Advertisment

Pakistan vs Bangladesh Test: ১৫ টাকায় টিকিট বিক্রির পর পাকিস্তান-বাংলাদেশ টেস্ট হবে দর্শকশূন্য! বড় আপডেট দিল পাক বোর্ড

Bangladesh tour to Pakistan: অগাস্টের ৩০ থেকে সেপ্টেম্বরের ৩ তারিখ পর্যন্ত হবে দ্বিতীয় টেস্ট। পিসিবি জানিয়ে দিয়েছে, দ্বিতীয় টেস্টের জন্য টিকিট বিক্রি তৎক্ষণাৎ বন্ধ করে দেওয়া হয়েছে। যে সমস্ত দর্শকরা টিকিট কিনেছেন, তাঁদের টাকা ফিরিয়ে দেওয়া হবে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Pakistan vs Bangladesh Series Empty stadium

Pakistan vs Bangladesh: পাকিস্তান সফরে দুটো টেস্ট খেলবে বাংলাদেশ (টুইটার)

PAK vs BAN 2nd Test: করাচিতে পাকিস্তানের বনাম বাংলাদেশের দ্বিতীয় টেস্টে কোনও দর্শক থাকবে না। এমনটাই জানিয়ে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। আসন্ন চ্যাম্পিয়ন্স লিগের জন্য ঢেলে সাজানো হচ্ছে করাচি ন্যাশনাল স্টেডিয়ামকে। সেই কারণেই দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Advertisment

পিসিবির তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, "ক্রিকেটে আমাদের প্যাশনেট দর্শকরা যে অবদান রাখে, তা আমরা জানি। আমাদের ক্রিকেটারদের অনুপ্রেরণা এবং মোটিভেশন জোগায়। তাই আমাদের সমর্থকদের স্বাস্থ্যের নিরাপত্তা আমাদের অগ্রাধিকারের মধ্যেই পড়ে। সমস্ত বিষয় সযত্নে বিবেচনা করে সবথেকে ঝুঁকিহীন অপশন থাকছে দর্শকশূন্য স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট আয়োজন করা।"

আরও পড়ুন: সিঙাড়ার চেয়েও কম দাম! ১৫ টাকায় মিলছে পাকিস্তান-বাংলাদেশ টেস্টের টিকিট, তাজ্জব সবাই

অগাস্টের ৩০ থেকে সেপ্টেম্বরের ৩ তারিখ পর্যন্ত হবে দ্বিতীয় টেস্ট। পিসিবি জানিয়ে দিয়েছে, দ্বিতীয় টেস্টের জন্য টিকিট বিক্রি তৎক্ষণাৎ বন্ধ করে দেওয়া হয়েছে। যে সমস্ত দর্শকরা টিকিট কিনেছেন, তাঁদের টাকা ফিরিয়ে দেওয়া হবে।

"যে দর্শকরা টিকিট কিনেছেন তাঁদের অর্থ পুরোপুরি রিফান্ড করে দেওয়া হবে। টিকিট কেনার সময় যে একাউন্ট ডিটেলস দেওয়া হয়েছিল, সেই একাউন্টে অর্থ যোগ করে দেওয়া হবে। এর জন্য ঘটা অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা দর্শকদের আশ্বস্ত করতে চাই যে স্টেডিয়াম নতুন করে ঢেলে সাজানোর পর তাঁদের খেলা দেখার অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হবে। আরও বেশি দর্শক বান্ধব এবং চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখে এই স্টেডিয়ামে পুনর্নির্মাণ করা হচ্ছে।" এমনটা জানানো হয়েছে পাক ক্রিকেট বোর্ডের বিবৃতিতে।

বাংলাদেশ সিরিজ শুরুর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছিল। যাতে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোলিংয়ের মুখে পড়ে পাক বোর্ড। গত সোমবার, পিসিবি ঘোষণা করেছিল যে টেস্ট ম্যাচের টিকিট অবিশ্বাস্যভাবে সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে। সবচেয়ে সস্তা টিকিটের দাম ভারতীয় মুদ্রায় মাত্র ১৫ টাকা।

পিসিবি এই ঘোষণাটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক টিকাটিপ্পনির জন্ম দেয়। নেটিজেনদের অনেকেই কটাক্ষের সুরে বলেছেন, ওই ১৫ টাকায় টিকিট দূর। ভারতে কেবল সিঙাড়া পাওয়া যায়। সেই জনপ্রিয় মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, ‘ইতনে কা তো ইধার এক সমোসা হি আতা হ্যায়।’

পাকিস্তান সফরে বাংলাদেশ দুটো টেস্ট খেলবে। ২১ তারিখ রাওয়ালপিন্ডিতে হবে প্রথম টেস্ট। চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসছে ফেব্রুয়ারির ১৯ তারিখে। ফাইনাল ৯ মার্চ।

Bangladesh pakistan Pakistan Cricket Bangladesh Cricket Bangladesh Cricket Team Pakistan Cricket Team
Advertisment