Advertisment

শেষবেলায় হারিয়ে গেল সেই অমূল্য সম্পদই! কেঁদে ভাসালেন ওয়ার্নার, চোখে জল বিশ্বেরও

ভারাক্রান্ত হৃদয়ে নামবেন ওয়ার্নার

author-image
IE Bangla Sports Desk
New Update
david-warner

ডেভিড ওয়ার্নার (টুইটার)

বুধবার সিডনিতে খেলতে নামছেন ডেভিড ওয়ার্নার। শেষ টেস্ট। তারপর আর টেস্ট তো বটেই ওয়ানডেও আর কোনওদিন দেখা যাবে না বর্ণময় ক্রিকেটারকে। আবেগি ওয়ার্নার শেষ বেলায় মাঠে নামছেন। ঠিক তাঁর আগেই চুরি হয়ে গেল তাঁর ব্যাগপ্যাক। যে ব্যাগপ্যাকে রয়েছে তাঁর বহু কষ্টে অর্জিত ব্যাগি গ্রিন। অজি ক্রিকেট তো বটেই বিশ্বক্রিকেটেও যে ক্যাপ ঐতিহ্যবাহী।

Advertisment

আর বিদায়বেলায় সেই মূল্যবান সম্পদ হারিয়েই মুষড়ে পড়লেন ডেভিড ওয়ার্নার। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে সেই টুপি ফেরত দেওয়ার কাতর আর্জি জানালেন তারকা। ইন্সটা-ভিডিওয় বিধ্বংসী বাঁ হাতি লিখেছেন, "হাই, সকলে। ডেভিড ওয়ার্নার এখানে। একদম শেষ পন্থা হিসাবে এই মাধ্যম বেছে নিলাম। কয়েকদিন আগে আমাদের ব্যাগপত্তর কোয়ান্টাসে (অস্ট্রেলীয় বিমান) তোলা হয়েছিল।"

"আমরা সিসিটিভি ফুটেজ তন্নতন্ন করে খুঁজেছি। কিছু ব্লাউন্ড স্পট পেয়েছি। কোয়ে ওয়েস্ট হোটেলেও আমরা কথাবার্তা চালিয়েছি। যাঁদের আমরা ব্যাপক বিশ্বাস করি। ওঁরাও ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেছে। কেউ আমাদের রুমে আসেনি। তবে দুৰ্ভাগ্যের বিষয়, আমার লাগেজ থেকে ব্যাগ নিয়েছে। যেখানে আমার ব্যাগপ্যাক তো বটেই আমার মেয়েদের উপহার রয়েছে।"

"সেই ব্যাগপ্যাকের মধ্যে আমার ব্যাগি গ্রিন-ও রয়েছে। এটা আমার কাছে দারুণ আবেগের বিষয়। যেটা শেষবারের মত মাঠে নিয়ে হেঁটে যেতে চাই। যদি কারোর ব্যাগপ্যাক প্রয়োজন, আমার কাছে আরও একটা অতিরিক্ত রয়েছে। কোনও আইনি সমস্যায় পড়তে হবে না। ক্রিকেট অস্ট্রেলিয়া কিংবা আমার সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ করুন। যদি আমি ব্যাগিগ্রিন ফেরত পাই, তাহলে আমি সানন্দে সেই ব্যাগপ্যাক উপহার দেব। ধন্যবাদ।"

বর্ষীয়ান তারকা নিজের ১১২ তম এবং শেষ টেস্ট খেলতে নামছেন সিডনিতে, ঘরের মাঠে। ওয়ার্নারের শেষ টেস্টে অস্ট্রেলিয়া জিতলেই পাকিস্তান অজি মুলুকে হোয়াইটওয়াশের মুখে পড়বে।

আর এমন টেস্টের আগে পাকিস্তান অধিনায়ক শন মাসুদও ব্যাগি গ্রিনের জন্য গোটা অস্ট্রেলিয়া কুরে5 তন্নতন্ন করে তল্লাশি চালাতে বলেছেন। "অস্ট্রেলিয়া সরকারের তরফে গোটা দেশেই তল্লাশি চালানো দরকার। সেরা গোয়েন্দাদের এই উদ্ধার কাজে নামানো হোক। ওয়ার্নার ক্রিকেটের বড় দূত। এই সম্মান ওঁর প্রাপ্য। অসাধারণ এক কেরিয়ারের জন্য সমস্ত উদযাপন ওর হয়ে থাকুক। আশা করি ওঁরা ব্যাগিগ্রিন খুঁজে পাবে। এটা যে কোনও ক্রিকেটারের কাছেই দারুণ মর্যাদার বিষয়। আশা করি, ডেভিড ওয়ার্নার এটা ফেরত পাবেন।"

Cricket Australia Australia David Warner Australia Cricket Team
Advertisment