Advertisment

Ramiz Raja slams Pakistan: ভারতীয় কানেকশনেই বাংলাদেশ হারাল পাকিস্তানকে! বিরাট রহস্য ফাঁস করে তুলোধোনা রামিজ রাজার

Pakistan lose to Bangladesh: পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রাক্তন প্রধান রমিজ রাজা পাকিস্তানের পেসারদের দক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন এবং দুর্বল দল নির্বাচনের জন্য টিম ম্যানেজমেন্টের সমালোচনা করেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Bangladesh's Shoriful Islam, right, and teammate appeals successful dismissal of Pakistan's Shan Masood, center, during the first day of first cricket test match between Pakistan and Bangladesh, in Rawalpindi, Pakistan

বাংলাদেশের শরিফুল ইসলাম, ডান, এবং সতীর্থ পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে প্রথম ক্রিকেট টেস্ট ম্যাচের প্রথম দিনে পাকিস্তানের শান মাসুদকে কেন্দ্র করে সফলভাবে বরখাস্তের আবেদন করেছেন। (এপি)

Pakistan vs Bangladesh 1st Test, Ramiz Raja: রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের কাছে শোচনীয়ভাবে ১০ উইকেটে হার হজম করার পর পাকিস্তান দলকে একহাত নিলেন প্রাক্তন ক্রিকেটার রামিজ রাজা। বলে দিলেন দল নির্বাচন থেকে শুরু করে একাধিক বিষয়ে ভুল করেছে পাকিস্তান।

Advertisment

নিজের ইউটিউব চ্যানেলে রামিজ রাজা দলের হার বিশ্লেষণ করতে গিয়ে বলে দিয়েছেন, "প্রথমত দল নির্বাচনেই ভুল ছিল। স্পিনার ছাড়াই ওঁরা খেলতে নেমেছিল। দ্বিতীয়ত ফাস্ট বোলারদের নিয়ে আমাদের যে সুনাম ছিল সেটা খতম হয়ে গিয়েছে। এই বিপর্যয় অনেকটা আত্মবিশ্বাসে ধাক্কা দেবে। এর শুরুটা হয়েছিল এশিয়া কাপে। যখন ভারত সিমিং কন্ডিশনে আমাদের বোলারদের পেড়ে ফেলেছিল। তাই গোটা বিশ্বের কাছে বেআব্রু হয়েছিল যে পাক বোলারদের সামলানোর অস্ত্র একটাই, তা হল পাল্টা আক্রমণ করা।"

"ওঁদের গতি কমে গিয়েছে। স্কিল তো বটেই। বাংলাদেশের ফাস্ট বোলারদের বরং মনে হয়েছিল ওঁরা উইকেট তুলতে সক্ষম। অন্যদিকে, আমাদের বোলাররা নাটকবাজি করে গেল সারাক্ষণ। পাকিস্তানের যেহেতু পুরোদস্তুর একজন ফাস্ট বোলার নেই, তাই বাংলাদেশের ব্যাটারদেরও আমাদের ১২৫-১৩০ কিমির গতির পেসারদের সামলাতে সমস্যা হয়নি।"

Pakistan vs Bangladesh 1st Test: Shakib Al Hasan three wickets
রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে রোববার পাকিস্তানের উইকেট পতন উদযাপন করতে সাকিব আল হাসানকে ঘিরে জড়ো হয়েছেন বাংলাদেশের খেলোয়াড়রা। (এপি)

রামিজ রাজা পাকিস্তান ক্যাপ্টেন শান মাসুদের অধিনায়কত্ব এবং ব্যাটিং পারফরম্যান্স নিয়েও মুখ খুলেছেন। "শান মাসুদ এখন হারের মধ্যে দিয়ে যাচ্ছে। অস্ট্রেলিয়ায় পরিবেশ সবসময়ই কঠিন। আর পাকিস্তানের পক্ষে ওখানে সিরিজ জেতা অসম্ভব। কিন্তু এখন ওঁরা হোম কন্ডিশনে বাংলাদেশের মত টিমের কাছেও হারছে। কারণ ওঁরা কন্ডিশন বুঝতেই পারেনি।"

"ব্যাটাররা যেমন নিজেদের প্রয়োগ করতে ব্যর্থ হয়েছে, তেমন বোলাররাও ভয়াবহ ছিল।মাসুদকে শিগগিরই নিজের ব্যাটিং দক্ষতা বাড়াতে হবে। দেখাতে হবে যে ক্রিকেট সম্পর্কে ওঁর-ও কিছু ধারণা রয়েছে। ব্যাটিং নিয়ে ওঁকে খাটতে হবে। ও যে খারাপ অধিনায়ক, এমনটা নয়। তাই ও যদি বারবার শূন্য রানে আউটও হয় তাহলেও নিজের জায়গা ধরে রাখতে পারবে। কাউন্টিতে, পিএসএল-এ অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে ওঁর।"

"হার দলের মনোবলে চিড় ধরায়। কোনওভাবেই পাকিস্তানের এই সিরিজ হারা উচিত হবে না। এমনিতেই পাকিস্তান ক্রিকেট বর্তমানে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তারওপর সিরিজ হারলে ড্রেসিংরুমে টেনশন বাড়বে। অনেক সমালোচনার মুখোমুখি হতে হবে। অপ্রিয় প্রশ্ন উঠবে।"

২০২১-এ পাকিস্তান শেষবার ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় পেয়েছিল। তারপর নয় টেস্টে চারটে হার, পাঁচটি টেস্ট ড্র করেছে পাক বাহিনী। রামিজ রাজা বলেছেন, "গোটা দেশের কাছে ক্ষমা চাইছি। আশা করি আগামী টেস্টে আমরা ভালো ফলাফল করতে পারব।"

করাচিতে দ্বিতীয় টেস্ট খেলার কথা থাকলেও আগামী চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নির্মাণ কাজ চলছে ন্যাশনাল স্টেডিয়ামে। তাই দ্বিতীয় টেস্টও করাচির বদলে হবে রাওয়ালপিন্ডিতে।

Bangladesh Bangladesh Cricket pakistan Pakistan Cricket Team Bangladesh Cricket Team Pakistan Cricket
Advertisment