Advertisment

Babar Azam India experience: ভারতে আমাদের সমর্থক ভর্তি! ক্যাপ্টেন হয়েই বড় জিনিস খোলসা করলেন বাবর আজম

Babar Azam on playing on Indian soil : বাবর জানিয়েছেন, নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলার অভিজ্ঞতা অসাধারণ, "অন্য একটা ভাইব ছিল। গোটা স্টেডিয়াম হয়ে উঠেছিল নীল সমুদ্র। ভারতে খেললে প্রত্যাশা এমনই। অন্যান্য ভেন্যুতেও আমাদের জন্য প্রচুর সমর্থন ছিল।"

author-image
Subhasish Hazra
New Update
Pakistan cricket team captin Babar Azam obliges for a selfie during a practice session ahead of the Pakistan vs Bangladesh Cricket World Cup match at Kolkata's Eden Gardens. Express photo by Partha Paul.

পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম কলকাতার ইডেন গার্ডেনে পাকিস্তান বনাম বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপ ম্যাচের আগে অনুশীলনের সময় একটি সেলফির জন্য বাধ্য হন। পার্থ পলের এক্সপ্রেস ছবি।

Babar Azam India experience: পাকিস্তানের জাতীয় দলের নেতৃত্ব ফিরে পেয়েছেন বাবর আজম। তারপরেই বিশ্বকাপ খেলতে ভারতে আসার অভিজ্ঞতা শেয়ার করলেন তারকা। ভারত ম্যাচ শেষে কোহলির সঙ্গে তাঁর কি বাতচিত হয়েছিল, সেটাও জানিয়েছেন।

Advertisment

ভারতীয় সমর্থকরা তাঁর নাম ধরে চিৎকার করছে এই অভিজ্ঞতা শেয়ার করে জালমি টিভিতে বাবর আজম বলেছেন, "ভারতে গিয়ে এমন অভিজ্ঞতা হবে, সেটা প্রত্যাশার বাইরে ছিল। প্রথমবার ভারতে গিয়েছিলাম। ওখানকার বিষয়ে কোনও ধারণাই ছিল না। যাওয়ার আগে অনেকের সঙ্গে ভারতের প্লেয়িং কন্ডিশন নিয়ে আলোচনা করেছিলাম। তবে হায়দরাবাদ বিমানবন্দরে যেভাবে আমাদের স্বাগত জানানো হল, সেটা অবিস্মরণীয়।"

বাবর জানিয়েছেন, গোটা টুর্নামেন্ট জুড়েই পাকিস্তান দল ভারতে দুর্দান্ত সমর্থন পেয়ে এসেছে। তাঁর বক্তব্য, "ওটা অন্য ধরণের এক অভিজ্ঞতা। ভারতীয় সমর্থকরা আমাদের ভালোবাসায় ভরিয়ে দিয়েছে। আমাদের ক্রিকেটেরও ওঁরা প্রশংসা করেছে। আমাদের অনুশীলন দেখতে স্টেডিয়াম ভর্তি থাকত। হায়দরাবাদ স্টেডিয়ামে তিল ধারণের জায়গা ছিল না।"

বাবর জানিয়েছেন, নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলার অভিজ্ঞতা অসাধারণ, "অন্য একটা ভাইব ছিল। গোটা স্টেডিয়াম হয়ে উঠেছিল নীল সমুদ্র। ভারতে খেললে প্রত্যাশা এমনই। অন্যান্য ভেন্যুতেও আমাদের জন্য প্রচুর সমর্থন ছিল।"

ভারত ম্যাচের শেষে কোহলির সঙ্গে কী নিয়ে আলাপ হয়েছিল, সেটা ফাঁস করে পাক ক্যাপ্টেন জানাচ্ছেন, "ভারতের সঙ্গে খেলা হলে সবসময় ওঁর সঙ্গে কথা বলার জন্য মুখিয়ে থাকি। ওঁর জন্য সবসময় প্রশ্ন তৈরি থাকে আমার। আর কোহলিও আমাকে যথাসম্ভব সাহায্য করে। শুধু কোহলিই নয়, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের সঙ্গে খেললে কেন উইলিয়ামসন, স্টিভ স্মিথের সঙ্গেও কথাবার্তা হয়। কোহলিত সঙ্গে সদর্থক আলোচনা হয়েছিল। কী কথা হয়েছিল, সেটা বলতে পারব না। তবে তা আমার কাজে এসেছে।"

ভারতীয় খাবার নিয়ে বাবরের বক্তব্য, "হায়দরাবাদি বিরিয়ানি বেশ পছন্দ হয়েছিল। সামোসা চাট-ও বেশ ভালো লেগেছে। বেশ অন্যরকম ব্যাপার।"

pakistan Pakistan Cricket Pakistan Cricket Team Babar Azam
Advertisment