Rubel Hossain becomes father: অশান্ত বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পর দ্বিতীয় স্বাধীনতা পালন করছেন বাংলাদেশবাসীর একাংশ। যাঁরা হাসিনার সরকারের পতনকে বাংলাদেশের স্বাধীনতা বলে মনে করছেন, তাঁরা যা-ই করছেন, সেখানে দাবি করছেন যে স্বাধীন দেশে সেই কাজ করছেন। যেমন, যদি চা পানের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, সেখানেও লিখছেন স্বাধীন দেশে চা পান করলেন। তেমনভাবেই, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বাংলাদেশের ক্রিকেটার রুবেল হোসেন। তাঁর কন্যাসন্তান হয়েছে। তার প্রেক্ষিতে রুবেল জানিয়েছেন, স্বাধীন দেশে কন্যার বাবা হলাম।
এই ব্যাপারে সোমবার বিকেলে হাসিনার পদত্যাগের পরে ফেসবুক পোস্টে বাংলাদেশের এই পেসার লিখেছেন, 'স্বাধীন দেশে কন্যা সন্তানের বাবা হলাম।' ফেসবুক পোস্টে নিজের সেই কন্যাসন্তানের ছবিও পোস্ট করেছেন রুবেল। শুধু তাই নয়। ছবিতে তাঁর সঙ্গে ছিলেন তাঁর ছেলে আয়ান হোসেন। আয়ানের বয়স এখন পাঁচ। ২০১৯ সালে জন্ম। ২০১৫ সালে রুবেল ইশরাত জাহান দোলাকে বিয়ে করেছেন। তাঁর আর দোলারই সন্তান আয়ান।
রুবেল দীর্ঘদিন ধরেই বাংলাদেশের জাতীয় দলের বাইরে। বাগেরহাটের বাসিন্দা রুবেল শেষবার বাংলাদেশের হয়ে খেলেছেন ২০২১ সালে। টাইগারদের হয়ে তিনি মোট ২৭ টেস্ট খেলেছেন। টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা আগেই ঘোষণা করেছেন। এখনও অবশ্য একদিনের ম্যাচ এবং টি২০ থেকে অবসরের ঘোষণা করেননি।
আরও পড়ুন- ট্রিমড দাড়ি, চোখে সানগ্লাস! ‘ভুয়া ভুয়া’ ধ্বনিতে বাংলাদেশের রাজপথে নকল কোহলি, দেখুন ভিডিও
তবে, ক্রীড়া দুনিয়ায় বিরাট পারফরম্যান্সের জন্য নয়। রুবেলের নাম বিখ্যাত হয়ে রয়েছে কোহলির সঙ্গে তাঁর ধারাবাহিক স্লেজিংয়ের জন্য। যার শুরু হয়েছিল ২০০৮ সালে। রুবেল আর কোহলি, দু'জনেই সেই সময় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলছিলেন মালয়েশিয়ার কুয়ালালামপুরে। এর পরেও নানা সময় তাঁরা স্লেজিংয়ে জড়িয়েছেন। এই ব্যাপারে রুবেল বলেছেন, 'একটা ত্রিদেশীয় টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকায় একটা ম্যাচ ছিল। সে (কোহলি) খুব স্লেজিং করছিল। আমাদের ব্যাটারদের গালি দিচ্ছিল। তখন ওর সঙ্গে আমার ঝগড়া হয়। শেষ পর্যন্ত ওই ঘটনায় আম্পায়ারকে হস্তক্ষেপ করতে হয়েছিল।'
পরবর্তীতে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ২০১১ বিশ্বকাপের ম্যাচে কোহলি এবং রুবেল ফের পরস্পরকে স্লেজিং করেছিলেন। ওই ম্যাচে রুবেল অফ স্টাম্পের বাইরে বল করেছিলেন। কোহলির শট রুবেলের কাছে পৌঁছয়। সেই সময় তিনি বলটি ধরে উইকেটের দিকে তাক করেছিলেন। যা কোহলি মোটেও ভালোভাবে নেননি।
এতেই শেষ নয়। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে রুবেল অফ-স্টাম্পের বাইরে একটি বল করেছিলেন। কোহলি অফ-সাইড দিয়ে বলটা ড্রাইভ করার চেষ্টা করেন। কিন্তু, ক্যাচ ধরে ফেলেন মুশফিকুর রহিম। যার জেরে আট বলে তিন রানে আউট হন কোহলি। সেই সময় কোহলি যখন তাঁর পাশ দিয়ে যাচ্ছিলেন, রুবেল উইকেটটি নেওয়ার জন্য এমনভাবে উচ্ছ্বাস প্রকাশ করেন যে তা সকলের নজর কাড়ে।