অলিম্পিক আগেই স্থগিত করে দেওয়া হয়েছিল। এবার নতুন দিনক্ষণও ঘোষণা করে দেওয়া হলো আন্তর্জাতিক অলিম্পিক কমিটির পক্ষ থেকে। চলতি বছরে আর অলিম্পিক আয়োজিত হবে না। একবছর পিছিয়ে ২০২১ এর জুলাইয়ে অনুষ্ঠিত হবে মেগা এই ইভেন্ট। ২৩ জুলাই শুরু হয়ে এই ইভেন্ট শেষ হবে আগস্টের ৮ তারিখ পর্যন্ত।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী চলতি বছরের জুলাইয়ে এই ইভেন্ট আয়োজিত হওয়ার কথা ছিল। তবে করোনার প্রকোপে তা স্থগিত করে দেওয়া হয়েছিল।
আইওসি প্রেসিডেন্ট থমাস বাচ সরকারি বিবৃতিতে জানিয়েছেন, বিগত বেশ কিছু দিন ধরে যেভাবে দেশীয় ও মহাদেশীয় অলিম্পিক সংস্থা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সাহায্য করেছেন সেইজন্য তাদের ধন্যবাদ প্রাপ্য।
পাশাপাশি তিনি জানিয়েছেন, "আইওসি এথলেটিক কমিশনেরও ধন্যবাদ প্রাপ্য যারা আমাদের সঙ্গে নিরন্তর যোগাযোগ রেখে গিয়েছেন। টোকিও ২০২০ অলিম্পিক আয়োজক কমিটি, টোকিও মেট্রোপলিটন সরকার, জাপান এবং আমাদের সমস্ত পার্টনাররা এই চ্যালেঞ্জ সামলে দারুন এক টুর্নামেন্ট উপহার দিতে পারি।"
আরও পড়ুন: ৬ মাস ট্র্যাভেল ব্যান অস্ট্রেলিয়ায়, টি২০ বিশ্বকাপ নিয়ে সংশয়
নতুন দিনক্ষণ প্রকাশ করার আগে বেশ কিছু ফ্যাক্টর মাথায় রাখা হয়েছিল- যাতে অন্য কোনো ক্রীড়া ইভেন্টের সঙ্গে দিনক্ষনের সংঘাত না ঘটে কিংবা পরিকাঠামোগত কোনও অসুবিধা না হয়।
আইওসির পক্ষে আগে জানানো হয়েছিল, জাপানেই অলিম্পিক ফ্লেম থাকবে টুর্নামেন্ট শুরু হওয়ার আগে পর্যন্ত। টুর্নামেন্টের নাম 'টোকিও অলিম্পিক ২০২০' ও 'প্যারালিম্পিক গেমস ২০২০' অপরিবর্তিত থাকবে।
টোকিও অলিম্পিক গেমসের আয়োজক কমিটির সভাপতি মরি ইয়োশিরো এদিন ই প্যারালিম্পিক গেমসের সূচি জানান। ২০২১ এর ২৪ অগাস্ট শুরু হয়ে এই টুর্নামেন্টে চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত।