Advertisment

পাক ক্রিকেটে গৃহযুদ্ধ! টেস্টে শাহিন আফ্রিদি সরতেই বোমা ফাটানো প্রশ্ন ইউনিস-আক্রমের

আক্রম টেস্টের থেকে টি-টোয়েন্টি ক্রিকেটকে প্রাধান্য দেওয়ায় শাহিনের সমালোচনা করেছেন

author-image
IE Bangla Sports Desk
New Update
Wasim Akram and Waqar Younis

শাহিন শাহ আফ্রিদি দাবি করেছেন, পাকিস্তান টিম ম্যানেজেমেন্টের অনুমতিতেই তিনি বিশ্রাম পেয়েছেন।

সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে বোলার শাহিন শাহ আফ্রিদি বিশ্রাম পাওয়ায় ক্ষুব্ধ প্রাক্তন পাক বোলার ওয়াসিম আক্রম ও ওয়াকার ইউনুস। তাঁরা এই বিশ্রামের সমালোচনা করেছেন। একইসঙ্গে প্রশ্ন তুলেছেন, টেস্ট ক্রিকেটের বদলে কেন টি২০ ক্রিকেটকে প্রাধান্য দিচ্ছেন পাকিস্তানের ফাস্ট বোলার? ফক্স ক্রিকেটে ওয়াসিম বলেছেন, 'এই (সিডনি টেস্ট)-এর পরপরই নিউজিল্যান্ডে পাঁচটি টি২০ ম্যাচ আছে। সেখানে শাহিনই অধিনায়ক থাকবেন। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটকে কে পাত্তা দেয়? আমি বুঝি, এটা বিনোদনের জন্য এবং এটা ক্রিকেট বোর্ডের আর্থিক লাভের জন্য, খেলোয়াড়দের জন্য, কিন্তু ক্রিকেটারদের জানা উচিত যে টেস্ট ক্রিকেটই আসল। ২০ বছর আগে সিডনির টেস্টের ব্যাপারে আমরা কথা বলি। কিন্তু, টি-টোয়েন্টিতে গতরাতে কী হয়েছিল, কেউ মনেই রাখে না। এটাই পার্থক্য। এটা ছেলেদের বুঝতে এবং শিখতে হবে। আপনি যদি খেলায় দুর্দান্ত হতে চান বা কোটিপতি হতে চান, আপনি দুটোই পারবেন। তবে, এজন্য আপনাকে একটু বেশি বুদ্ধি খরচ করতে হবে।'

Advertisment

আক্রমের কথার প্রতিধ্বনি শোনা গিয়েছে ওয়াকার ইউনুসের গলাতেও। তিনিও টি২০-র জন্য শাহিনের টেস্ট ম্যাচে অনুপস্থিতি নিয়ে বিদ্রূপ করেছেন। চ্যানেল ৭-এর সঙ্গে কথা বলতে গিয়ে ওয়াকার বলেন, 'আমরা টেস্ট ম্যাচ, ক্রিকেটের জন্য খেলি। আমরা টি-টোয়েন্টি বা ওয়ানডে ম্যাচ ক্রিকেটর জন্য খেলি না। সেই অবস্থায়, আপনি যদি টেস্ট ম্যাচে বিশ্রাম নিয়ে টি-টোয়েন্টি ক্রিকেট খেলেন, তার কারণটা আমার বোধগম্য হচ্ছে না। এটা আমার কাছে সত্যিকারের একটা বিরাট ধাক্কা। কারণ, আমি আশা করেছিলাম যে শাহিন শাহ আফ্রিদি এই টেস্ট ম্যাচ খেলবে।ন কারণ, আগের ম্যাচে তিনি ভালো খেলেছেন।'

আরও পড়ুন- কৃষ্ণকে বাদ দিল না ভারত! বাংলার পেসারকে নিয়ে একাধিক রদবদল রোহিতদের! চমক প্ৰথম ১১-য়

চ্যানেল ৭-কে দেওয়া সাক্ষাৎকারে ইউনুস আরও বলেন, 'তাঁকে আগেকার শাহিন শাহ আফ্রিদির মত দেখাচ্ছিল। তিনি ভালো গতিতে বল করেছেন। বল সুইংও করিয়েছেন।' তবে, প্রাক্তনরা যাই বলুন, শাহিন শাহ আফ্রিদি নিজে তাঁর তৃতীয় টেস্ট ম্যাচে বিশ্রামের সিদ্ধান্তকে সমর্থন করেছেন। তিনি জানিয়েছেন, পাকিস্তান টিম ম্যানেজেমেন্টের অনুমতিতেই তিনি বিশ্রাম নিয়েছেন। এই ব্যাপারে শাহিন শাহ আফ্রিদি জানান, টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তেই তিনি তৃতীয় টেস্ট ম্যাচে বিশ্রাম পেয়েছেন। এই ব্যাপারে চ্যানেল ৭-কে দেওয়া সাক্ষাৎকারে আফ্রিদি বলেন, 'আমি দুটি ম্যাচ খেলেছি এবং সত্যি বলতে অনেকগুলো ওভার। ওরা শুধু আমার ওপর চাপ কমাতে এই সিদ্ধান্ত নিয়েছে। মেডিকেল টিম এবং টিম ম্যানেজমেন্ট আমাকে এই (টেস্ট) ম্যাচে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।'

pakistan Test cricket Pakistan Cricket Pakistan Cricket Team Shaheen Afridi
Advertisment