গুয়াহাটিতে ভারতের প্ৰথম ওয়ার্ম আপ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। দ্বিতীয় ওয়ার্ম আপ ম্যাচে ভারত খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে। তিরুবন্তপুরম-এ। তবে একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বিরাট কোহলি মোটেই টিম ইন্ডিয়ার সঙ্গে কেরালায় যাননি। গুয়াহাটি থেকে টিম ইন্ডিয়া সরাসরি তিরুবন্তপুরম-এ পৌঁছলেও কোহলি দলের সঙ্গে যাননি। তিনি গুয়াহাটি থেকেই মুম্বইয়ের ফ্লাইটে চেপেছেন। বলা হচ্ছে, ব্যক্তিগত কারণেই তিনি নাকি জাতীয় দলের সঙ্গে যাননি। এরপরেও দ্বিতীয় ওয়ার্ম আপ ম্যাচে কোহলির খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
ক্রিকবাজ-এর রিপোর্টে বলা হয়েছে, রবিবার রাতেই ভারতীয় দল তিরুবন্তপুরম-এ পৌঁছে গিয়েছিল। মঙ্গলবার ডাচ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলবে টিম ইন্ডিয়া। বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, বোর্ডের অনুমতি।নিয়েই ব্যক্তিগত কারণ দেখিয়ে মুম্বই ফিরে গিয়েছেন দলের একনম্বর সুপারস্টার। বোর্ডকে জানিয়েছেন, দ্রুতই তিনি দলের সঙ্গে যোগ দেবেন।
কয়েকদিন আগেই একাধিক প্রচারমাধ্যমে বলা হয়েছিল অনুষ্কা শর্মা দ্বিতীয়বারের মত অন্তঃস্বত্ত্বা হয়েছেন। কোহলি বিশ্বকাপ শুরুর ঠিক আগেই ছুটি নেওয়াই সেই জল্পনা আরও মান্যতা পেল।
ক্রিকবাজ-এর সূত্রকে বোর্ডের এক কর্তা জানিয়েছেন, "বোর্ডের খবর, কোহলি মুম্বইয়ে ব্যক্তিগত কারণে ফিরে গিয়েছেন। দ্রুতই দলের সঙ্গে যোগ দেবেন তিনি।" এশিয়া কাপে চমৎকার ছন্দে ছিলেন তিনি। পাকিস্তানের বিপক্ষে সুপার সিক্সে সেঞ্চুরিও করেন তারকা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হয় কোহলিকে। তবে শেষ ম্যাচে ফিরেও দুরন্ত হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।
প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার কারণে গ্রুপ পর্বে খেলতে নামার আগে ওয়ার্ম আপ ম্যাচ খেললে ব্যাটিং অনুশীলন সেরে ফেলতে পারতেন তিনি। তবে সেটা সম্ভবত হচ্ছে না।
সোমবার ভারতীয় দল দুপুর ২ টো থেকে অনুশীলন করবে সেন্ট জেভিয়ার্স কলেজ গ্রাউন্ডে। তবে গুয়াহাটির মত তিরুবন্তপুরম-এও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
ভারতের ওয়ার্ল্ড কাপ স্কোয়াড:
বিরাট কোহলি, রোহিত শর্মা (ক্যাপ্টেন), আর অশ্বিন, কেএল রাহুল, শুভমান গিল, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, শার্দূল ঠাকুর, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি, ঈশান কিষান, জসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া (ভাইস ক্যাপ্টেন)