Pakistan vs bangladesh first test, Shan Masood: বাংলাদেশের বিরুদ্ধে ১ম টেস্টে বিতর্কিত আউট হলেন পাকিস্তানের অধিনায়ক শন মাসুদ। তৃতীয় আম্পায়ার আউট দেওয়ার পর মাসুদকে ক্ষিপ্ত হয়ে উঠতেও দেখা গিয়েছে। বুধবার, ২১ আগস্ট বাংলাদেশের বিপক্ষে ১ম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে আউট হন পাকিস্তানের টেস্ট অধিনায়ক। ম্যাচের সপ্তম ওভারে ব্যাট করতে নেমে বাঁ-হাতি ফাস্ট বোলার শরিফুল ইসলামের বলে মাসুদের ক্যাচ পড়ে যায়। মাঠের আম্পায়ার যখন মাসুদকে নটআউট বলে রায় দেন তখন সিদ্ধান্ত রিভিউ সিস্টেমের সাহায্য চান বাংলাদেশিরা। রিভিউ সিস্টেমে মাসুদকে আউট বলে জানানো হয়।
Advertisment
আবদুল্লাহ শফিকের আউটের পর মাসুদ নেমেছিলেন। কিন্তু, তিনি শরিফুল ইসলামের ইনসুইঙ্গারের পর ক্রিজ ছাড়তে বাধ্য হন। বলটি মাসুদের পাসের সময় প্যাড কাছাকাছিই ছিল। গোটা বাংলাদেশ দল মাসুদ আউট বলে দাবি জানায়।
মাঠের আম্পায়ার এটাকে নটআউট বললে বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম ডিআরএস রিভিউ দাবি করেন। থার্ড আম্পায়ার মাইকেল গফ, ফুটেজে দেখেন যে বল প্যাড ছুঁয়ে উইকেটরক্ষকের হাতে চলে গেছে। মাসুদ মনে করেছিলেন যে তিনি বেঁচে গিয়েছেন। কিন্তু, গফ বাংলাদেশ দলের পক্ষেই সিদ্ধান্ত ঘোষণা করেন।
ক্রিজ ছেড়ে যাওয়ার সময় মাসুদ ক্ষোভে ফেটে পড়েন। সেই সময় দর্শকরাও বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। তাঁরা বুঝতে পারছিলেন না কেন, তৃতীয় আম্পায়ার মাসুদকে আউট দিলেন। কারণ, বলটা প্যাডে লাগলেও তা ছিল অফ স্টাম্পের বাইরে। সেই বল প্যাডে লাগায় মাসুদ কীভাবে এলবিডব্লিউ হন, সেটাই দর্শকরা বুঝতে পারেননি।
মাসুদ আউট হওয়ার পর, বাবর আজম ব্যাট করতে মাঠে নামেন। কিন্তু, তিনিও শূন্য রানেই প্যাভেলিয়নে ফিরে যান। এভাবে পরপর উইকেট হারিয়ে সবুজাভ পিচের রাওয়ালপিন্ডির পিচে পাকিস্তান রীতিমতো বিভ্রান্ত হয়ে পড়ে। ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে পাকিস্তানের রান গিয়ে দাঁড়ায় ৫১।