/indian-express-bangla/media/media_files/2025/04/23/g8TAxmm27FW7BSFQK11E.jpg)
পহেলগাম আক্রমণ নিয়ে কড়া নিন্দা ইরফান পাঠানের
Kashmir Attack: মঙ্গলবার (২২ এপ্রিল) জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir Militancy) পহেলগামে (Pahalgam) সন্ত্রাসবাদী হামলায় গোটা দেশ কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে। সর্বশেষ পাওয়া খবর থেকে জানতে পারা গিয়েছে যে এই ঘটনায় কমপক্ষে ২৬ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া একাধিক পর্যটক আহত হয়েছেন। প্রত্যেকে এই ঘটনার নিন্দা করছেন। উঠতে শুরু করেছে প্রতিবাদের ঝড়।
তীব্র নিন্দা করলেন ক্রিকেটার ইরফান পাঠান
এই ঘটনার তীব্র নিন্দা করলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান (Irfan Pathan)। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-য়ে তিনি লিখেছেন, প্রত্যেকবার কোনও না কোনও নিষ্পাপ প্রাণ হারিয়ে যাচ্ছে। এটা আসলে মানবিকতার পরাজয়। আজ কাশ্মীরে যে ঘটনাটি ঘটেছে, সেটা দেখে এবং শুনেই হৃদয় কেঁপে উঠছে। কয়েকদিন আগেই আমি ওখানে গিয়েছিলাম। সেকারণে এই কষ্টটা আরও বেশি করে হচ্ছে।
Every time an innocent life is lost, humanity loses. It’s heartbreaking to see and hear about what happened in Kashmir today. I was just there couple of days ago — this pain feels too close.
— Irfan Pathan (@IrfanPathan) April 22, 2025
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, মঙ্গলবার দুপুরবেলা কাশ্মীরের পহেলগাম শহরের একটি প্রসিদ্ধ মাঠে গোলাগুলি চলেছে। এই ঘটনায় ২৬ জন মারা গিয়েছেন। এই মৃতদের তালিকায় অধিকাংশ পর্যটক রয়েছেন। এই ঘটনাটি ২০১৯ সালে পুলওয়ামা হামলার ঘটনা মনে করিয়ে দিচ্ছে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক একজন উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, মৃতদের তালিকায় ২ বিদেশি পর্যটক রয়েছেন। আর ২ স্থানীয় জনগণ রয়েছেন।
Pahalgam Terror Attack:পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় কলকাতার পর্যটক বিতান অধিকারীর মৃত্যু, কী বললেন মমতা?
ইতিমধ্যে এই ঘটনার হৃদয়বিদারক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে। ভাইরাল হওয়া ভিডিওয় এক মহিলা দাবি করছেন, 'আমি এবং আমার স্বামী একটা জায়গায় বসে ভেলপুরী খাচ্ছিলাম। ঠিক তখনই কয়েকজন সন্ত্রাসবাদী আমাদের কাছে আসেন। আমাদের দিকে তাকায় এবং বলে যে আমাদের দেখে মুসলিম বলে মনে হচ্ছে না। এদের মেরে ফেলো। এই কথাটা বলা মাত্রই ওরা আমার স্বামীকে গুলি মেরে দেয়।' অপর একজন মহিলা কাঁদতে কাঁদতে বলছেন, 'দয়া করে আমাকে সাহায্য করুন। এঁর শরীরে গুলি লেগেছে।' প্রসঙ্গত, সন্ত্রাসবাদীদের গুলিতে ওই মহিলার স্বামী আহত হয়েছেন। আশা করা হচ্চে, যতটা দ্রুত সম্ভব ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi) এই ঘটনার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ গ্রহণ করবেন।