Advertisment

PCB and BCCI on Champions Trophy 2025: মোদি সরকারের চিঠি জমা দাও! জয় শাহের বোর্ডের কাছে লিখিত প্রমাণ দাবি করল পাকিস্তান

Champions Trophy 2025: ভারতের কাছে নতুন শর্ত হাজির করল পাকিস্তান ক্রিকেট বোর্ড

author-image
IE Bangla Sports Desk
New Update
Jay Shah, India, Pakistan, জয় শাহ, টিম ইন্ডিয়া, পাকিস্তান

Jay Shah-India-Pakistan: শেষ পর্যন্ত দুবাইতেই হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ। (ছবি- টুইটার)

PCB, BCCI, Champions Trophy 2025: পাকিস্তানে গিয়ে ভারতীয় দলকে খেলতে দিতে চায় না মোদী সরকার। এই ব্যাপারে বিসিসিআইয়ের কাছ থেকে লিখিত প্রমাণ চেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী বছরই চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই ট্রফির ভারত-পাক ম্যাচ, নিরপেক্ষ কোনও দেশে হোক, এমনটাই চায় বিসিসিআই। কারণ, ভারত সরকারের কূটনৈতিক বাধা। এতদিন বিসিসিআইয়ের এই কথা মেনে নিলেও এবার পিসিবি চায় এই ব্যাপারে মোদী সরকারের কোনও লিখিত নিষেধাজ্ঞা দেখানো হোক। কারণ, ভারতে একদিনের বিশ্বকাপ ট্রফিতে এসে খেলে গিয়েছে পাকিস্তান দল। সেখানে পাকিস্তানও ভবিষ্যতের ভারত সফর নিয়ে কড়া পদক্ষেপ নিতে চায়।

Advertisment

তাছাড়া পিসিবির বিষয়টি নিয়ে এত তৎপর হয়ে ওঠার আরও একটি কারণ আছে। সেটা হল, পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হলে আয়োজনের জন্য বিপুল অর্থ পাকিস্তান পাবে। কিন্তু, সেটাই যদি দুবাই বা অন্য কোথাও আয়োজন করতে হয়, তবে সংযুক্ত আরব আমিরশাহি বা সংশ্লিষ্ট দেশকে অর্থের ভাগ দিতে বাধ্য হবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বর্তমানে গোটা পাকিস্তানের দুর্বল আর্থিক অবস্থায় সেই ভাগ দিতে নারাজ পাকিস্তান ক্রিকেটের নিয়ামক সংস্থা।

আর, সেই কারণেই বিষয়টি নিয়ে উঠেপড়ে লেগেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তারা বিসিসিআইয়ের কাছে লিখিত প্রমাণ চেয়েছে। যাতে সেই অনুমতি প্রত্যাখ্যানের নির্দেশনামা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসির হাতে তুলে দেওয়া যায়। এমনিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নিয়ম অনুযায়ী, আয়োজক দেশের সঙ্গে বাকি ক্রিকেট খেলিয়ে দেশগুলো সহযোগিতা করতে বাধ্য। না-হলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের শাস্তির মুখে পড়তে পারে অসহযোগী দেশ।

এই ব্যাপারে পিসিবির এক শীর্ষ কর্তা সংবাদ সংস্থাকে বলেছে, 'আমরা জোর দিয়ে জানিয়েছি যে বিসিসিআইকে লিখিতভাবে আইসিসিকে সরকারি নিষেধাজ্ঞার কথা জানাতে হবে। আর, সেটাও করতে হবে টুর্নামেন্ট শুরু হওয়ার অন্তত ছয় মাস আগে।' এই ব্যাপারে পিসিবির এক শীর্ষ কর্তা সংবাদ সংস্থাকে বলেছে, 'আমরা জোর দিয়ে জানিয়েছি যে বিসিসিআইকে লিখিতভাবে আইসিসিকে সরকারি নিষেধাজ্ঞার কথা জানাতে হবে। আর, সেটাও করতে হবে টুর্নামেন্ট শুরু হওয়ার অন্তত ছয় মাস আগে।' এমনিতে সূচি অনুযায়ী চ্যাম্পিয়ন্স ট্রফি ১৯ ফেব্রুয়ারি করাচিতে শুরু হওয়ার কথা। ৯ মার্চ লাহোরে ফাইনালের মাধ্যমে তা শেষ হবে। প্রতিকূল আবহাওয়া থাকলে, ফাইনাল একদিন পিছিয়ে হবে ১০ মার্চ। রাওয়ালপিন্ডিতেও কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা।

Modi Government Jay Shah Champions Trophy BCCI Indian Cricket Team Pakistan Cricket Team
Advertisment