Advertisment

PAK vs ENG: ৫০০ তুলেও ইনিংস হার! লজ্জার কুকীর্তিতে নতুন কলঙ্ক পাক ক্রিকেটের! এ লজ্জা কোথায় রাখবে

Pakistan vs England 1st Test Match Result: প্ৰথম ইনিংসে সাড়ে পাঁচশো তুলেও বাঁচতে পারল না পাকিস্তান। ইংল্যান্ডের বিপক্ষে সহ্য করতে হল ইনিংসে পরাজয়।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Pakistan vs England:

Pakistan vs England: পাকিস্তানকে শোচনীয়ভাবে হারাল ইংল্যান্ড (টুইটার)

পাকিস্তান: ৫৫৬ এবং ২২০ ইংল্যান্ড: ৮২৩/৭

Advertisment

Pakistan Lose Test Against England After Scoring 500 Runs in 1st Innings: ঘরের মাঠে পাকিস্তান ক্রিকেটের লাঞ্ছনা অব্যাহত। বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর মুলতানে এবার প্ৰথম টেস্টেই কুৎসিত রেকর্ড গড়ে হারল পাকিস্তান। পিচের জায়গায় এক্সপ্রেসওয়ে বানিয়েও মিলল না রেহাই। প্ৰথম ইনিংসে ৫০০ প্লাস রান তুলেও হারতে হল পাক দলকে। তাও আবার ইনিংসে।

ইংল্যান্ড পাকিস্তানকে মুলতান টেস্টে হারাল ইনিংস এবং ৪৭ রানে। কোনও টেস্টে প্রথম ইনিংসে কোনও দল ৫০০ প্লাস স্কোর করেও ইনিংসে হার হজম করেছে। এমন ঘটনা আগে কখনও ঘটেনি। সেই অসাধ্য সাধনও করে ফেলল পাকিস্তান। ছুঁল কলঙ্কের মহানজির। পাকিস্তান এক্সপ্রেসওয়ে পিচে কোনওরকমে ৫৫৬ তুলেছিল।

তৃতীয় দিনের শেষেও ভাবা হচ্ছিল এই ম্যাচ ড্রয়ে গড়াবে, কিন্তু তারপরেও অবিশ্বাস্যভাবে এই টেস্ট জিতে ইতিহাস গড়ে ফেলল ইংল্যান্ড। কীভাবে? নিখুঁত বাজবলের প্রদর্শনীতে। পাকিস্তানের ৫৫৬ রানের জবাবে ইংল্যান্ড আসলে স্কোরবোর্ডে রান তুলেছে ওভার পিছু ৫-এরও বেশি। ৮২৩/৭ তোলার পরেই ইংল্যান্ড ইনিংস ডিক্লেয়ার করেছিল টেস্টের চতুর্থ দিনে। প্ৰথম ইনিংসে ২৬৭ রানে ইংল্যান্ড লিড নেওয়ার পরেও ভাবা যায়নি পাকিস্তান ইনিংসে হারবে।

তবে হাইরোডে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও বিপর্যয় পাকিস্তানের। চতুর্থ দিন খেলা শেষের আগেই ছয় উইকেট হারিয়ে ফেলেছিল পাক দল। স্কোরবোর্ডে ৮২ তোলার আগেই সাজঘরে ফিরে গিয়েছিলেন আব্দুল্লা শফিক, শন মাসুদ, বাবর আজম, সায়ুম আয়ুব, মহম্মদ রিজওয়ান। চতুর্থ দিনেই খেলা শেষ হয়ে যেতে পারত। সালমা আঘা এবং আমির জামাল হাল না ধরলে।

দুজনের ১০৯ রানের পার্টনারশিপে শেষমেশ ব্রেক থ্রু দেন জ্যাক লিচ। পঞ্চম দিন ফার্স্ট সেশনে এই ধাক্কা আর সামাল দিতে পারেনি পাকিস্তান। দ্রুতই ২২০ রানে অলআউট হয়ে গিয়ে নিজেদের লজ্জার হার নিশ্চিত করে পাকিস্তান। সালমা আঘা ৬৩ এবং শেষ পর্যন্ত ৫৫ রানে অপরাজিত থাকা আমির জামাল বাদে পাক ব্যাটিংয়ে বলার মত কিছু নেই।

প্রসঙ্গত, পাকিস্তানের হয়ে ফার্স্ট ইনিংসে সেঞ্চুরি করে গিয়েছিলেন ওপেনার আব্দুল্লা শফিক এবং ক্যাপ্টেন শন মাসুদ। জবাবে রেকর্ডের ফোয়ারা ছুটিয়ে দেয় ইংলিশ ব্যাটাররা। জো রুট ২৬২ এবং হ্যারি ব্রুক ৩১৭ করে যান। ঘটনাচক্রে, এশিয়ায় ১৯৭৬-এর পর এই প্ৰথমবার ইংল্যান্ড ইনিংসে টেস্ট জয়লাভ করল। আর কত নীচে নামবে পাকিস্তান ক্রিকেট, সেটাই এখন দেখার।

pakistan Test cricket Pakistan Cricket England Cricket Team Pakistan Cricket Team
Advertisment