Advertisment

Pakistan vs Bangladesh test: রিজওয়ানকে নিশ্চিত দ্বিশতরানে বাধা পাক ক্যাপ্টেনের! বাংলাদেশ টেস্টে বেনজির ঘটনা পিন্ডিতে, কোন্দল প্রকাশ্যে?

Pakistan vs Bangladesh 1st Test: বাংলাদেশের বিরুদ্ধেই পাকিস্তানের ঘরোয়া কোন্দলের অভিযোগ, বড় ঘটনা এবার প্রকাশ্যে, দেখুন কী হল

author-image
IE Bangla Sports Desk
New Update
Pakistan, Bangladesh, পাকিস্তান, বাংলাদেশ,

Pakistan-Bangladesh: কেন তাঁকে দ্বিশতরান থেকে বঞ্চিত করা হল, রিজওয়ান নিজেও জানেন না। (ছবি- টুইটার)

Pakistan vs Bangladesh test series: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম ইনিংসে পাকিস্তান দল ৬ উইকেটে ৪৪৮ রান করেছে। এর পরে দলের অধিনায়ক শান মাসুদ ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছেন। প্রথম ইনিংসে দলের ব্যাটসম্যান মহম্মদ রিজওয়ান তাঁর ডাবল সেঞ্চুরির কাছাকাছি এসেও তা সম্পূর্ণ করতে পারলেন না। রিজওয়ান যেভাবে খেলছিলেন, তাতে তিনি ডাবল সেঞ্চুরি করতে পারতেন। এমনটাই আশা করা হয়েছিল। কিন্তু, পাকিস্তান টিম ম্যানেজমেন্ট যে কেন রিজওয়ানকে দ্বিশতরান করতে দিল না, সেই সিদ্ধান্ত অনেকেরই বোধগম্য হয়নি।

Advertisment

১৭১ রানের অপরাজিত ইনিংস খেলেন রিজওয়ান, সেঞ্চুরি করেন সৌদ শাকিলও।

এই ম্যাচে পাকিস্তানের শুরুটা খুব খারাপ হয়েছিল এবং প্রথম ইনিংসে এই দলটি ঘরের মাঠে মাত্র ১৬ রানে প্রথম ৩ উইকেট হারিয়েছিল। কিন্তু, তারপরেও সৌদ শাকিলের সেঞ্চুরি এবং রিজওয়ানের অপরাজিত সেঞ্চুরির ভিত্তিতে পাকিস্তান বড় রানের পাহাড় গড়তে সক্ষম হয়েছে। ম্যাচে একটি শক্তিশালী জায়গায় পাকিস্তানকে পৌঁছে দিয়েছে। এই ম্যাচে সৌদ শাকিল ১৪১ রান করেছেন। এটি টেস্ট ক্রিকেটে তাঁর তৃতীয় সেঞ্চুরি। রিজওয়ান অপরাজিত সেঞ্চুরি করেছেন। তাঁরও এটি টেস্ট ক্রিকেটে তৃতীয় সেঞ্চুরি।

এই ম্যাচে মহম্মদ রিজওয়ান ২৩৯ বলে ৩টি ছক্কা ও ১১টি চারের সাহায্যে ১৭১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। মাত্র ২৯ রানের জন্য তিনি তাঁর ডাবল সেঞ্চুরি পূরণ করতে পারেননি। এই ম্যাচে, রিজওয়ান এবং শাকিল মিলে পঞ্চম উইকেটে ২৪০ রানের পার্টনারশিপ গড়ে তুলেছে। যা টেস্ট ক্রিকেটে পাকিস্তানের পঞ্চম উইকেটে পঞ্চম সর্বোচ্চ জুটি। এই ম্যাচের প্রথম ইনিংসে বাবর আজম শূন্য রানে আউট হন এবং সাইম আইয়ুব ৫৬ রানের ইনিংস খেলেন।

আরও পড়ুন- কমেডি ফিল্ডিং বাংলাদেশের, টেস্টে দৌড়ে চার রান নিল পাকিস্তানের শাকিল-রিজওয়ান, দেখুন হাসির ভিডিও

শাহিন আফ্রিদি ২৯ রানে অপরাজিত থাকেন এবং আগা সালমান করেন ১৯ রান। রাওয়ালপিন্ডির এই সবুজাভ পিচেই বাবর আজম পাকিস্তানের মাটিতে প্রথমবার কোনও টেস্ট ম্যাচে শূন্য রানে আউট হলেন। যা একদিক থেকে রেকর্ড বলা চলে। এমনিতে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বাবর আজম আইসিসির বিচারে বিশ্বসেরা ব্যাটসম্যান। কিন্তু, সম্প্রতি বেশ কিছুদিন ধরেই তিনি ফর্মে নেই।

Pakistan Cricket Team Bangladesh Cricket Team Test cricket Cricket News
Advertisment