Pakistan vs Bangladesh 1st Test, Babar Azam: বাংলাদেশের বিরুদ্ধে তাঁর কেরিয়ারের সর্বনিম্ন রান করলেন বাবর আজম। জীবনে প্রথমবার তিনি বাংলাদেশের বিরুদ্ধে শূন্য রানে আউট হলেন। পাকিস্তানের স্টার ব্যাটার দুই বল খেলে আউট হন। যা বুঝিয়ে দিল যে এই বিশ্বসেরা ব্যাটার আপাতত ফর্মে নেই। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের সবুজাভ ঘাসের পিচে বুধবার ১০ ওভারে তিন উইকেট হারিয়ে পাকিস্তান রীতিমতো চাপে পড়ে যায়।
টি২০ বিশ্বকাপ ক্রিকেটে ভয়াবহ ফলাফলের পর বুধবারই দু'মাস বাদে পাকিস্তান ক্রিকেট দল আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামল। প্রথম টেস্টের প্রথম দিন বৃষ্টিতে ম্যাচ ব্যাহত হয়। শুরু হয় দেরিতে। টস জিতে বল করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ককে পিচে আসার জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ৭ম ওভারের মধ্যেই তিনি মাঠে নেমে পড়েন। কারণ, ততক্ষণে আবদুল্লাহ শফিক ও অধিনায়ক শন মাসুদ আউট হয়ে গিয়েছিলেন।
এই দু'জনের আউট হয়ে যাওয়ায় রীতিমতো চাপে পড়ে যায় পাকিস্তান। দর্শকরা আশা করেছিলেন, এই পরিস্থিতিতে বাবর আজম পাকিস্তানকে উদ্ধার করবেন। কিন্তু, দুই বল খেলেই বাবর শূন্য রানে আউট হয়ে যাওয়ায় পাকিস্তান সমর্থকদের সেই আশায় ছাই পড়ে। শরিফুল ইসলামের লেগ সাইডে নীচু হয়ে আসা আসা বল বাবরের ব্যাট ছুঁয়ে উইকেটরক্ষক লিটন দাসের হাতে পৌঁছয়। লিটন ঝাঁপ দিয়ে দুর্দান্ত ক্যাচ নিয়েছেন।
২০২৩ বিশ্বকাপ ক্রিকেট থেকেই বাবরের পারফরম্যান্স বেশ খারাপ। তারই মধ্যে বুধবার তিনি সর্বনিম্ন রান করলেন। ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের পর পাকিস্তানের অস্ট্রেলিয়া সফর এবং ২০২৪ টি২০ বিশ্বকাপ, সবেতেই বাবরের ধারাবাহিক ব্যর্থ ব্যাটিংয়ের ধারা অব্যাহত থাকল। তবে, ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে বাবর কখনও শূন্য করেননি। এবার, সেটাও তাঁর কেরিয়ারে জুড়ে গেল।
এই টেস্ট ম্যাচ ঘরের মাঠে বাবরের ১৪তম। বুধবার খেললেন ঘরের মাঠে ২৪তম টেস্ট ইনিংস। গত তিনবছরে অনেক দলের সঙ্গে পাকিস্তান টেস্ট খেলেছে। কিন্তু, বাবর কখনও শূন্য রানে আউট হননি। দেশে তো নয়ই, বিদেশেও। তবে, তাঁর টেস্ট কেরিয়ারে অবশ্য বাবর আজম প্রথমবার শূন্য রানে আউট হলেন না। এটা তাঁর নবম বার। এর আগে বাবর আজম শেষবার শূন্যরানে আউট হয়েছিলেন ২০২১ সালের এপ্রিলে, জিম্বাবুয়ের বিরুদ্ধে হারারেতে।
বাবর যে নয় বার শূন্য রানে আউট হয়েছেন, তার মধ্যে দু'বার আউট হয়েছেন সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE)। দু'বার শূন্য রানে আউট হয়েছেন ওয়েস্ট ইন্ডিজে। এছাড়াও শূন্যরানে আউট হয়েছেন জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়ায়। আর, এবার সেই তালিকায় জুড়ল পাকিস্তানের নামও।