Advertisment

ঘরের মাঠে অ্যান্ডারসন বিশ্বের সেরা বোলার: ম্য়াকগ্রা

রুদ্ধশ্বাস অ্যাশেজের আগে জেমস অ্যান্ডারসনের ভূয়সী প্রশংসা করলেন প্রাক্তন অস্ট্রেলীয় কিংবদন্তি গ্লেন ম্য়াকগ্রা। জিমির থেকে নিজের দেশকে সতর্ক করলেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
CRICKET "On Home Soil, He's The Best In The World," Glenn McGrath On James Anderson

ডিউক বল হাতে ঘরের মাঠে অ্যান্ডারসন বিশ্বের সেরা: ম্য়াকগ্রা

আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে অ্যাশেজ। বাইশ গজে ক্রিকেট ঐতিহ্য়ের লড়াইয়ে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্য়ান্ড ও অস্ট্রেলিয়া। এজবাস্টনে শুরু হচ্ছে সিরিজের প্রথম টেস্ট। রুদ্ধশ্বাস টেস্ট সিরিজের আগে জেমস অ্যান্ডারসনের ভূয়সী প্রশংসা করলেন প্রাক্তন অস্ট্রেলীয় কিংবদন্তি গ্লেন ম্য়াকগ্রা। জিমির থেকে নিজের দেশকে সতর্ক করলেন তিনি।

Advertisment

পেশির চোটের জন্য় সদ্য়সমাপ্ত ইংল্য়ান্ড-আয়ারল্য়ান্ড টেস্টে খেলতে পারেননি বিশ্বের দু'নম্বর টেস্ট বোলার। দ্য় সানকে দেওয়াকে এক সাক্ষাতকারে ম্য়াকগ্রা বলছেন, " নিজের ঘরের মাঠে ডিউক বল হাতে অ্যান্ডারসন বিশ্বের সেরা। ও অনেক বড় মাপের ক্রিকেটার। অস্ট্রেলিয়াকে ওর বিরুদ্ধে বেগ পেতে হবে। অস্ট্রেলিয়া ওর বিরুদ্ধে ভাল ব্য়াট করতেই হবে। তবেই সুযোগ তৈরি হবে।"

 

আরও পড়ুন: সেঞ্চুরির প্রত্য়াশায় পন্টিংয়ের দ্বারস্থ হয়েছিলেন রুট

অ্যাশেজে এক ঐতিহাসিক মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে অ্যান্ডারসন। বিশ্বের প্রথম ফাস্ট বোলার হিসেবে ৬০০ উইকেট নেওয়ার দোরগোড়ায় তিনি। ১৪৮ টেস্টে তাঁর ৫৭৫টি উইকেট রয়েছে। অতীতে ফাস্ট বোলারদের মধ্য়ে ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্য়াটে ম্য়াকগ্রারই সবচেয়ে বেশি উইকেট ছিল। ১২৪ ম্য়াচে ৫৬৩টি উইকেট ছিল তাঁর। গতবছর সেপ্টেম্বরে ভারতের বিরুদ্ধে ম্য়াকগ্রাকে টপকে যান ইংল্য়ান্ড পেসার। প্রাক্তন অজি এই প্রসঙ্গে বলছেন, "জিমি ৬০০ উইকেটের সামনে। অসাধারণ একটা রেকর্ড হতে চলেছে। কিন্তু এখনও ওর যা উইকেট রয়েছে তা সহজে টপকে যাওয়া সম্ভব নয়। ওকে ছাপিয়ে যাওয়ার জন্য় ন্যূনতম ১৫০ টেস্ট খেলতেই হবে।"

অন্য়দিকে ম্য়াকগ্রা বলছেন যে, অস্ট্রেলিয়ার হয়ে প্যাট কামিন্স আর মিচেল মার্শের যুগলবন্দিল কথা বলবে। নতুন বলে ঘণ্টায় ১৫০ কিলোমিটারের কাছাকাছি বল করতে পারলে ইংল্য়ান্ডকে চাপে রাখা যাবে।১৪ অগাস্ট থেকে লর্ডসে অ্যাশেজের দ্বিতীয় টেস্ট। ২২ অগাস্ট থেকে হেডিংলিতে সিরিজের তৃতীয় টেস্ট। এরপর চতুর্থ ও পঞ্চম টেস্ট যথাক্রমে ওল্ড ট্র্য়াফোর্ড (৪-৮ সেপ্টেম্বর) ও দ্য় ওভালে (১২-১৬ সেপ্টেম্বর)। ২০১৭-১৮ মরসুমে অস্ট্রেলিয়া নিজেদের ঘরের মাটিতে ইংল্য়ান্ডকে ৪-০ উড়িয়ে দিয়েছিল। জো রুটদের সামনে এবার প্রতিশোধ নেওয়ার পালা।

cricket England Australia
Advertisment