Advertisment

PAK vs BAN 1st test: কমেডি ফিল্ডিং বাংলাদেশের, টেস্টে দৌড়ে চার রান নিল পাকিস্তানের শাকিল-রিজওয়ান, দেখুন হাসির ভিডিও

Pakistan vs Bangladesh 1st Test: বাংলাদেশ একসময় বাগে পেয়েছিল পাকিস্তানকে। ১৬ রান তোলার ফাঁকেই তিন উইকেট খুঁইয়ে ফেলে পাকিস্তান। তবে প্রথমে শাকিল-সায়ুম আয়ুব সেই বিপর্যয় রোধ করেন। পরবর্তীতে শাকিল-রিজওয়ান মিলে ২৪০ রানের পার্টনারশিপ পাকিস্তানকে শক্তপোক্ত জায়গায় পৌঁছে দেয়।

author-image
IE Bangla Sports Desk
New Update
Pakistan vs Bangladesh

PAK vs BAN 1st test: চার রান দৌড়ে পূরণ করেন দুই পাকিস্তানি ব্যাটার (টুইটার)

Pakistan vs Bangladesh test series: রাওয়ালপিন্ডিতে পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচে দেখা গেল অভিনব দৃশ্য। বাংলাদেশের ফিল্ডিং বেআব্রু করে দিয়ে দৌড়ে চার রান নিলেন ক্রিজে থাকা দুই পাক ব্যাটার মহম্মদ রিজওয়ান এবং সাউদ শাকিল। পাকিস্তান ইনিংসের ৪৯তম ওভারের ঘটনা। বাংলাদেশি স্পিডস্টার নাহিদ রানা ১৪৭.৬ কিমি গতিতে বল করেছিলেন। সেই বল সোজা ড্রাইভ করেন শাকিল। মিড অফের দিকে। ডাইভ দিয়ে বল বাঁচানোর চেষ্টা করেন ফিল্ডার শরিফুল ইসলাম।

Advertisment

বল সোজা বাউন্ডারি লাইনের দিকে এগোতে থাকায় বাংলাদেশি ফিল্ডাররা ধরেই নিয়েছিলেন নিশ্চিত লাইন পেরিয়ে যাবে বল। তা হয়নি। বল শরিফুলের হাতে লাগায় স্লো হয়ে পড়ে। তাই বাউন্ডারি লাইন পেরোনোর আগেই থেমে যায় বল। মিড অন থেকে বল চেজ করেছিলেন ক্যাপ্টেন নাজমুল শান্ত। তবে তিনি যতক্ষণে বলের কাছে পৌঁছন, তার আগেই শাকিল এবং রিজওয়ান দৌড়ে চার রান পূর্ণ করে নেন।

ষষ্ঠ উইকেটে পাকিস্তান পুরোপুরি ব্যাকফুটে ঠেলে দেয় বাংলাদেশকে। সাউদ শাকিল এবং মহম্মদ রিজওয়ান দুজনেই সেঞ্চুরি পূর্ণ করে যান। দুজনে মিলে ২৪০ রানের পার্টনারশিপে পাকিস্তানকে চালকের আসনে বসিয়ে দেন।

টসে জিতে প্ৰথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলিংয়ের সামনে পাকিস্তান একসময় ১৬/৩ হয়ে গিয়েছিল। আব্দুল্লা শফিক, শান মাসুদ এবং বাবর আজম প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন। এরপরে হাফসেঞ্চুরিয়ন সায়ুম আয়ুবের সঙ্গে জুটি বেঁধে সাউদ শাকিল ৯৮ রানের পার্টনারশিপ গড়ে পাকিস্তানকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেন।

সায়ুম আয়ুব আউট হয়ে যাওয়ার পর ক্রিজে নামেন মহম্মদ রিজওয়ান। তারপর বাংলাদেশ বোলাররা কোণঠাসা হয়ে পড়েন। ১১৪/৪ অবস্থায় রিজওয়ান-শাকিলের পার্টনারশিপ শুরু হয়। দ্বিতীয় দিন শাকিল যখন আউট হন তখন পাকিস্তানের স্কোর ৩৫৪/৫।

তৃতীয় সেশনে পাকিস্তান স্কোরবোর্ডে ৪৪৮/৬ তোলার পর ডিক্লেয়ার করে দেয়। সাউদ শাকিল ১৪১ রানে আউট হয়ে গেলেও রিজওয়ান ২৩৯ বলে ১৭১ রানে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। শেষদিকে শাহিন আফ্রিদি ২৪ বলে ২৯ করে ওয়ানডের মেজাজে দলের স্কোর আরও বাড়িয়ে দেন। বাংলাদেশের হয়ে ওপেন করতে নেমেছেন সাদমান শফিক এবং জাকির হাসান। বাংলাদেশ দিনের শেষে পাঁচ ওভার ব্যাট করে স্কোরবোর্ডে ৮ রান যোগ করেছে।

Bangladesh pakistan Pakistan Cricket Bangladesh Cricket Bangladesh Cricket Team Pakistan Cricket Team
Advertisment