Advertisment

Paris Olympics 2024: পুরুষাঙ্গে ধাক্কা খেল অলিম্পিক জয়ের স্বপ্ন! পদক হারিয়ে প্যারিসে ভেঙে পড়লেন পোলভল্টার, দেখুন ভিডিও

Paris Olympics Crotch mishap in pole vaulting: শনিবার তৃতীয় প্রচেষ্টার সময়ে ঘটে দুর্ঘটনা। ২১ বছরের ফরাসি তারকা ৫.৭০ মিটার উচ্চতা পেরোনোর চেষ্টায় ছিলেন। সেই সময়েই ঘটে অদ্ভুত ঘটনা। তিনি নিজে পোল বার পেরিয়ে গেলেও তাঁর পুরুষাঙ্গ যন্ত্রণাদায়কভাবে আটকে যায়। তাঁর যন্ত্রণাদায়ক পরিস্থিতি স্পষ্ট হয় রিপ্লে দেখার পর।

author-image
IE Bangla Sports Desk
New Update
Anthony Ammirati, Pole vault, paris olympics, paris 2024

2024 প্যারিস অলিম্পিকে পুরুষদের পোল ভল্ট যোগ্যতায় ফ্রান্সের অ্যান্টনি আমিরতি প্রতিদ্বন্দ্বিতা করছেন। (স্ক্রিনগ্র্যাব | রয়টার্স)

Paris Olympics Crotch mishap in pole vaulting: ফরাসি পোল ভল্টার অ্যান্টনি আমিরতি হঠাৎ করেই ট্র্যাজিক ঘটনার সাক্ষী হলেন। বঞ্চিত হলেন নিশ্চিত অলিম্পিক পদক জয় থেকে। পোল ভল্টের প্রচেষ্টার সময় তাঁর পুরুষাঙ্গ ধাক্কা খায় পোল বারে। সেই ভিডিও ইতিমধ্যেই অলিম্পিক দুনিয়ায় সাড়া ফেলে দিয়েছে। ক্রসবারে পুরুষাঙ্গ ধাক্কা খাওয়ার পরেই অলিম্পিকে নিশ্চিত পদক অর্জন থেকে বঞ্চিত হতে হল তাঁকে।

Advertisment

শনিবার তৃতীয় প্রচেষ্টার সময়ে ঘটে দুর্ঘটনা। ২১ বছরের ফরাসি তারকা ৫.৭০ মিটার উচ্চতা পেরোনোর চেষ্টায় ছিলেন। সেই সময়েই ঘটে অদ্ভুত ঘটনা। তিনি নিজে পোল বার পেরিয়ে গেলেও তাঁর পুরুষাঙ্গ যন্ত্রণাদায়কভাবে আটকে যায়। তাঁর যন্ত্রণাদায়ক পরিস্থিতি স্পষ্ট হয় রিপ্লে দেখার পর। অদ্ভুত এই ঘটনা কীভাবে ব্যাখ্যা করবেন সম্প্রচারকারীরা তা নিয়েও হাজির হয় জটিলতা।

চারটি প্রচেষ্টার পর, আম্মিরতি ৫.৬০ স্কোরে ফিনিশ করেন ১২ নম্বর পজিশনে। যা ফাইনালে যাওয়ার জন্য যথেষ্ট ছিল না। এই গেমসে আম্মিরতির একমাত্র ইভেন্ট ছিল পোল ভল্ট। আম্মিরাতি বছর দুই আগে কলম্বিয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপ জেতেন।

ফরাসি অ্যাথলেটিক ফেডারেশনের পাঠানো বিবৃতিতে তাঁকে বলতে শোনা গিয়েছে, এটা বড় হতাশার হয়ে থাকল। আমি ভীষণ হতাশ হয়ে পড়েছি।"

আরও পড়ুন: 'পুরুষ’ হয়ে ঘুঁষিতে নাক ফাটালেন নারীর! লিঙ্গ বিতর্কে উত্তাল অলিম্পিকের বক্সিং

"পরিস্থিতি একদম অনুকূল ছিল। কোনো চাপ ছাড়াই প্রথমবার আমি ইভেন্ট শুরু করেছিলাম। যেহেতু আমি একদমই বহিরাগত তাই একটাই লক্ষ্য ছিল, দর্শকদের সমর্থন আদায় করে নেওয়ার। আমি সেই লক্ষ্যে পৌঁছে গিয়েছিলাম প্রায়।"

আম্মারতি গোটা দুর্ঘটনাকে সদর্থক ভঙ্গিতেই দেখছেন। বলেছেন, "ভাল লাগছে আমি মানুষকে আনন্দ এবং হাসি উপহার দিতে পেরেছি। এবং কে বলতে পারে, সম্ভবত এটা আশ্চর্য কোনও অধ্যায়ের সূচনা হয়ে থাকল!"

ফরাসি স্পোর্টস একাডেমি এনভোল ইভেন্টের পরে ইনস্টাগ্রামে তরুণ প্রতিযোগীর পাশে দাঁড়িয়ে সমর্থনের বার্তা দিয়েছে। তাঁরা লিখেছে, "আমরা আপনার জন্য গর্বিত @anthony_ammirati। গত দুই সপ্তাহ শারীরিক সমস্যা সত্ত্বেও আপনি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করতে নেমেছিলেন। আমরাও ৫.৭০ মিটার বারের জন্য হতাশ । আমরা তোমার অবিস্মরণীয় অলিম্পিক অভিজ্ঞতার শুভেচ্ছা জানাচ্ছি।"

sports Paris Olympics 2024 Olympics Sports News Sports Others
Advertisment