Babar Azam batting order demoted: য়ানডে বিশ্বকাপের পর কোনও কিছুই যেন ভালো যাচ্ছে না পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বাবর আজমের (Babar Azam)। বিশ্বকাপের পর তিনটি ফরম্যাটেই অধিনায়কত্ব হারিয়েছেন। এবার পিসিবির (PCB) তরফে আরও একটা ঝটকা দেওয়া হল তাঁকে। ব্যাটিং অর্ডারে তিনি জায়গা হারাতে চলেছেন। এমনটাই খবর। টি-টোয়েন্টিতে ওপেন করা বাবর আজমকে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ওপেনার হিসাবে দেখা যাবে না।
ওপেনিং পেতে পারেন সাইম আইয়ুব
পাকিস্তানি দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে একটি নতুন জুটি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার পথে। যেখানে বাবর আজমের পরিবর্তে তরুণ সাইম আইয়ুব এবং মোহাম্মদ রিজওয়ানকে ইনিংস শুরু করতে দেখা যাবে। অকল্যান্ড থেকে প্রাপ্ত প্রতিবেদনে বলা হয়েছে, নেট অনুশীলনে পাক টিম ম্যানেজমেন্ট সাইম ও রিজওয়ানকে নতুন বলে মহড়া নিতে দেখা গিয়েছে। বাবর ও ফখর জামান স্পিনারদের মোকাবিলা করেন। এর অর্থ স্পষ্ট। বাবর নিজের জায়গা হারাচ্ছেন।
আরও পড়ুন: ভারতের বিপক্ষে নামার আগেই ব্যাপক দুঃসংবাদের ঝটকা! দলের সেরা অস্ত্র-ই খেলবে না আফগানদের
পরিবর্তন চায় টিম ম্যানেজমেন্ট
বাবর ও রিজওয়ানের জুটি টি-টোয়েন্টি ফরম্যাটে সফল হলেও নতুন অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি, নতুন হাই পারফরম্যান্স কোচ ইয়াসির আরাফাত এবং দলের পরিচালক মহম্মদ হাফিজ নিউজিল্যান্ডের বিপক্ষে ১২ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের সিরিজে নতুন কিছু চেষ্টা করতে চান।
তিন নম্বরে নামতে পারেন বাবর আজম
দুবাইতে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় বাবর-রিজওয়ানের অপরাজিত ১৫০ রানের জুটির সৌজন্যে পাকিস্তান প্রথমবারের মতো কোনও বিশ্বকাপে ভারতকে পরাজিত করেছিল। বাবর এখন আর কোনও ফরম্যাটেই অধিনায়ক নন এবং দলের অন্দরের ব্যক্তিরা জানিয়েছেন যে বাবর তিন নম্বরে ব্যাট করতে প্রস্তুত। এই নিয়ে তার সঙ্গে কথা বলেছেন শাহিন আফ্রিদি ও হাফিজ।
নিউজিল্যান্ডও এনেছে নতুন কোচ
অ্যাডামস পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের বোলিং কোচ হচ্ছেন। নিউজিল্যান্ডের প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার আন্দ্রে অ্যাডামসকে ১২ জানুয়ারি থেকে পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য দলের বোলিং কোচ করা হয়েছে। অ্যাডামস পাঁচ ম্যাচের সিরিজের জন্য প্রধান কোচ গ্যারি স্টেডের দলে থাকবেন, যার মধ্যে ব্যাটিং কোচ লুক রঞ্চিও রয়েছেন।