Advertisment

মাঠে নামছেন যুবি, খেলবেন রঞ্জিতে

অন্ধ্রপ্রদেশ ও মধ্যপ্রদেশের হয়ে পাঞ্জাবের বিরুদ্ধে প্রথম দু’টো ম্যাচে খেলেননি যুবরাজ সিং। কিন্তু এবার দিল্লি, হিমাচল প্রদেশ ও তামিলনাড়ুর বিরুদ্ধে মাঠে দেখা যাবে দেশের ব্রাত্য ক্রিকেটারেক।

author-image
IE Bangla Web Desk
New Update
Yuvraj Singh

যুবরাজ সিং (ছবি টুইটার)

কিংস ইলেভেন পাঞ্জাবের ঘরের ছেলে ছিলেন যুবরাজ সিং। প্রীতি জিন্টারও অত্যন্ত পছন্দের ক্রিকেটার ছিলেন ভারতের বিশ্বকাপ জয়ী এই ব্যাটসম্যান। কিন্তু তাঁকে দল থেকে ছেঁটে ফেলেছে পাঞ্জাব। আগামী মরসুমে যুবি চাইবেন ফের আইপিএল খেলতে। সে লক্ষ্যেই মাঠে নামছেন পাঞ্জাব পুত্তর। রঞ্জি ট্রফিতে পাঞ্জাবের হয়ে মাঠে নামবেন তিনি। খেলবেন আগামী তিনটি ম্য়াচ। এমনটাই খবর স্পোর্টসস্টারের।

Advertisment

অন্ধ্রপ্রদেশ ও মধ্যপ্রদেশের হয়ে পাঞ্জাবের বিরুদ্ধে প্রথম দু’টো ম্যাচে খেলেননি দেশের ব্রাত্য ক্রিকেটার। কিন্তু এবার তাঁকে দিল্লি, হিমাচল প্রদেশ ও তামিলনাড়ুর বিরুদ্ধে মাঠে দেখা যাবে। মণদীপ সিংয়ের নেতৃত্বে যুবরাজ শেষহবার ঘরোয়া ক্রিকেট খেলেছিলেন বিজয় হাজারে ট্রফিতে। কিন্তু দেওধর ট্রফিতে তাঁকে দলে রাখা হয়নি। এখানেই বোঝা গিয়েছিল যে, আসন্ন ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় দলের পরিকল্পনায় নেই যুবরাজ।

আরও পড়ুন: ২০১৯ বিশ্বকাপের পরেই ক্রিকেট ভবিষ্য়তের সিদ্ধান্ত জানাবেন যুবরাজ

৩৬ বছরের যুবি চাইবেন রঞ্জিতে ভাল পারফর্ম করেই আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের নজরে আসতে। আগামী মাসে জয়পুরে আইপিএল-এর দ্বাদশ সংস্করণের নিলাম পর্ব। কিন্তু এবারও আইপিএল-এ যুবরাজ ‘আনসোল্ড’ থেকে যাবেন বলেই খবর। এখন দেখার রঞ্জিতে খেলে যুবি ফের আইপিএল-এর দরজায় কড়া নাড়তে পারেন কি না! আগামিকাল দিল্লির বিরুদ্ধে মাঠে নামবে পাঞ্জাব। এরপরের দু’টি ম্যাচ ৬ ডিসেম্বর ও ১৪ ডিসেম্বর থেকে। যুবি মাঠে নামলেই সবার চোখ থাকবে তাঁর দিকে। এখন দেখার তিনি প্রত্যাশা পূরণ করতে পারেন কি না!

গত জুনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষবার দেশের জার্সিতে ওয়ান-ডে ম্যাচে দেখা গিয়েছিল যুবরাজকে। গত এপ্রিলে যুবরাজ জানিয়েছিলেন যে, তিনি ফের দেশের জার্সিতে ২০১৯ বিশ্বকাপ খেলতে চান। অন্য়দিকে ভারতের অলরাউন্ডার স্টুয়ার্ট বিনি ফের একবার কর্ণাটক দল থেকে বাদ পড়েছেন। চলতি মরসুমে রঞ্জিতে এক উইকেট নিয়েছেন তিনি। করেছেন ৫৩ রান। এর আগে বিজয় হাজারে ট্রফিতেও ভাল খেলতে না-পারার জন্য তাঁকে বাদ দেওয়া হয়েছিল দল থেকে।

cricket IPL 2018 Yuvraj Singh
Advertisment