/indian-express-bangla/media/media_files/2025/04/23/W3b7LyGSTsGZrvh6TMmz.jpg)
পাহেলগাঁও আক্রমণের তীব্র নিন্দা করলেন বিরাট কোহলি
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরবেলা জম্মু-কাশ্মীরের পাহেলগাঁও শহরে সন্ত্রাসবাদীরা নারকীয় হত্যালীলা (pahalgam terror attack) চালিয়েছে। এই ঘটনা পরবর্তী ভিডিও দেখে শিউরে উঠেছে গোটা দেশ। জানা গিয়েছে, এই হামলার কারণে কমপক্ষে ২৬ জন পর্যটক প্রাণ হারিয়েছেন। এই ভয়ানক হত্যাকাণ্ডের (Jammu and Kashmir Militancy) পর গোটা দেশ কার্যত শোকস্তব্ধ হয়ে গিয়েছে। এই ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানালেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। তাঁর প্রত্যেকটা কথায় ক্ষোভ ঝরে পড়ছিল। ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করে বিরাট কোহলি এই সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করেছেন।
সন্ত্রাসবাদী হামলার তীব্র প্রতিবাদ জানালেন বিরাট কোহলি
ইনস্টাগ্রাম স্টোরিতে বিরাট কোহলি লিখেছেন, 'পাহেলগাঁওয়ে নির্দোষ মানুষের উপর যে জঘন্য হামলা চালানো হয়েছে, তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই। নিহতদের পরিবারের প্রতি আমার হার্দিক সমবেদনা রইল। এই ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের জন্য ঈশ্বরের কাছে শান্তি এবং শক্তি প্রার্থনা করছি। আশা করছি, এই ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে শীঘ্রই কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ গ্রহণ করা হবে।'
এই ক্রিকেটাররাও ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন:
ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে প্রতিক্রিয়া দিয়েছেন। ওই সোশ্যাল মিডিয়া পোস্টে গৌতম গম্ভীর লিখেছেন, 'মৃত ব্যক্তিদের পরিবারের জন্য ঈশ্বরের কাছে প্রার্থণা করছি। এই ঘটনার পিছনে যে বা যারা যুক্ত, তাদের অবশ্যই দাম চোকাতে হবে। ভারতও এবার পাল্টা হামলা করবে।'
Praying for the families of the deceased. Those responsible for this will pay. India will strike. #Pahalgam
— Gautam Gambhir (@GautamGambhir) April 22, 2025
লখনউ সুপার জায়ান্টসের তারকা ব্যাটার কেএল রাহুল লিখেছেন, 'কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার খবর শুনে মনটা যথেষ্ট ভারাক্রান্ত হয়ে গিয়েছে। নিহতদের পরিবারের প্রতি আমার যথেষ্ট সমবেদনা রইল। এই কঠিন সময়ে আমি ঈশ্বরের কাছে শান্তি এবং শক্তি প্রার্থনা করব।'
Heartbreaking to hear about the terrorist attack in Kashmir. My thoughts are with the families of the victims. Praying for peace and strength. 🙏
— K L Rahul (@klrahul) April 22, 2025
ভারতের প্রাক্তন অফস্পিনার হরভজন সিং লিখেছেন, 'এই ঘৃণ্য অপরাধের কারণে যাঁরা প্রাণ হারালেন, তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। এই ঘটনা একেবারেই ক্ষমার অযোগ্য।'
My heart goes out to family members of all those who lost their lives in dastardly attack. This can't be forgiven.#Pahalgam
— Harbhajan Turbanator (@harbhajan_singh) April 22, 2025
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, জম্মু-কাশ্মীরের পাহেলগাঁও এলাকায় এখনও পর্যন্ত ২৬ জন পর্যটক প্রাণ হারিয়েছেন। এই তালিকায় ২ বিদেশি নাগরিকও রয়েছেন। এমন নারকীয় ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। গোটা বিশ্ব এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তুলেছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi) গোটা বিষয়টার উপর নজর রাখছেন।