New Update
/indian-express-bangla/media/media_files/2025/02/18/3MuQ49XTCON84QmKat39.jpg)
চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে নামছে পাকিস্তান-নিউজিল্যান্ড Photograph: (টুইটার)
চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে নামছে পাকিস্তান-নিউজিল্যান্ড Photograph: (টুইটার)
১ ৯ তারিখেই বসছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। প্রথম ম্যাচেই মুখোমুখি নিউজিল্যান্ড এবং আয়োজক পাকিস্তান । তবে টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই ধাক্কা খেয়েছে কিউইরা । ওয়ার্ম আপ ম্যাচে রবিবার আফগানিস্তানের বিপক্ষে চোট পেয়ে পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছেন লকি ফার্গুসন। স্কোয়াডে তাঁর জায়গায় অন্তর্ভুক্ত করা হয়েছে কাইল জেমিসনকে যিনি শেষবার আন্তর্জাতিক ওয়ানডে খেলেছিলেন ২০২৩ -এর সেপ্টেম্বরে।
পাকিস্তান আবার শক্তি বাড়াতে চলেছে হ্যারিস রউফের জন্য। যিনি চোটের কারণে ঘরের মাঠে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে পারেননি।
পাকিস্তান এবং নিউজিল্যান্ড ম্যাচের বিস্তারিত
কখন কোথায় নামছে পাকিস্তান এবং নিউজিল্যান্ড: পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচ হবে বুধবার। দুপুর ২.৩০ থেকে। টস হবে ২ টায়। করাচির ন্যাশনাল স্টেডিয়ামের মাঠে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচ। ম্যাচ সরাসরি সম্প্রচারিত হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। লাইভ স্ট্রিম উপভোগ করা যাবে জিওহট স্টার-এ।
ওয়েদার আপডেটস: আবহাওয়া সূত্রে বলা হয়েছে ঝকঝকে রৌদ্রজ্জ্বল আবহাওয়া থাকবে। তাপমাত্রা ২ ০ -এর আশেপাশে থাকবে। দুই দলের জন্যই যা আদর্শ।
পিচ রিপোর্ট: করাচির ন্যাশনাল স্টেডিয়ামের পিচ বড় স্কোরের আদর্শ। ইনিংসের শুরুর দিকে পেসাররা কিছু সুবিধা পাবে । তবে ম্যাচ যত গড়াবে ততই ব্যাটসম্যানদের সহায়তা করবে পিচ। পিচ খারাপ হয়ে উঠলে স্পিনাররাও বাড়তি সুবিধা পাবেন।
পাকিস্তান বনাম নিউজিল্যান্ড পূর্ণ স্কোয়াড : পাকিস্তান: মহম্মদ রিজওয়ান, বাবর আজম, ফখর জামান, কামরান ঘুলাম, সৌদ শাকিল, তৈয়ব তাহির, ফাহিম আশরাফ , খুশদিল শাহ , সালমান আলি আগাহ, উসমান খান, আবরার আহমেদ, হ্যারিস রউফ, মহম্মদ হাসনাইন, নাসিম শাহ , শাহীন শাহ আফ্রিদি।
নিউজিল্যান্ড: মিচেল স্যান্টনার, মিচেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, কাইল জেমিসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারেল মিচেল, উইল ইয়ং, গ্লেন ফিলিপস, রাচীন রবীন্দ্র, নাথান স্মিথ, কেন উইলিয়ামসন, উইল ও রৌরকে, জ্যাকব ডাফি
পাকিস্তান সম্ভাব্য একাদশ: ফখর জামান, বাবর আজম, সৌদ শাকিল, মহম্মদ রিজওয়ান, সালমান আলী আগাহ , তৈয়ব তাহির, খুশদিল শাহ, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ , আবরার আহমেদ, হ্যারিস রউফ
নিউজিল্যান্ড সম্ভাব্য একাদশ: উইল ইয়ং, ডেভন কেনওয়ে, কেন উইলিয়ামসন, রচিন রবীন্দ্র, ড্যারেল মিচেল, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, নাথান স্মিথ, ম্যাট হেনরি, কাইল জেমিসন