Advertisment

Shan Masood-Jason Gillespie argument: অস্ট্রেলীয় কোচের সঙ্গে তুমুল তর্কাতর্কি পাক ক্যাপ্টেনের! বাংলাদেশ টেস্টে পাকিস্তানের কেলেঙ্কারি বেআব্রু, দেখুন ভিডিও

PAK vs BAN 1st Test: বাংলাদেশের সঙ্গে হারা ম্যাচেই পাকিস্তানের ভয়ঙ্কর কেলেঙ্কারি ফাঁস হল ভিডিওয়, দেখুন পুরো ভিডিও

author-image
IE Bangla Sports Desk
New Update
PAK, BAN, পাকিস্তান, বাংলাদেশ,

PAK-BAN: খারাপ ফিল্ডিং নিয়ে কোচের সঙ্গে তর্ক জুড়ে দেন পাকিস্তানের অধিনায়ক। (টুইটার)

Pakistan vs Bangladesh, Shan Masood, Jason Gillespie: খারাপ ফিল্ডিংয়ের জন্য কোচ দলের প্রধান কোচ জেসন গিলেস্পির সঙ্গে রীতিমতো তর্ক জুড়ে দিলেন পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ। বাবর আজম পাকিস্তান বনাম বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচে যেভাবে ক্যাচ ফেলেছেন, তাতে রীতিমতো ক্ষুব্ধ পাকিস্তানের টেস্ট অধিনায়ক। ঘটনার সময় বাংলাদেশের ব্যাটার মুশফিকুর রহিম ১৫০ রানে ব্যাট করছিলেন। তখন লেগ স্লিপে ছিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। সেই সময়ই আজম ফেলে দেন মুশফিকুর রহিমের ওই সহজ ক্যাচ। এতেই রেগে যান পাকিস্তানের অধিনায়ক। তাঁকে পরে পাকিস্তান জাতীয় দলের প্রধান কোচ জেসন গিলেস্পির সঙ্গে বিতর্ক করতে দেখা যায়।

Advertisment

এমনিতে পাকিস্তান ক্রিকেট দলের খেলোয়াড়দের মাঠে এবং মাঠের বাইরে তর্কাতর্কি এবং উত্তপ্ত বাক বিতণ্ডায় জড়ানোর কুখ্যাতি আছে। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে প্রথম টেস্ট ম্যাচ চলাকালীন একটি সাম্প্রতিক ঘটনায়, তা যেন ফের সামনে এল। পাকিস্তান টেস্ট দলের অধিনায়ক শান মাসুদের সঙ্গে তাদের প্রধান কোচ, প্রাক্তন অস্ট্রেলিয়ান পেসার জেসন গিলেস্পির এই রেগে কথা বলা এবং উত্তপ্ত বিতর্ক স্বভাবতই গোটা বিশ্বের নজর কেড়েছে।

এমনিতে পাকিস্তান দল এই ম্যাচে মাঠে বেশ কয়েকটি সহজ ক্যাচ ফেলে দিয়েছে। অভিযোগ উঠেছে, এর ফলেই নাকি প্রথম টেস্ট ম্যাচের চতুর্থ দিনে পাঁচ বাংলাদেশি ব্যাটসম্যান অর্ধশতক করতে পেরেছেন। পাকিস্তান দল তাদের দুর্বল ফিল্ডিং পারফরম্যান্সের জন্য এই কারণে যথারীতি ট্রোলড হয়েছে। শুধু ক্যাচ ফেলাই নয়। এই ম্যাচে পাকিস্তানের খেলোয়াড়রা বেশ কিছু হাস্যকর মিস ফিল্ডিংও করেছেন।

ভিডিওতে দেখা গিয়েছে, মাসুদ যখন প্রধান কোচ জেসন গিলেস্পির সঙ্গে তুমুল তর্কবিতর্ক করছেন, সেই সময় গিলেস্পি শান্ত ছিলেন এবং কার্যত চুপ করেই মাসুদের কথা শুনছিলেন। প্রকাশিত একটি ভিডিওতে, বাবরকে লেগ স্লিপ পজিশনে ফিল্ডিং করার সময় সাধারণ মানের ক্যাচটি ফেলে দেওয়ার পর বোকার মত হাসতেও দেখা গিয়েছে।

বাবর আজম বর্তমানে তাঁর সাম্প্রতিক বাজে পারফরম্যান্সের জন্য সমালোচিত হচ্ছেন। প্রথম টেস্টের প্রথম ইনিংসেও বাংলাদেশের বিপক্ষে শূন্য রানে আউট হন আজম। শরিফুলের বলে বাবর ব্যাট দিয়ে আঘাত করার পর তা লেগ সাইডে চলে যাওয়ায় লিটন দাস ঝাঁপিয়ে অসাধারণ ক্যাচ নিয়েছেন। তারপরও পাকিস্তান ৬ উইকেট হারিয়ে ৪৪৮ রান করেছে। পাকিস্তান ডিক্লেয়ার করার পর তাদের খারাপ ফিল্ডিংয়ের ওপর ভরসা করে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ৫৬৫ রান তুলেছে। পেসার মহম্মদ আলির বলে আউট হওয়ার আগে মুশফিকুর রহিমের অসাধারণ পারফরম্যান্সের সুবাদে বাংলাদেশ ১১৭ রানের লিড নিয়েছে। মেহেদি হাসান মিরাজের সঙ্গে ষষ্ঠ উইকেটে ১৯৬ রানের রেকর্ড জুটিও গড়েছেন রহিম।

আরও পড়ুন- রিজওয়ানের মুখ ফাটাতে সজোরে বল থ্রো! জয়ের মঞ্চে নাটকীয় কীর্তি সাকিবের, তুলকালাম পাক-বাংলা ম্যাচে, দেখুন ভিডিও

ম্যাচের চতুর্থ দিনে পাকিস্তান এক উইকেট হারিয়ে ২৩ রান করেছে। যার ফলে লিড কমে ৯৪ রান হয়েছে। পাকিস্তান প্রথম টেস্ট ম্যাচের শেষ দিনে তাদের ব্যাটিং আবার শুরু করবে। ক্রিজে শান মাসুদ এবং আবদুল্লাহ শফিক যথাক্রমে ৯ এবং ১২ রানে অপরাজিত রয়েছেন।

Viral Video Test cricket Bangladesh Cricket Team Australia Cricket Team
Advertisment