Advertisment

অভিষেকেই শতরান করেছিলেন, তিনিই এবার করোনায় আক্রান্ত

একদিনের থেকে অবশ্য টেস্ট ক্রিকেটে অনেকটাই সফল তিনি। ৮৩ ইনিংসে তাঁর সংগ্রহে ২৬৯৩ রান। হাফ সেঞ্চুরি ও সেঞ্চুরি হাঁকিয়েছেন যথাক্রমে ১৪ ও ৭টি। ব্যাটিং গড় ৩৭.৯৮।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

পাকিস্তানের প্রাক্তন তারকা ক্রিকেটার তৌফিক উমর করোনা পরীক্ষায় পজিটিভ ধরা পড়লেন। জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে পাক তারকা জানালেন, "গতকাল শরীর খারাপ থাকায়, করোনা টেস্ট করিয়েছিলাম। সেই পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। বাড়ির মধ্যেই আপাতত নিজেকে আইসোলেট করে রেখেছি। সবাইকে অনুরোধ করছি আমার আরোগ্য কামনা করার জন্য।"

Advertisment

জানা গিয়েছে, উমরের মধ্যে সংক্রমণের লক্ষণ থাকায় শনিবারেই করোনা টেস্ট করার সিদ্ধান্ত নেন। পজিটিভ আসায় আপাতত তিনি ঘরের মধ্যেই নিজেকে আইসোলেশন করেছেন।

৫০ বছর বয়সী পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার জাফর সরফরাজ গত মাসেই করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। তারপর দ্বিতীয় পাক ক্রিকেটার হিসেবে করোনা আক্রান্ত হলেন তৌফিক উমর।

বাকি ক্রিকেট বিশ্বে যে দুজন করোনায় পজিটিভ তাঁরা হলেন স্কটল্যান্ডের মজিদ হক এবং দক্ষিণ আফ্রিকার সলো এনকুইনি।

পাকিস্তান তারকা তৌফিক উমর লাহোরে জন্মগ্রহণ করেন। পাক দলের জার্সিতে ৪৪টি টেস্ট ও ২২টি ওডিআই খেলেছেন। ২০০১ সালে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। একদিনের ক্রিকেটে খুব একটা বেশি সফল হননি তিনি। ২২ ইনিংসে তাঁর সংগ্রহে মাত্র ৫০৪ রান। তিনটে হাফসেঞ্চুরি সহ তাঁর ব্যাটিং গড় ২৪।

একদিনের থেকে অবশ্য টেস্ট ক্রিকেটে অনেকটাই সফল তিনি। ৮৩ ইনিংসে তাঁর সংগ্রহে ২৬৯৩ রান। হাফ সেঞ্চুরি ও সেঞ্চুরি হাঁকিয়েছেন যথাক্রমে ১৪ ও ৭টি। ব্যাটিং গড় ৩৭.৯৮।

বাংলাদেশের বিপক্ষে টেস্ট অভিষেকেই শতরান করেছিলেন তিনি। বিশ্বের অষ্টম ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি গড়েন তিনি। ২০১১ সালের অক্টোবরে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিশতরান হাঁকান সপ্তম পাক ব্যাটসম্যান হিসেবে। ২০১৪ সালে শেষ বার আন্তর্জাতিক ম্যাচে খেলেছিলেন তিনি।

corona Pakistan Cricket
Advertisment