/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/03/mohammad-hafeez.jpg)
পাকিস্তানের অর্থনৈতিক সঙ্কট চরম অবস্থায় পৌঁছে গিয়েছে। গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আয়ত্তের বাইরে চলে গিয়েছে। সাধারণ খাদ্যপণ্যের দামও আকাশছোঁয়া। এমন অবস্থায় দেশটির অপরাধমূলক কাজকর্মও ক্রমবর্ধমান। এমন অবস্থায় নিজের বাড়ি থেকেই বিশাল অঙ্কের বিদেশি মুদ্রা চুরি হয়ে গেল পাকিস্তানের তারকা অলরাউন্ডার মহম্মদ হাফিজের।
পাকিস্তানের জাতীয় দলের প্রাক্তন ক্যাপ্টেন চুরি চামারির শিকার হন চলতি মার্চের ৮ তারিখে। যাতে গোটা দেশের দুঃসময় আরও প্রকট হয়েছে। পাকিস্তানের একাধিক প্রচারমাধ্যমে বলা হয়েছে, ২০ হাজার ডলার বিদেশি মুদ্রা সঞ্চিত ছিল হাফিজের কাছে। পাকিস্তানের মুদ্রায় যার পরিমাণ ১৬ লক্ষ টাকা। সেই টাকাই চুরি করে নিয়ে গিয়েছে চোররা।
পাকিস্তান পুলিশের তরফে প্রাথমিক তদন্তে বলা হয়েছে, রবিবার রাতে হাফিজের বাড়ির তালা ভেঙে প্রবেশ করে চোররা। তারপরেই বিপুল পরিমাণ অর্থ নিয়ে চম্পট দেয় তাঁরা।
হাফিজের খুড়তুতো শ্বশুর শাহিদ প্রথমে পুলিশে অভিযোগ দায়ের করেন। অন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও হাফিজ বর্তমানে পিএসএলে নিয়মিত খেলেন। ২০১৮-য় টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর হাফিজ ওয়ানডেতে শেষ খেলেন ২০১৯-এর বিশ্বকাপে। তবে টি২০ ফরম্যাটে হাফিজকে নির্বাচকরা ডেকে নেন ২০২০-তে। প্রত্যাবর্তনেই চমক দেন তিনি। এক ক্যালেন্ডার বর্ষে সবথেকে বেশি রান করার কীর্তি অর্জন করেছিলেন।