Advertisment

Ben Stokes dismissal: ব্যাট হারিয়ে স্ট্যাম্পড স্টোকস! পাকিস্তানের মাটিতে অভূতপূর্ব আউটের শিকার তারকা, দেখুন ভিডিও

Ben Stokes stumped: পাকিস্তান স্পিন অস্ত্রে মুলতান টেস্টে ধরাশায়ী করেছে ইংল্যান্ডকে। নোমান আলি এবং সাজিদ খানের ঘূর্ণির জবাব ছিল না ইংরেজদের কাছে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Ben Stokes Stumped, বেন স্টোকস

PAK-ENG: স্ট্যাম্পড আউট হয়েছেন বেন স্টোকস (টুইটার)

Pakistan vs England 2nd Test: মুলতানে দ্বিতীয় টেস্টে ১৫২ রানের বিরাট ব্যবধানে জয় পেয়েছে পাকিস্তান। ২৯৭ রানের টার্গেট চেজ করতে নেমে ইংল্যান্ড ধসে গিয়েছে মাত্র ১৪৫ রানে। তবে ইংরেজদের হয়ে মরণপন লড়াই চালিয়ে যাচ্ছিলেন বেন স্টোকস।

Advertisment

চোট সারিয়ে প্রত্যাবর্তনের পর তিনি মুলতানে খেলতে নেমে দলের নিশ্চিত পরাজয়ের মুখে ৩৭ রানে ইনিংস আগলে রেখেছিলেন। একশোর বেশি স্ট্রাইক রেট সমেত। তবে স্টোকস অদ্ভুত আউটের শিকার হলেন শুক্রবার।

শরীরের ব্যালান্স হারিয়ে ব্যাট হাঁকাতে গিয়ে ছুড়ে দিয়ে স্ট্যাম্পড আউট হন। নোমান আলিকে এগিয়ে এসে ছক্কা হাঁকাতে গিয়েছিলেন। তবে বলের ঘূর্ণির আঁচ করতে ব্যর্থ হন। আর স্টেপ আউট করার ঠিক পরেই দৈহিক ভারসাম্য হারিয়ে ফেলেন।

সেই সময় ব্যাটের সুইংয়ে তিনি ক্রিজে টিকে থাকলেও ব্যাট গিয়ে পড়ে বহুদূরে। ক্রিজের বাইরে চলে আসায় এবং ব্যাট হারিয়ে ফেলায় সময়ের মধ্যে ক্রিজে আর ফেরত যেতে পারেননি। পাক কিপার মহম্মদ রিজওয়ান তাঁকে সটান স্ট্যাম্পড করে দেন। পাক উইকেটরক্ষক যেন তক্কে তক্কে ছিলেন। ক্রিজের বাইরে বেরিয়ে যাওয়া তারকাকে দ্রুত স্ট্যাম্পড করতে তাই তাঁর সমস্যা হয়নি।

স্টোকস আউট হওয়ার পরে পাকিস্তান ১২৫/৭ হয়ে যায়। জয়ের জন্য তখনও ইংল্যান্ড টার্গেট থেকে ১৭২ রানে পিছিয়ে ছিল। চোটের কারণে দীর্ঘদিন ইংল্যান্ডের টেস্ট দলের বাইরে ছিলেন। শ্রীলঙ্কা সিরিজে খেলতে পারেননি।

পাকিস্তান মুলতানে দ্বিতীয় টেস্টে একের পর এক নামি তারকাকে বাদ দিয়ে খেলতে নেমেছিল। নাসিম শাহ, শাহিন আফ্রিদি তো বটেই বাবর আজমকে বাদ দিতে দ্বিধা করেনি পাক ম্যানেজমেন্ট। সেই সিদ্ধান্ত যে নির্ভুল ছিল তা এই টেস্টেই প্রমাণিত হয়েছে। দীর্ঘ সাড়ে তিন বছর পর পাকিস্তান ঘরের মাঠে কোনও টেস্ট ম্যাচ জিততে সমর্থ হল।

বাবর আজমের বদলি হিসাবে মুলতান টেস্টে খেলতে নামা কামরান ঘুলাম অভিষেক টেস্টেই শতরান করে যান। চিরায়ত পেস আক্রমণের বদলে অনভিজ্ঞ নোমান আলি-সাজিদ খানের স্পিন শেষ পর্যন্ত পাকিস্তানের জয়ে শীলমোহর ফেলে দেয়। দুই স্পিনারই বিপক্ষের ২০ উইকেট দখল করে।

Ben Stokes England Pakistan Cricket England Cricket Team Pakistan Cricket Team
Advertisment