New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/01/Pak-PM-Imran-Khans-Message-For-Virat-Kohli.jpg)
পাক প্রধানমন্ত্রী কী বললেন ভারত অধিনায়ককে? (ছবি-টুইটার)
মঙ্গলবার ভারত অধিনায়ক ও তাঁর টিমের জন্য বিশেষ বার্তা এল প্রতিবেশী রাষ্ট্র থেকে। বাইশ গজে ভারতের চির প্রতিদ্বন্দ্বী দেশের প্রধানমন্ত্রী টুইট করলেন বিরাটদের জন্য।
পাক প্রধানমন্ত্রী কী বললেন ভারত অধিনায়ককে? (ছবি-টুইটার)
সোমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-১ সিরিজ ছিনিয়ে নিয়েছে বিরাট কোহলির ইন্ডিয়া। ৭১ বছর পর ক্যাঙারুর দেশে সিরিজ জয়ের স্বাদ পেয়েছে কোহলি অ্যান্ড কোং। ভারত প্রথম এশিয়ান দল হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়ের নজির গড়েছে। শুভেচ্ছায় ভেসে যাচ্ছে ভারতীয় দল।
Congratulations to Virat Kohli and the Indian cricket team for the first ever win by a subcontinent team in a test series in Australia
— Imran Khan (@ImranKhanPTI) January 8, 2019
মঙ্গলবার ভারত অধিনায়ক ও তাঁর টিমের জন্য বিশেষ বার্তা এল প্রতিবেশী রাষ্ট্র থেকে। বাইশ গজে ভারতের চির প্রতিদ্বন্দ্বী দেশের প্রধানমন্ত্রী টুইট করলেন ভারতের জন্য। পাকিস্তানের প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান লিখলেন, ” বিরাট কোহলি ও ভারতীয় দলকে শুভেচ্ছা। উপমহাদেশের কোনও দল হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে এই টেস্ট সিরিজ জয় নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ।”
আরও পড়ুন: ইমরানের কাছে ভারত-পাক টেস্ট ফেরানোর আর্জি ইঞ্জিনিয়ারের
Congratulations to Team India for a historic series victory Down Under. One of the toughest tours in world cricket is a Test Series in Australia. It was a great effort and they kept Aussies under pressure throughout. #DownUnder #INDvAUS
— Shoaib Akhtar (@shoaib100mph) January 7, 2019
অন্যদিকে প্রাক্তন স্পিডস্টার শোয়েব আখতারও প্রশংসা করেছেন ভারতীয় দলের। তিনি লেখেন, “অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের এই সিরিজ জয় ঐতিহাসিক। বিশ্ব ক্রিকেটের অন্যতম কঠিন ট্যুরের মধ্যে একটা অস্ট্রেলিয়া সফর। ভারত শুরু থেকে অস্ট্রেলিয়াকে চাপে রেখেছিল। দুর্দান্ত প্রয়াস।”