Fakhar Zaman ruled out: প্ৰথম ম্যাচে বড়সড় ধাক্কা হজম করতে হয়েছে পাকিস্তানকে। নিউজিল্যান্ডের কাছে বিশাল ব্যবধানে চূর্ণ হয়েছে পাক বাহিনী। তারপরেই ভেসে এল আরও বড় দুঃসংবাদ। চোট পাওয়া ফখর জামান পুরো চ্যাম্পিয়ন্স ট্রফিতেই আর খেলতে পারবেন না।
করাচির ন্যাশনাল স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছিলেন। পাকিস্তানের এ স্পোর্টস-এর তরফে বলা হয়েছে, পুরো চ্যাম্পিয়ন্স ট্রফিতেই আর খেলতে পারবেন না তারকা পাকিস্তানি। আগামী রবিবার ভারত ম্যাচ খেলতে বাকি দলের সঙ্গে দুবাইয়ে যাচ্ছেন না তিনি।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শাহিন আফ্রিদির বলে উইল ইয়ং ড্রাইভ করেছিলেন। কভার দিয়ে সেই বল তাড়া করে বাউন্ডারি বাঁচানোর জন্য ছুটেছিলেন ফখর জামান। ডাইভ দিয়ে বাউন্ডারি বাঁচিয়ে বাবরের হাতে বল তুলেও দিয়েছিলেন। তবে তারপরেই মাটিতে বসে থাকা অবস্থায় নিজের লোয়ার ব্যাকে অস্বস্তি অনুভব করেন। ফখর জামান ইঙ্গিতে টিম ম্যানেজমেন্টকে বোঝান তাঁকে সম্ভবত মাঠ ছাড়তে হবে। ফিজিও আসার পর মাঠ ছেড়ে ড্রেসিংরুমে ফিরে গিয়েছিলেন কারোর সাহায্য ছাড়াই।
এরপরে মাঠে ফিরলেও বেশিক্ষণ থাকতে পারেননি। ফখর জামানের ইনজুরি বিষয়ে আপডেট দিতে গিয়ে পিসিবির তরফে লেখা হয়েছে, 'পেশিতে খিঁচ লাগার পর ফখরের অবস্থা পর্যালোচনা করা হচ্ছে। পরবর্তীতে আরও বিস্তারিত জানানো হবে।"
রান চেজ করার সময় তারকা ব্যাটার চার নম্বরে নেমেছিলেন। তবে কখনই সেরা ছন্দে ছিলেন না। কোনওরকমে ৪১ বলে ২৪ করেন। পাকিস্তানও ম্যাচ হেরে বসে ৬০ রানের ব্যবধানে। পাক প্রচারমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসির তরফে খুব শীঘ্রই ফখর জামানের রিপ্লেসমেন্টের ঘোষণা করে দেওয়া হবে।