বোর্ড সভাপতি হিসাবে দম ফেলার ফুরসত নেই। একবার আইপিএল নিয়ে বন্দোবস্ত করতে উড়ে যাচ্ছেন দুবাই। কখনো আবার বোর্ডের এপেক্স কাউন্সিলের মিটিংয়ে যোগ দিতে মুম্বই। সৌরভ গঙ্গোপাধ্যায় মানেই বিসিসিআইয়ের যাবতীয় মুশকিল আসান। এর মধ্যেই সৌরভকে নিয়ে প্রবল টানাটানি শুরু বাংলা টেলিভিশন জগতে। সঞ্চালক হিসাবে বাংলা টেলিভিশনকে সম্পূর্ণ অন্য মাত্রায় পৌঁছে দিয়েছেন তিনি।
জনপ্রিয়তায় সৌরভের সঞ্চালনায় দাদাগিরি শো টেক্কা দিয়েছে বাকি সমস্ত রিয়েলিটি শো-কে। এভারেস্ট সদৃশ টিআরপি-তেই প্রমাণ। জানা গিয়েছে সৌরভ যে বেসরকারি চ্যানেলে দাদাগিরি সঞ্চালনা করেন, তাঁর প্রতিদ্বন্দ্বি এক চ্যানেলও সৌরভকে সঞ্চালনায় রেখে একটি নন-ফিকশন শো চালু করতে চায়। এমনটাই জল্পনা। জানানো হয়েছে টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে।
আরো পড়ুন: সৌরভকে ছবির প্রস্তাব দেন প্রয়াত ঋতুপর্ণ! সঙ্গেসঙ্গেই ‘না’ করেন মহারাজ
সৌরভ বর্তমানে ক্রিকেট প্রশাসনে এতটাই জড়িয়ে গিয়েছেন যে সেই টিভি সংস্থাকে কোনো রিপ্লাই দেননি। অন্যদিকে, 'দাদাগিরি' সম্প্রচারিত করা চ্যানেলটি আবার নতুন সিজন চালু করতে চলেছে। সৌরভকে ধরেই। সবমিলিয়ে সৌরভকে নিয়ে টিভির জগতে বেনজির কাড়াকাড়ি পড়ে গিয়েছে।
২০০৯ সালে প্রথমবার সম্প্রচারিত হয়েছিল সৌরভের মেগা শো- 'দাদাগিরি আনলিমিটেড'। অষ্টম সংস্করণ শেষ হয়েছে গতবারেই। চ্যাম্পিয়ন হয়েছিল দার্জিলিং। প্রখর সেন্স অফ হিউমার, দক্ষ সঞ্চালনা, এবং অপ্রতিদ্বন্দ্বী বাঙালিয়ানা- দাদাগিরির জনপ্রিয়তা শুরু থেকেই তুঙ্গে। সৌরভ ছাড়া যেন এই শো চিন্তাও করা যায়না। গুগলি হোক বা কুইজের যেকোনো রাউন্ড- উইকএন্ড মানেই ড্রয়িংরুমে দাদাগিরি।
আরো পড়ুন: আইপিএল নিয়ে তীব্র সমালোচনা! সৌরভের বোর্ডকে চরম অস্বস্তিতে ফেললেন বাংলার ঋদ্ধি
সপ্তাহের শেষ তিন দিন সম্প্রচারিত হলেও সৌরভের দাদাগিরি টিভি-তে জনপ্রিয় সোপ অপেরাদেরও টিআরপি-তে পেরিয়ে যায়। দাদাগিরি শো-তে শচীন, হরভজনের মত তাঁর সতীর্থ ক্রিকেটাররা ছাড়াও বিপাশা বসু, শাহরুখ খান, ফারহান আখতার, বিদ্যা বালানদের মত জনপ্রিয় বলিউড তারকাদের দেখা গিয়েছে।
মঙ্গলবারই আবার সৌরভ লর্ডসে ঐতিহাসিক অভিষেকে শতরানের ২৫ বছর পূর্ণ করলেন। ১৯৯৬-এর ২০ জুন ভারতের ইংল্যান্ড সফরের সময় জাতীয় দলের জার্সিতে অভিষেক ঘটান সৌরভ গঙ্গোপাধ্যায় এবং রাহুল দ্রাবিড়। আর সেই অভিষেকের দু-দিন পরে সৌরভ এবং দ্রাবিড় বিশ্বক্রিকেটে নিজেদের আবির্ভাব জানান দেন লর্ডসে দুরন্ত ইনিংস খেলে। মহম্মদ আজাহারউদ্দিনের পর দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে অভিষেকেই সেঞ্চুরি করার কৃতিত্ব গড়েন মহারাজ। তবে সেঞ্চুরি থেকে মাত্র পাঁচ রান দূরে আউট হয়ে যান দ্রাবিড়। সৌরভের সঙ্গে দ্রাবিড়ও যদি সেঞ্চুরি করতেন তাহলে বিশ্ব ক্রিকেটে প্রথমবার জোড়া অভিষিক্ত ব্যাটসম্যান সেঞ্চুরি করার বেনজির কান্ড ঘটত।
যাইহোক, সৌরভের ঐতিহাসিক সেই ঘটনাকে স্মরণ করার জন্যই সৌরভ এবং দ্রাবিড়ের থ্রো-ব্যাক ছবি পোস্ট করে বিসিসিআই। মুহূর্তেই তা নেট জগতে ভাইরাল।
সৌরভের লর্ডস-কীর্তির দিনেই এবার বাংলা টেলিভিশন জগতে রেষারেষির কথা প্রকাশ্যে এল। এখন দেখার সৌরভ কোন টিভি চ্যানেলকে সবুজ সংকেত দেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন