পাকিস্তান দলের কোচ হবেন ড্যানি ড্যানিয়েলস! নীল-নায়িকার ভিডিওয় তোলপাড় ক্রিকেট দুনিয়া, দেখুন Sports: PAK vs NZ: commentator Bazid Khan dani daniels confusion adult star responds | Indian Express Bangla

পাকিস্তান দলের কোচ হবেন ড্যানি ড্যানিয়েলস! নীল-নায়িকার ভিডিওয় তোলপাড় ক্রিকেট দুনিয়া, দেখুন

প্রাপ্তবয়স্ক সিনেমার নায়িকা কি এবার পাকিস্তানের কোচ

পাকিস্তান দলের কোচ হবেন ড্যানি ড্যানিয়েলস! নীল-নায়িকার ভিডিওয় তোলপাড় ক্রিকেট দুনিয়া, দেখুন

এরকম ভাবে যে বিড়ম্বনায় পড়তে হবে, তা ভাবতেও পারেননি পাকিস্তানি ধারাভাষ্যকার বাজিদ খান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেলছে পাকিস্তান। সেই ম্যাচেই হঠাৎ নীল ছবির নায়িকা ড্যানি ড্যানিয়েলস আলোচনায় উঠে এলেন।

আসলে বাজিদ খানের সঙ্গেই সহ ধারাভাষ্যকার হিসাবে কমেন্ট্রি করছিলেন ড্যানি মরিসন। বাজিদ খান সতীর্থ মরিসনকে উল্লেখ করতে গিয়েই ভুল করে বসেন। ‘ড্যানি মরিসন’ উল্লেখ করতে গিয়ে হঠাৎ বলে দেন, ‘ড্যানি ড্যানিয়েলস’।

আরও পড়ুন: বিয়ে না করেই বান্ধবীর সঙ্গে সহবাস! সৌদিতে কড়া শাস্তিতে পড়তে পারেন রোনাল্ডো

দ্বিতীয় টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে আজাজ প্যাটেল এবং ম্যাট হেনরি সেই সময় শেষ উইকেটে ১০০ রানের পার্টনারশিপ গড়ে পাকিস্তানকে পাল্টা চাপ দিচ্ছিলেন। সেই সময়েই বাজিদ খান ‘মস্ত বড়’ ভুল করে বসেন। মরিসনের কথা বলতে গিয়েই মুখ ফস্কে বেরিয়ে যায় ড্যানি ড্যানিয়েলস।

এমন ভিডিও মুহূর্তের মধ্যেই ভাইরাল। সঙ্গেইসঙ্গেই লাখো লাখো ভিউ জমা হতে থাকে নেট দুনিয়ায়। তাঁকে নিয়ে এই হুল্লোড় নজর এড়ায়নি মার্কিন পর্ণ সিনেমার অভিনেত্রীরও। প্রবল হাসি ঠাট্টার জন্ম দিয়ে ড্যানি ড্যানিয়েলস আবার প্রতিক্রিয়াও জানান। সেই ঘটনাও ভাইরাল। ড্যানিয়েলস লেখেন, “আমাকে কোচের চেয়ারে বসিয়ে দেওয়া হোক।” এমন মন্তব্যের সঙ্গেই সেই ভাইরাল ভিডিও ক্লিপ জুড়ে দিয়েছেন ড্যানি।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Pak vs nz commentator bazid khan dani daniels confusion adult star responds

Next Story
এমবাপের হুমকিতে মাথা নত PSG-র! নেইমারকে ‘তাড়াতেই’ চলেছে মেসির ক্লাব