Advertisment

ওনামের শুভেচ্ছায় মন ছুঁলেন শচীন, শ্রীসন্থের সঙ্গে মশকরা ভাজ্জির

দশ দিন ব্য়াপী ওনামের প্রথম ও শেষ দিনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বুধবার থেকে শুরু হল ওনাম। এই বিশেষ উৎসবে সামিল বাইশ গজও। বর্তমান থেকে প্রাক্তন ক্রিকেটাররা শুভেচ্ছা জানিয়েছেন সোশাল মিডিয়ায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Onam wish came from cricketers:

ওনামের শুভেচ্ছায় মন ছুঁলেন শচীন, শ্রীসন্থের সঙ্গে ঠাট্টা ভাজ্জির

ফি-বছর সেপ্টেম্বর মাসে কেরলে পালিত হয় ওনাম উৎসব। দেশের দক্ষিণ প্রান্তে অবস্থিত রাজ্য়বাসীর কাছে সবচেয়ে প্রিয় এবং বড় উৎসব ওনাম। জাত-ধর্ম-বর্ণ নির্বিশেষে ওনাম সেলিব্রেট করেন কেরলের মানুষ। দেন সম্প্রীতির বার্তা।

Advertisment



দশ দিন ব্য়াপী ওনামের প্রথম ও শেষ দিনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বুধবার থেকে শুরু হল ওনাম। এই বিশেষ উৎসবে সামিল বাইশ গজও। বর্তমান থেকে প্রাক্তন ক্রিকেটাররা শুভেচ্ছা জানিয়েছেন সোশাল মিডিয়ায়। এমনকী ভারতীয় ফুটবল দলের পক্ষ থেকেও ওনামের শুভেচ্ছা জানানো হয়েছে।

আরও পড়ুন: তে-কাঠির নিচে আগুন জ্বালালেন গুরপ্রীত, কাতারকে রুখে কী বলছেন দেশের নায়ক?

শচীন তেন্ডুলকরের একটি পোস্ট মন কেড়ে নিয়েছে এর মধ্য়ে। আইএসএল-এ কেরল ব্লাস্টার্সের সহ-মালিক জানিয়েছেন যে, তিনি কিছুদিন আগেই কেরলে এসেছিলেন। এখানে এসে প্রণব নামের এক শিল্পীর সঙ্গে আলাপ হয় তাঁর। বিশেষ ভাবে সাবলম্বী এই শিল্পী হাতের বদলে পাঁ-দিয়ে স্কেচ করেন। তিনি শচীনকে একটি ছবি উপহার দিয়েছেন। যা দেখে মোহিত হয়েছেন মাস্টারব্লাস্টার। তাঁর মতে এটাই এটাই কেরলের স্পিরিট।

আরও পড়ুন: ২০২০-র অগাস্টেই উঠে যাচ্ছে শ্রীসন্থের সাত বছরের নির্বাসন

শচীনের পাশাপাশি হরভজন সিংয়ের টুইটও নজর কেড়েছে। তিনি বিশেষ করে এস শ্রীসন্থকে ওনামের শুভেচ্ছা জানিয়েছেন আলাদ করে।

View this post on Instagram

Wishing everyone a happy and prosperous Onam???????? May your homes be filled with love, joy and peace❤️

A post shared by Karun Nair (@karun_6) on

কেরলের ট্র্য়াডিশনাল পোশাক পরেই টুইট করেছেন শিখর ধাওয়ান। স্ত্রী-দের সঙ্গে ছবি শেয়ার করেছেন করুণ নায়ার ও সঞ্জু স্য়ামসনরা। বিষেন সিং বেদী, অনিল কুম্বলের পাশাপাশি অজিঙ্ক রাহানে ও সুরেশ রায়নারাও টুইট করেছেন বিশেষ দিনে।

Sachin Tendulkar Harbhajan Singh
Advertisment