রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি ব্রিজ ভূষণ শরণকে যৌন হয়রানির অভিযোগে গ্রেফতারের দাবিতে উত্তাল দিল্লির রাজপথ। দীর্ঘ ১৩ দিন ধরে ব্রিজভুষণের গ্রেফতারের দাবিতে অনড় পদকজয়ী কুস্তিগীররা। দিল্লির যন্তর মন্তরে তাদের বিক্ষোভ এক অন্য মাত্রা পেয়েছে। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের পর দিল্লি পুলিশ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে দুটি এফআইআর দায়ের করে। ৭ মহিলা কুস্তিগীরের মধ্যে ২ মহিলা কুস্তিগীর তার বিরুদ্ধে শ্বাস নেওয়ার আছিলায় যৌন হেনস্থার অভিযোগ এনেছেন।
যদিও ২ জন কুস্তিগীরের নাম সামনে আনা হয়নি। দিল্লির কনট প্লেস থানায় ২১শে এপ্রিল ব্রিজভূষণের বিরুদ্ধে দুটি পৃথক অভিযোগে অন্তত আটটি এমন ঘটনার উল্লেখ করা হয়েছে। অভিযোগকারিনী প্রথম মহিলা কুস্তিগীর জানিয়েছেন, ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের অন্তত পাঁচটি ঘটনার উল্লেখ করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে ২০১৬ সালে একটি টুর্নামেন্ট চলাকালীন রেস্তোরাঁয় ব্রিজভূষণ তাঁকে রাতের খাবারে আমন্ত্রণ জানান, এরপর তার শরীরের একাধিক স্থানে স্পর্শ করেন তিনি।
মহিলা কুস্তিগীরের আরও দাবি ২০১৯ সালেও তার সঙ্গে একই ধরণের ঘটনা ঘটে। তিনি তার অভিযোগে লিখেছেন, সিং তার সম্মতি ছাড়াই তার উরু এবং কাঁধ স্পর্শ করেছিলেন এবং দুই দিন পরে যখন তাকে WFI অফিসে রিপোর্ট করতে বলা হয়েছিল, তখন তিনি তার স্তন স্পর্শ করেছিলেন এবং তার পেটে হাত রেখেছিলেন। ২০১৮ সালে, একটি টুর্নামেন্ট চলাকালীন সিং ফের তার সঙ্গে একই রকম আচরণ করেন।
দ্বিতীয় অভিযোগকারিনী তার অভিযোগে জানিয়েছেন, অনুশীলন চলাকালীন শ্বাস পরীক্ষার নামে ব্রিজভূষণ তার স্তন ও পেট তার সম্মতি ছাড়াই স্পর্শ করেন। তিনি অভিযোগ করেন ফের একই ঘটনায় পুনরাবৃত্তি হয় এক বছর পরে সিং-এর অশোকা রোডের বাংলোতে। অভিযোগে তিনি বলেন, যখন তিনি তার অফিসে প্রবেশ করেন বিজভূষণ জোর করে তাকে কাছে টেনে নিয়েছিলেন এবং তার সঙ্গে অশালীন আচরণ করেন।
যোগাযোগ করা হলে, উভয় কুস্তিগীরই সিংয়ের বিরুদ্ধে তাদের অভিযোগ সম্পর্কে মন্তব্য করতে অস্বীকার করেন। প্রসঙ্গত, এই সপ্তাহের শুরুতে, এই দুই কুস্তিগীরও ফৌজদারি আইনের ১৬১ নং ধারার অধীনে দিল্লি পুলিশের কাছে তাদের বক্তব্য রেকর্ড করেন। দেশের বেশ কয়েকজন শীর্ষ কুস্তিগীর অলিম্পিক পদক বিজয়ী বজরং পুনিয়া এবং সাক্ষী মালিক এবং দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপ পদক বিজয়ী ভিনেশ ফোগাট ব্রিজভূষণের গ্রেফতারের দাবিতে ২৩শে এপ্রিল থেকে যন্তর মন্তরে বিক্ষোভ করছেন।
বৃহস্পতিবার এই মামলার শুনানিতে দিল্লি পুলিশের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে জানানো হয় ইতিমধ্যেই অভিযোগকারী কুস্তিগীরদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যেই ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে, শীর্ষ আদালতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, যে কারণে পিটিশন দাখিল হয়েছিল তা পূর্ণ হয়েছে। এ বিষয়ে শুনানির জন্য দিল্লি হাইকোর্ট বা নিন্ম আদালতে আবেদন করার নির্দেশ দিয়েছেন প্রতিবাদরত কুস্তিগীরদের।