Advertisment

Olympics 2024: মরোক্কান দর্শকদের ভয়ঙ্কর হামলায় হার সোনার আর্জেন্টিনার! অলিম্পিকের বিশৃঙ্খলায় ফুঁসে লাল মেসিরা

ARG vs MOR: আফ্রিকান ফুটবল সুপার পাওয়ারদের হয়ে দুই গোল-ই করেন সুফিয়ান রাহিমি। বিরতির আগে সংযোজিত সময়ে প্ৰথম গোল। তারপর পেনাল্টি স্পট থেকে দ্বিতীয় গোল করে মরক্কোকে এগিয়ে দেন সুফিয়ান।

author-image
IE Bangla Sports Desk
New Update
Argentina vs Morocco Paris Olympics

রেফারি পুরো সময়ের জন্য উড়িয়ে দেওয়ার পরে, সমর্থকরা পিচে ঝাঁপিয়ে পড়ে এবং ফরাসি পূর্বাঞ্চলীয় শহরে বিশৃঙ্খলা দেখা দিলে খেলোয়াড়দের দিকে বস্তু ছুঁড়ে দেওয়া হয়। (এপি)

argentina vs morocco olympics 2024: বিশ্বকাপ জয়। টানা দুবার কোপাজয়ী সেই সোনার আর্জেন্টিনা। ত্রিমুকুট জয়ী আর্জেন্টিনা এবার অলিম্পিকে খেলতে নেমে হোঁচট খেল মরক্কোর কাছে। ১-২ গোলে হেরে বসতে হল তীব্র গোলযোগের মধ্যে। আর্জেন্টিনা সমতা সূচক গোল করার পরেই মরক্কোর সমর্থকরা মাঠে নেমে খেলা পণ্ড করে দেন। তারপর ম্যাচ স্থগিত রাখা হয় দু-ঘন্টা।

Advertisment

আফ্রিকান ফুটবল সুপার পাওয়ারদের হয়ে দুই গোল-ই করেন সুফিয়ান রাহিমি। বিরতির আগে সংযোজিত সময়ে প্ৰথম গোল। তারপর পেনাল্টি স্পট থেকে দ্বিতীয় গোল করে মরক্কোকে এগিয়ে দেন সুফিয়ান।

দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার হয়ে একটি গোল শোধ করে দিয়েছিলেন জিওভানি সিমিওনে। অতিরিক্ত সময়ের ১৬ মিনিট পর্যন্ত সমতা সূচক গোলের দেখা পায়নি লস আলবিসিলেস্তারা। শেষমেশ ভাবা হয়েছিল ক্রিশ্চিয়ান মেদিনা গোল শোধ করে দিয়েছেন। তবে তা হয়নি।

মেদিনার সেই গোলের পরেই দর্শকাসন থেকে বোতল, ধারালো জিনিসপত্র ছুড়ে ফেলা হতে থাকে আর্জেন্টিনার ফুটবলারদের লক্ষ্য করে। গ্যালারি থেকে মাঠে মরোক্কান সমর্থকদের অনুপ্রবেশ ঘটে। সঙ্গেসঙ্গেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার উপক্রম বুঝে খেলা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

সেন্ট এতেইন স্টেডিয়ামে ম্যাচ শেষ হয়ে গিয়েছে বুঝে ফুটবলাররা যখন আবার হোটেল মুখো হওয়ার অপেক্ষায় সেই সময় আবার জানা যায়, ম্যাচের সমাপ্তি ঘোষণা করা হয়নি। সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল।

প্রায় ফাঁকা স্টেডিয়ামে এরপরে দুই দলের ফুটবলাররা খেলতে নামেন। স্থানীয় সময় সন্ধ্যায় ৭.০০-এ পুনরায় ম্যাচ শুরু হয়। খেলা শুরু হতেই দর্শকের তান্ডবের ঠিক আগের মুহূর্তে ক্রিশ্চিয়ান মেদিনার গোল বাতিল করা হয় অফসাইডের কারণে। অর্থাৎ ২০০৮-এ অলিম্পিকজয়ী দলকে প্ৰথম ম্যাচেই হার হজম করতে হয় মরোক্কান ব্রিগেডের সামনে। অলিম্পিকের ইতিহাসে এটাই সবথেকে বিশৃঙ্খল ম্যাচের জন্ম দিয়ে গেল কিনা, তা অবশ্য তর্ক সাপেক্ষ।

গোটা ঘটনায় ক্ষিপ্ত আর্জেন্টিনা কোচ জেভিয়ের মাসচেরানো বলে দিয়েছেন, "জীবনের সবথেকে বড় সার্কাস দেখলাম।" কিংবদন্তি লিওনেল মেসিও ইনস্টাগ্রাম পোস্টে হতাশা ব্যক্ত করে লিখেছেন, "অবিশ্বাস্য।"

Lionel Messi Argentina leo messi Olympics
Advertisment