছর টি২০ ওয়ার্ল্ড কাপের পরেই নাফিসকে জাতীয় দলের স্টাফ হিসাবে নিয়োগ করা হয়। তারপর মাত্র দিন দুয়েক আগেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের অংশ ছিলেন। হঠাৎ করেই নাফিসের বিদায়, বিশ্বকাপের আগে বাংলাদেশ ক্রিকেট দাবানলে নতুন বিতর্ক উস্কে দিয়েছে।

বাংলাদেশি প্রচার মাধ্যমে বলা হচ্ছে, সাকিবের আপত্তিতেই সরিয়ে দেওয়া হয়েছে নাফিসকে। বাংলাদেশের ক্যাপ্টেন নাকি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে নিজের আপত্তির কথা জানিয়েছিলেন। তারপরেই সরিয়ে দেওয়া হয় তামিমের দাদাকে। সাকিব চাইছেন না তামিম বাদ পড়ার পর নাফিস জাতীয় দলের কোনও দায়িত্বে থাকুন।

Bangladesh Shakib Al-Hasan Bangladesh Cricket ICC Cricket World Cup Cricket World Cup
Advertisment