/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/mitchell-santner.jpg)
Mitchell Santner Covid Positive: করোনায় আক্রান্ত স্যান্টনার (টুইটার)
New Zealand vs Pakistan 1st T20I: সামনেই আইপিএল, সামনেই বিশ্বকাপ। তার আগেই ফের করোনার প্রকোপ ক্রিকেট দুনিয়ায়। পাকিস্তানের বিরুদ্ধে প্ৰথম টি২০-তে করোনা আক্রান্ত হয়ে খেলতে পারবেন না মিচেল স্যান্টনার (Mitchell Santner)। অকল্যান্ডের ইডেন পার্কে শুক্রবার প্ৰথম টি২০-তে খেলতে নেমেছে পাকিস্তান এবং নিউজিল্যান্ড। সেই ম্যাচের আগেই ক্রিকেট বিশ্বকে দুঃসংবাদ ধাওয়া করল।
Mitchell Santner Test Covid Positive
ম্যাচের দিন সকালেই জানা যায় কিউই স্পিনার মিচেল স্যান্টনার করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার সকালেই করোনা টেস্টে পজিটিভ ধরা পড়েন তারকা। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, আগামী কয়েকদিন তারকাকে পর্যবেক্ষণে রাখা হবে। অকল্যান্ডে প্ৰথম টি২০-তে তিনি না থাকলেও রবিবার রাতে হ্যামিল্টনে দ্বিতীয় টি২০-তে তিনি নিজেই পাড়ি দেবেন। যেখানে তাঁর নিজের-ই বাড়ি।
Mitch Santner won’t travel to Eden Park this evening for the opening KFC T20I against Pakistan after testing positive for COVID earlier today. He will continue to be monitored over the coming days and will travel solo home to Hamilton. #NZvPAK
— BLACKCAPS (@BLACKCAPS) January 12, 2024
এই মুহূর্তে আইসোলেশনে রয়েছেন স্যান্টনার। নিউজিল্যান্ডের হয়ে তিন ফরম্যাটেই নিয়মিত তারকা মিচেল স্যান্টনার। টি২০ ফরম্যাটে ৬৪ ইনিংসে ৬১০ রান করেছেন, ১৬.৯৪ গড়ে। ৯৩ ম্যাচে তাঁর নামের পাশে রয়েছে ১০৫ উইকেট-ও।
করোনা হানায় প্রায় দু-বছর স্তব্ধ হয়ে গিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট। এতে ক্রিকেট অর্থনীতি ব্যাপক ধাক্কা খেয়েছিল। আইপিএল আয়োজন করতে হয়েছে প্রবল প্রতিকূলতাকে সঙ্গে নিয়ে। নতুন বছরে ফের একবার এই সংবাদ বুকে কাঁপুনি ধরিয়ে দিল ক্রিকেট বিশ্বের।